কুহেলী রহমান
আমাদের দেশে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত শাওমি। কিন্তু চীনের এই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বজুড়ে ব্যবসা করে মোবাইল ফোন থেকে শুরু করে নানা রকম গ্যাজেট ও ইলেকট্রনিক পণ্যের।
সম্প্রতি সামাজিক গণমাধ্যম এক্স এর ট্রেন্ডিং একটি ভিডিওতে দেখা যাচ্ছে মিজিয়া প্লাস ওয়াটার গান। এটি দেখতে অনেকটাই কমিক ক্যারেক্টার ব্ল্যাক মান্তার হাইড্রো-প্লাজমা রাইফেলের মতো, যা পানির নিচের রাজা ওর্ম উপহার দিয়েছিল ব্ল্যাক মান্তারকে। এটি মারাত্মক কোনো অস্ত্র নয়, আবার এটি নিছক কোনো খেলনাও নয়। শাওমির তৈরি ওয়াটার গানটির নাম মিজিয়া প্লাস ওয়াটার গান। এর বহুবিধ ব্যবহার রয়েছে। এটি দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করা যাবে, এমনকি পোষা প্রাণীকে গোসল করানো যাবে।অভিনব ডিভাইসটিতে রয়েছে আকর্ষণীয় কিছু ফিচার। এটির বিভিন্ন ব্যবহার যথেষ্ট আনন্দ দেবে এর ব্যবহারকারীকে। যারা পানির নিচে ভিডিও করতে আগ্রহী, এটি তাদের সেই ইচ্ছা পূরণ করবে। এটি পানির নিচে ভিডিও রেকর্ড করতে সক্ষম। মিজিয়া প্লাস ওয়াটার গানে থাকছে তিনটি মুড, কন্টিনিউয়াস, সিঙ্গেল এবং চার্জড। শাওমির এই ওয়াটার গানের সর্বাধিক গতি প্রতি সেকেন্ড ২৫ ওয়াটার বম্ব এবং রেঞ্জ ৭ থেকে ৯ মিটার পর্যন্ত। এটি স্বয়ংক্রিয়ভাবে রিফিল হতে পারে। যেকোনো মাধ্যম থেকে ১৫ সেকেন্ডের মধ্যে পানি শোষণ করতে পারে।
গাড়ির পাশাপাশি এটি ব্যবহার করা যাবে ঘরের দরজা-জানালা থেকে শুরু করে ফ্লোর পরিষ্কারের কাজে। এমনকি বাড়ির পোষা প্রাণীদেরও পরিচ্ছন্নতার কাজ করানো যাবে এটি দিয়ে।
এটিতে রয়েছে ৮০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। একটি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টের মাধ্যমে গ্যাজেটটি চার্জ করা যাবে। একবার চার্জে ৪০ মিনিট পর্যন্ত ব্যাকআপ দিতে পারে শাওমির জলবন্দুক। বাংলাদেশি টাকায় এর দাম প্রায় ২৬ হাজার।
সূত্র: গিজমোচায়না, ইন্ডিয়ান এক্সপ্রেস
আমাদের দেশে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত শাওমি। কিন্তু চীনের এই প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বজুড়ে ব্যবসা করে মোবাইল ফোন থেকে শুরু করে নানা রকম গ্যাজেট ও ইলেকট্রনিক পণ্যের।
সম্প্রতি সামাজিক গণমাধ্যম এক্স এর ট্রেন্ডিং একটি ভিডিওতে দেখা যাচ্ছে মিজিয়া প্লাস ওয়াটার গান। এটি দেখতে অনেকটাই কমিক ক্যারেক্টার ব্ল্যাক মান্তার হাইড্রো-প্লাজমা রাইফেলের মতো, যা পানির নিচের রাজা ওর্ম উপহার দিয়েছিল ব্ল্যাক মান্তারকে। এটি মারাত্মক কোনো অস্ত্র নয়, আবার এটি নিছক কোনো খেলনাও নয়। শাওমির তৈরি ওয়াটার গানটির নাম মিজিয়া প্লাস ওয়াটার গান। এর বহুবিধ ব্যবহার রয়েছে। এটি দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করা যাবে, এমনকি পোষা প্রাণীকে গোসল করানো যাবে।অভিনব ডিভাইসটিতে রয়েছে আকর্ষণীয় কিছু ফিচার। এটির বিভিন্ন ব্যবহার যথেষ্ট আনন্দ দেবে এর ব্যবহারকারীকে। যারা পানির নিচে ভিডিও করতে আগ্রহী, এটি তাদের সেই ইচ্ছা পূরণ করবে। এটি পানির নিচে ভিডিও রেকর্ড করতে সক্ষম। মিজিয়া প্লাস ওয়াটার গানে থাকছে তিনটি মুড, কন্টিনিউয়াস, সিঙ্গেল এবং চার্জড। শাওমির এই ওয়াটার গানের সর্বাধিক গতি প্রতি সেকেন্ড ২৫ ওয়াটার বম্ব এবং রেঞ্জ ৭ থেকে ৯ মিটার পর্যন্ত। এটি স্বয়ংক্রিয়ভাবে রিফিল হতে পারে। যেকোনো মাধ্যম থেকে ১৫ সেকেন্ডের মধ্যে পানি শোষণ করতে পারে।
গাড়ির পাশাপাশি এটি ব্যবহার করা যাবে ঘরের দরজা-জানালা থেকে শুরু করে ফ্লোর পরিষ্কারের কাজে। এমনকি বাড়ির পোষা প্রাণীদেরও পরিচ্ছন্নতার কাজ করানো যাবে এটি দিয়ে।
এটিতে রয়েছে ৮০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। একটি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টের মাধ্যমে গ্যাজেটটি চার্জ করা যাবে। একবার চার্জে ৪০ মিনিট পর্যন্ত ব্যাকআপ দিতে পারে শাওমির জলবন্দুক। বাংলাদেশি টাকায় এর দাম প্রায় ২৬ হাজার।
সূত্র: গিজমোচায়না, ইন্ডিয়ান এক্সপ্রেস
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১৫ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১৫ ঘণ্টা আগে