চলতি বছরেই অ্যাপল বাজারে আনার কথা আইফোন ১৪ সিরিজের ফোন। বাজারের সবচেয়ে জনপ্রিয় এই মোবাইল ফোন কোম্পানির নতুন সিরিজ নিয়ে গুঞ্জন থাকবে—এটাই স্বাভাবিক। এবার গুঞ্জনটা একটু বেশিই। কারণ, শোনা যাচ্ছে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো এর মধ্যে থাকবে কিছু উল্লেখযোগ্য পার্থক্য।
প্রযুক্তি সম্পর্কিত সংবাদমাধ্যম টেকরাডার জানাচ্ছে, আইফোন ১৪ সংস্করণের এ দুই মডেলের মূল পার্থক্যটি গড়ে দেবে স্ক্রিন। কারণ, এ দুই মডেলের স্ক্রিন তৈরি করছে আলাদা দুটি কোম্পানি।
স্মার্টফোনের ডিসপ্লে তৈরির কোম্পানি বিওই এবার আইফোন ১৪-এর ৬ দশমিক ১ ইঞ্চি দৈর্ঘ্যের ডিসপ্লেটি তৈরি করবে। এ কোম্পানি নতুন নয়। চীনা এই প্রতিষ্ঠান হুয়াওয়ে, ভিভোসহ বেশ কিছু জনপ্রিয় মোবাইল ডিভাইস উৎপাদনকারী কোম্পানির ডিসপ্লে তৈরি করেছে। তবে আইফোনের সঙ্গে এর আগে এ প্রতিষ্ঠান কাজ করেনি। আইফোনের ডিসপ্লে তৈরি করে আসছে স্যামসাং ও এলজির মতো কোম্পানি। এবারও তারা আইফোনের ডিসপ্লে তৈরি করবে। তবে আইফোন ১৪-এর ডিসপ্লে তৈরির দায়িত্ব পাচ্ছে বিওই।
এরই মধ্যে আইফোন ১৪-এ বেশ কিছু বদলের কথা শোনা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি যা শোনা যাচ্ছে, তা হলো—এবারের আইফোনে নচের আকারটি কিছুটা ছোট হবে। আইফোন স্ক্রিনের ওপরের দিকে থাকা অংশটিই নচ, যেখানে ক্যামেরা, সাউন্ডসহ বিভিন্ন জরুরি অংশ যুক্ত থাকে। এই নচের কারণে ডিসপ্লের ওপরের দিকটা অনেকটা ছোট হয়ে আসে। এবার এতে পরিবর্তন আসতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে।
এবারও আগেরবারের মতোই আইফোন ১৪-এর চারটি মডেল বাজারে আসছে বলে ধারণা করা হচ্ছে। এর একদিকে থাকছে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স; অন্যদিকে থাকছে আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৪ ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৪ ম্যাক্স এবার আইফোন মিনির বদলে আনা হচ্ছে। তবে দামে তুলনামূলক সস্তা হলেও এই মডেলে ব্যবহারকারীরা পাচ্ছেন ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে।
তবে এই সবই এখনো গুঞ্জন। বরাবরের মতোই নিজেদের নতুন মডেল বাজারে ছাড়ার আগে মুখে কুলুপ এঁটে বসে আছে অ্যাপল।
চলতি বছরেই অ্যাপল বাজারে আনার কথা আইফোন ১৪ সিরিজের ফোন। বাজারের সবচেয়ে জনপ্রিয় এই মোবাইল ফোন কোম্পানির নতুন সিরিজ নিয়ে গুঞ্জন থাকবে—এটাই স্বাভাবিক। এবার গুঞ্জনটা একটু বেশিই। কারণ, শোনা যাচ্ছে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো এর মধ্যে থাকবে কিছু উল্লেখযোগ্য পার্থক্য।
প্রযুক্তি সম্পর্কিত সংবাদমাধ্যম টেকরাডার জানাচ্ছে, আইফোন ১৪ সংস্করণের এ দুই মডেলের মূল পার্থক্যটি গড়ে দেবে স্ক্রিন। কারণ, এ দুই মডেলের স্ক্রিন তৈরি করছে আলাদা দুটি কোম্পানি।
স্মার্টফোনের ডিসপ্লে তৈরির কোম্পানি বিওই এবার আইফোন ১৪-এর ৬ দশমিক ১ ইঞ্চি দৈর্ঘ্যের ডিসপ্লেটি তৈরি করবে। এ কোম্পানি নতুন নয়। চীনা এই প্রতিষ্ঠান হুয়াওয়ে, ভিভোসহ বেশ কিছু জনপ্রিয় মোবাইল ডিভাইস উৎপাদনকারী কোম্পানির ডিসপ্লে তৈরি করেছে। তবে আইফোনের সঙ্গে এর আগে এ প্রতিষ্ঠান কাজ করেনি। আইফোনের ডিসপ্লে তৈরি করে আসছে স্যামসাং ও এলজির মতো কোম্পানি। এবারও তারা আইফোনের ডিসপ্লে তৈরি করবে। তবে আইফোন ১৪-এর ডিসপ্লে তৈরির দায়িত্ব পাচ্ছে বিওই।
এরই মধ্যে আইফোন ১৪-এ বেশ কিছু বদলের কথা শোনা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি যা শোনা যাচ্ছে, তা হলো—এবারের আইফোনে নচের আকারটি কিছুটা ছোট হবে। আইফোন স্ক্রিনের ওপরের দিকে থাকা অংশটিই নচ, যেখানে ক্যামেরা, সাউন্ডসহ বিভিন্ন জরুরি অংশ যুক্ত থাকে। এই নচের কারণে ডিসপ্লের ওপরের দিকটা অনেকটা ছোট হয়ে আসে। এবার এতে পরিবর্তন আসতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে।
এবারও আগেরবারের মতোই আইফোন ১৪-এর চারটি মডেল বাজারে আসছে বলে ধারণা করা হচ্ছে। এর একদিকে থাকছে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স; অন্যদিকে থাকছে আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৪ ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৪ ম্যাক্স এবার আইফোন মিনির বদলে আনা হচ্ছে। তবে দামে তুলনামূলক সস্তা হলেও এই মডেলে ব্যবহারকারীরা পাচ্ছেন ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে।
তবে এই সবই এখনো গুঞ্জন। বরাবরের মতোই নিজেদের নতুন মডেল বাজারে ছাড়ার আগে মুখে কুলুপ এঁটে বসে আছে অ্যাপল।
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১৫ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১৫ ঘণ্টা আগে