চীনের বাজার হারাতে চায় না এনভিডিয়া। এজন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে দেশটির জন্য নতুন তিনটি চিপ তৈরি করছে এই কোম্পানি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এতথ্য দিয়েছে।
গতবছর যুক্তরাষ্ট্রের সরকার চীন ও রাশিয়ায় চিপ সরবরাহ বন্ধের নতুন আইন ঘোষণা করে। সুপার কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপলিকেশনে ব্যবহারের জন্য চিপগুলো নেওয়া হয়। তবে দেশগুলো সামরিক উদ্দেশ্য এই চিপগুলো ব্যবহার করছে বলে যুক্তরাষ্ট্রের দাবি। এই নিয়মের জন্য এ১০০ ও এইচ ১০০ চিপ বিক্রি বন্ধ হয়ে যায়। তাই চীনের বাজারের জন্য নতুন এ৮০০ এবং এইচ ৮০০ চিপ তৈরি করে এনভিডিয়া।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকার নতুন নিয়ম জারি করেছে, যেখানে চিপের কম্পিউটিং শক্তির সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, এনভিডিয়ার অন্যান্য পণ্য আরটিএক্স ৪০৯০ জিপিইউসহ এ৮০০ এবং এইচ ৮০০ চিপও রপ্তানি করা যাবে না।
বিভিন্ন তথ্যসূত্র বলেছে, এজন্য এনভিডিয়ার ৫০০ কোটি সমমূল্যের চিপ বাতিল হতে পারে।
চীনের বাজারের জন্য এই নতুন তিনটি চিপ হলো–এইচজিএক্স এইচ২ ও, এল ২০ এবং এল২। এর মধ্যে এইচ২ও সবচেয়ে শক্তিশালী মডেল। এই চিপগুলো যুক্তরাষ্ট্রের দেওয়া কম্পিউটিং সীমারেখাকে ভঙ্গ করবে না।
বাইডু, হুয়াওয়ে, শাওমি ও অপ্পোসহ বিভিন্ন চীনের কোম্পানি ইতিমধ্যেই নিজস্ব সেমিকন্ডাক্টরের নকশা তৈরি শুরু করেছে। তবে এনভিডিয়ার পুরোনো গ্রাহকেরা এই কোম্পানির চিপ ব্যবহার অব্যাহত রাখতে পারে। কারণ এআই প্রযুক্তির জন্য সবচেয়ে শক্তিশালী চিপ এই কোম্পানিই তৈরি করেছে।
এনভিডিয়ার এক গোপন সূত্র বলেছে, কোম্পানি ১৬ নভেম্বর এই চিপগুলো উন্মোচন করতে পারে এবং বছর শেষ হওয়ার আগে সেগুলি বিক্রি শুরু করতে পারে।
গত মাসে এনভিডিয়া ও আইফোন নির্মাতা ফক্সকন যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারখানা গড়ার ঘোষণা দিয়েছে। নতুন ধরনের এই ডেটা সেন্টারে এআইভিত্তিক প্রযুক্তির বিকাশে এনভিডিয়ার চিপ ব্যবহার করা হবে। এনভিডিয়ার চিপ ব্যবহার কর স্বয়ংক্রিয় গাড়ির প্রশিক্ষণ, রোবটিক্স প্ল্যাটফর্ম ও লার্জ ল্যাংগুয়েজ মডেলের বিকাশ ঘটনো হবে।
চীনের বাজার হারাতে চায় না এনভিডিয়া। এজন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে দেশটির জন্য নতুন তিনটি চিপ তৈরি করছে এই কোম্পানি। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এতথ্য দিয়েছে।
গতবছর যুক্তরাষ্ট্রের সরকার চীন ও রাশিয়ায় চিপ সরবরাহ বন্ধের নতুন আইন ঘোষণা করে। সুপার কম্পিউটার ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপলিকেশনে ব্যবহারের জন্য চিপগুলো নেওয়া হয়। তবে দেশগুলো সামরিক উদ্দেশ্য এই চিপগুলো ব্যবহার করছে বলে যুক্তরাষ্ট্রের দাবি। এই নিয়মের জন্য এ১০০ ও এইচ ১০০ চিপ বিক্রি বন্ধ হয়ে যায়। তাই চীনের বাজারের জন্য নতুন এ৮০০ এবং এইচ ৮০০ চিপ তৈরি করে এনভিডিয়া।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকার নতুন নিয়ম জারি করেছে, যেখানে চিপের কম্পিউটিং শক্তির সীমারেখা বেঁধে দেওয়া হয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী, এনভিডিয়ার অন্যান্য পণ্য আরটিএক্স ৪০৯০ জিপিইউসহ এ৮০০ এবং এইচ ৮০০ চিপও রপ্তানি করা যাবে না।
বিভিন্ন তথ্যসূত্র বলেছে, এজন্য এনভিডিয়ার ৫০০ কোটি সমমূল্যের চিপ বাতিল হতে পারে।
চীনের বাজারের জন্য এই নতুন তিনটি চিপ হলো–এইচজিএক্স এইচ২ ও, এল ২০ এবং এল২। এর মধ্যে এইচ২ও সবচেয়ে শক্তিশালী মডেল। এই চিপগুলো যুক্তরাষ্ট্রের দেওয়া কম্পিউটিং সীমারেখাকে ভঙ্গ করবে না।
বাইডু, হুয়াওয়ে, শাওমি ও অপ্পোসহ বিভিন্ন চীনের কোম্পানি ইতিমধ্যেই নিজস্ব সেমিকন্ডাক্টরের নকশা তৈরি শুরু করেছে। তবে এনভিডিয়ার পুরোনো গ্রাহকেরা এই কোম্পানির চিপ ব্যবহার অব্যাহত রাখতে পারে। কারণ এআই প্রযুক্তির জন্য সবচেয়ে শক্তিশালী চিপ এই কোম্পানিই তৈরি করেছে।
এনভিডিয়ার এক গোপন সূত্র বলেছে, কোম্পানি ১৬ নভেম্বর এই চিপগুলো উন্মোচন করতে পারে এবং বছর শেষ হওয়ার আগে সেগুলি বিক্রি শুরু করতে পারে।
গত মাসে এনভিডিয়া ও আইফোন নির্মাতা ফক্সকন যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারখানা গড়ার ঘোষণা দিয়েছে। নতুন ধরনের এই ডেটা সেন্টারে এআইভিত্তিক প্রযুক্তির বিকাশে এনভিডিয়ার চিপ ব্যবহার করা হবে। এনভিডিয়ার চিপ ব্যবহার কর স্বয়ংক্রিয় গাড়ির প্রশিক্ষণ, রোবটিক্স প্ল্যাটফর্ম ও লার্জ ল্যাংগুয়েজ মডেলের বিকাশ ঘটনো হবে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৭ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১০ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১১ ঘণ্টা আগে