আবির আহসান রুদ্র
অনার নিয়ে এসেছে নতুন মডেলের ল্যাপটপ ম্যাজিকবুক এক্স১৬। এই ল্যাপটপ মূলত গত বছরের মার্চে বাজারে আসা ম্যাজিকবুক ১৬-এর উন্নত সংস্করণ।
ম্যাজিকবুক এক্স১৬ মডেলে আছে ১৯২০×১২০০ পিক্সেল রেজল্যুশনের ১৬ ইঞ্চি ‘ফুলভিউ’ ডিসপ্লে। ল্যাপটপটির ডিসপ্লে টিউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট (হার্ডওয়্যার সল্যুশন) সার্টিফিকেট ও ফ্লিকার ফ্রি সার্টিফিকেট-৪ প্রাপ্ত। ফলে স্ক্রিনের দিকে তাকাতে চোখের অস্বস্তি দূর হয়ে মিলবে প্রশান্তি। এ ছাড়া
থাকছে একটি বড় আকারের কি-বোর্ড, ৭২০ পিক্সেল রেজল্যুশনের ওয়েব ক্যামেরা, ডুয়াল স্পিকার, দুটি বিল্ট-ইন মাইক্রোফোন এবং পাওয়ার বাটনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের ব্যবস্থা।
অনার ম্যাজিকবুক এক্স১৬ ল্যাপটপে দুটি ইউএসবি-সি পোর্ট, দুটি ইউএসবি ৩.২, একটি এইচডিএমআই, টু-ইন-ওয়ান হেডফোন এবং ৩.৫ মিমি মাইক্রোফোন জ্যাকের সুবিধা পাওয়া যাবে। বরাবরের মতো ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, এনএফসির মতো ফিচার তো থাকছেই। তবে অন্যান্য মডেলের মতো ম্যাজিকবুক এক্স১৬ মডেলে রং বাছাইয়ের ঝামেলা থাকছে না। কারণ, বাজারে শুধু রুপালি রঙের ল্যাপটপই পাওয়া যাচ্ছে।
১২তম প্রজন্মের ইনটেল কোর আই৫-১২৩৫ইউ প্রসেসর দেবে ১.৩ গিগাহার্টজ গতি এবং এতে সর্বোচ্চ ৪.৪ গিগাহার্টজ পর্যন্ত আউটপুট অর্জন করা সম্ভব। সঙ্গে আছে ইন্টেল আইরিস এক্সই গ্রাফিকস জিপিইউ, ৮/১৬ গিগাবাইটের এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ৫১২ গিগাবাইটের ইন্টারনাল এসএসডি হার্ডডিস্ক। সক্রিয় অবস্থায় ল্যাপটপে আদর্শ তাপমাত্রা নিশ্চিত করতে একটি বড় ফ্যান, দুটি হিট পাইপ এবং ২১ শতাংশ বড় কুলিং ফিন এলাকা রয়েছে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য অনার ম্যাজিকবুক এক্স১৬ ল্যাপটপে থাকছে ৬০ ওয়াট-আওয়ারসের ব্যাটারি। অনার বলছে, এই ব্যাটারি দিয়ে একটানা ১২ ঘণ্টা ১০৮০ পিক্সেল রেজল্যুশনের ভিডিও দেখা সম্ভব অথবা একটানা সাড়ে ১০ ঘণ্টা সাধারণভাবেও ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া ৬৫ ওয়াটের ইউএসবি-সি টাইপের চার্জার দেবে দ্রুত চার্জিংয়ের নিশ্চয়তা। ল্যাপটপটিতে উইন্ডোজ-১১ হোম ভার্সন আগে থেকেই ইনস্টল করা থাকবে।
দরদাম
বাংলাদেশি মুদ্রায় ৮ গিগাবাইটের র্যামযুক্ত অনার ম্যাজিকবুক এক্স১৬ ল্যাপটপের দাম ৯৬ হাজার ২৪৮ টাকা। তবে ১৬ গিগাবাইট র্যামযুক্ত অনার ম্যাজিকবুক এক্স১৬ ল্যাপটপের দাম ১ লাখ ৪ হাজার ৯৯৮ টাকা।
সূত্র: হাই অনার
