প্রযুক্তি ডেস্ক
দুটি ডেভেলপার প্রিভিউ সংস্করণের পর এবার অ্যান্ড্রয়েড ১৪— এর পরিকল্পিত চারটি সর্বজনীন বেটা সংস্করণের প্রথমটি এনেছে গুগল। আগের সংস্করণগুলোর মতো এই বেটা সংস্করণও যে কেউ ইনস্টল করতে পারবেন। তবে ধারণা করা হচ্ছে, এই সংস্করণ ইনস্টল করতে হলে ‘পিক্সেল ৪এ ৫জি’র মতো সমর্থনযোগ্য ডিভাইস প্রয়োজন হবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আপাতত গুগলের পিক্সেল ফোনগুলোতেই এটি ইনস্টল করা যাবে। নতুন এই সংস্করণ মূলত অ্যাপ নির্মাতাদের কথা বিবেচনা করে আনা হয়েছে। যারা নতুন এই সংস্করণে নিজস্ব অ্যাপের পরীক্ষা করতে চান।
গত ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড ১৪— এর প্রথম ডেভেলপার প্রিভিউ চালু করে গুগল। পিক্সেল ৪এ ও অন্যান্য ডিভাইসে এই সংস্করণ ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা। নতুন এই সংস্করণে থাকা বিভিন্ন সুবিধার মধ্যে অন্যতম একটি হলো প্রি-ইনস্টলড অ্যাপ মুছে ফেলার সুবিধা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকটাইমস এর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকে ইনস্টল করে রাখা অ্যাপসের অধিকাংশই অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এসব অ্যাপের কিছু আনইনস্টল করা গেলেও সব অ্যাপ মুছে ফেলা বা আনইনস্টল করা সম্ভব হয় না। তবে অ্যান্ড্রয়েড ১৪-এ ‘অ্যাপস ইনস্টলড ইন দ্য ব্যাকগ্রাউন্ড’ নামের একটি গোপন মেন্যুর মাধ্যমে এই সমস্যাটি সমাধানের সুবিধা আনা হচ্ছে। তবে ভবিষ্যতে সরাসরি এই মেন্যুটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
গুগল জানায়, ডিভাইস উৎপাদনকারী ও তাদের সহযোগীদের কারণে স্মার্টফোনে আগে থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করা থাকে। মোবাইল ফোনে আগে থেকে ইনস্টল থাকা সব অ্যাপ থাকার প্রয়োজন নেই। ব্যবহারকারী চাইলে সেগুলো ডিলিট বা আনইনস্টল করতে পারবেন।
বিগত বছর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলোর নিরাপত্তা আরও বাড়ানোর ঘোষণা দেয় টেক জায়ান্ট গুগল। ফলে, চলতি বছর থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আর গুগলের কোনো অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি অনুমতি ছাড়া ট্র্যাক করতে পারবে না। এক ব্লগ পোস্টে গুগল এই তথ্য জানায়।
গুগল তাঁদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ক্রোম ব্রাউজারে ‘ডেটা ট্র্যাকিং’ সীমিত করার পরিকল্পনা করেছিল। ক্রমান্বয়ে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোতেও ‘ডেটা ট্র্যাকিং’ সীমিত করার পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছিল গুগল। গুগলের এই তথাকথিত ‘স্যান্ডবক্স প্রকল্পের’ লক্ষ্য হল ব্যবহারকারীর ডেটার পরিমাণ কমানো, যাতে বিজ্ঞাপনদাতারা এসব তথ্য কম সংগ্রহ করতে পারে।
দুটি ডেভেলপার প্রিভিউ সংস্করণের পর এবার অ্যান্ড্রয়েড ১৪— এর পরিকল্পিত চারটি সর্বজনীন বেটা সংস্করণের প্রথমটি এনেছে গুগল। আগের সংস্করণগুলোর মতো এই বেটা সংস্করণও যে কেউ ইনস্টল করতে পারবেন। তবে ধারণা করা হচ্ছে, এই সংস্করণ ইনস্টল করতে হলে ‘পিক্সেল ৪এ ৫জি’র মতো সমর্থনযোগ্য ডিভাইস প্রয়োজন হবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, আপাতত গুগলের পিক্সেল ফোনগুলোতেই এটি ইনস্টল করা যাবে। নতুন এই সংস্করণ মূলত অ্যাপ নির্মাতাদের কথা বিবেচনা করে আনা হয়েছে। যারা নতুন এই সংস্করণে নিজস্ব অ্যাপের পরীক্ষা করতে চান।
গত ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড ১৪— এর প্রথম ডেভেলপার প্রিভিউ চালু করে গুগল। পিক্সেল ৪এ ও অন্যান্য ডিভাইসে এই সংস্করণ ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা। নতুন এই সংস্করণে থাকা বিভিন্ন সুবিধার মধ্যে অন্যতম একটি হলো প্রি-ইনস্টলড অ্যাপ মুছে ফেলার সুবিধা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকটাইমস এর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকে ইনস্টল করে রাখা অ্যাপসের অধিকাংশই অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এসব অ্যাপের কিছু আনইনস্টল করা গেলেও সব অ্যাপ মুছে ফেলা বা আনইনস্টল করা সম্ভব হয় না। তবে অ্যান্ড্রয়েড ১৪-এ ‘অ্যাপস ইনস্টলড ইন দ্য ব্যাকগ্রাউন্ড’ নামের একটি গোপন মেন্যুর মাধ্যমে এই সমস্যাটি সমাধানের সুবিধা আনা হচ্ছে। তবে ভবিষ্যতে সরাসরি এই মেন্যুটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
গুগল জানায়, ডিভাইস উৎপাদনকারী ও তাদের সহযোগীদের কারণে স্মার্টফোনে আগে থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করা থাকে। মোবাইল ফোনে আগে থেকে ইনস্টল থাকা সব অ্যাপ থাকার প্রয়োজন নেই। ব্যবহারকারী চাইলে সেগুলো ডিলিট বা আনইনস্টল করতে পারবেন।
বিগত বছর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলোর নিরাপত্তা আরও বাড়ানোর ঘোষণা দেয় টেক জায়ান্ট গুগল। ফলে, চলতি বছর থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আর গুগলের কোনো অ্যাপ্লিকেশন ব্যবহারকারীর ব্রাউজিং হিস্ট্রি অনুমতি ছাড়া ট্র্যাক করতে পারবে না। এক ব্লগ পোস্টে গুগল এই তথ্য জানায়।
গুগল তাঁদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ক্রোম ব্রাউজারে ‘ডেটা ট্র্যাকিং’ সীমিত করার পরিকল্পনা করেছিল। ক্রমান্বয়ে অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোতেও ‘ডেটা ট্র্যাকিং’ সীমিত করার পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছিল গুগল। গুগলের এই তথাকথিত ‘স্যান্ডবক্স প্রকল্পের’ লক্ষ্য হল ব্যবহারকারীর ডেটার পরিমাণ কমানো, যাতে বিজ্ঞাপনদাতারা এসব তথ্য কম সংগ্রহ করতে পারে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
১ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
২ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
২ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৩ দিন আগে