অনার নিয়ে এসেছে নতুন মডেলের ল্যাপটপ ম্যাজিকবুক এক্স১৬। এই ল্যাপটপ মূলত গত বছরের মার্চে বাজারে আসা ম্যাজিকবুক ১৬-এর উন্নত সংস্করণ।
ম্যাজিকবুক এক্স১৬ মডেলে আছে ১৯২০×১২০০ পিক্সেল রেজল্যুশনের ১৬ ইঞ্চি ‘ফুলভিউ’ ডিসপ্লে। ল্যাপটপটির ডিসপ্লে টিউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট (হার্ডওয়্যার সল্যুশন) সার্টিফিকেট ও ফ্লিকার ফ্রি সার্টিফিকেট-৪ প্রাপ্ত। ফলে স্ক্রিনের দিকে তাকাতে চোখের অস্বস্তি দূর হয়ে মিলবে প্রশান্তি। এ ছাড়া
থাকছে একটি বড় আকারের কি-বোর্ড, ৭২০ পিক্সেল রেজল্যুশনের ওয়েব ক্যামেরা, ডুয়াল স্পিকার, দুটি বিল্ট-ইন মাইক্রোফোন এবং পাওয়ার বাটনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের ব্যবস্থা।
অনার ম্যাজিকবুক এক্স১৬ ল্যাপটপে দুটি ইউএসবি-সি পোর্ট, দুটি ইউএসবি ৩.২, একটি এইচডিএমআই, টু-ইন-ওয়ান হেডফোন এবং ৩.৫ মিমি মাইক্রোফোন জ্যাকের সুবিধা পাওয়া যাবে। বরাবরের মতো ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, এনএফসির মতো ফিচার তো থাকছেই। তবে অন্যান্য মডেলের মতো ম্যাজিকবুক এক্স১৬ মডেলে রং বাছাইয়ের ঝামেলা থাকছে না। কারণ, বাজারে শুধু রুপালি রঙের ল্যাপটপই পাওয়া যাচ্ছে।
১২তম প্রজন্মের ইনটেল কোর আই৫-১২৩৫ইউ প্রসেসর দেবে ১.৩ গিগাহার্টজ গতি এবং এতে সর্বোচ্চ ৪.৪ গিগাহার্টজ পর্যন্ত আউটপুট অর্জন করা সম্ভব। সঙ্গে আছে ইন্টেল আইরিস এক্সই গ্রাফিকস জিপিইউ, ৮/১৬ গিগাবাইটের এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ৫১২ গিগাবাইটের ইন্টারনাল এসএসডি হার্ডডিস্ক। সক্রিয় অবস্থায় ল্যাপটপে আদর্শ তাপমাত্রা নিশ্চিত করতে একটি বড় ফ্যান, দুটি হিট পাইপ এবং ২১ শতাংশ বড় কুলিং ফিন এলাকা রয়েছে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য অনার ম্যাজিকবুক এক্স১৬ ল্যাপটপে থাকছে ৬০ ওয়াট-আওয়ারসের ব্যাটারি। অনার বলছে, এই ব্যাটারি দিয়ে একটানা ১২ ঘণ্টা ১০৮০ পিক্সেল রেজল্যুশনের ভিডিও দেখা সম্ভব অথবা একটানা সাড়ে ১০ ঘণ্টা সাধারণভাবেও ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া ৬৫ ওয়াটের ইউএসবি-সি টাইপের চার্জার দেবে দ্রুত চার্জিংয়ের নিশ্চয়তা। ল্যাপটপটিতে উইন্ডোজ-১১ হোম ভার্সন আগে থেকেই ইনস্টল করা থাকবে।
দরদাম
বাংলাদেশি মুদ্রায় ৮ গিগাবাইটের র্যামযুক্ত অনার ম্যাজিকবুক এক্স১৬ ল্যাপটপের দাম ৯৬ হাজার ২৪৮ টাকা। তবে ১৬ গিগাবাইট র্যামযুক্ত অনার ম্যাজিকবুক এক্স১৬ ল্যাপটপের দাম ১ লাখ ৪ হাজার ৯৯৮ টাকা।
সূত্র: হাই অনার
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে