চলতি বছরেই অ্যাপল বাজারে আনার কথা আইফোন ১৪ সিরিজের ফোন। বাজারের সবচেয়ে জনপ্রিয় এই মোবাইল ফোন কোম্পানির নতুন সিরিজ নিয়ে গুঞ্জন থাকবে—এটাই স্বাভাবিক। এবার গুঞ্জনটা একটু বেশিই। কারণ, শোনা যাচ্ছে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো এর মধ্যে থাকবে কিছু উল্লেখযোগ্য পার্থক্য।
প্রযুক্তি সম্পর্কিত সংবাদমাধ্যম টেকরাডার জানাচ্ছে, আইফোন ১৪ সংস্করণের এ দুই মডেলের মূল পার্থক্যটি গড়ে দেবে স্ক্রিন। কারণ, এ দুই মডেলের স্ক্রিন তৈরি করছে আলাদা দুটি কোম্পানি।
স্মার্টফোনের ডিসপ্লে তৈরির কোম্পানি বিওই এবার আইফোন ১৪-এর ৬ দশমিক ১ ইঞ্চি দৈর্ঘ্যের ডিসপ্লেটি তৈরি করবে। এ কোম্পানি নতুন নয়। চীনা এই প্রতিষ্ঠান হুয়াওয়ে, ভিভোসহ বেশ কিছু জনপ্রিয় মোবাইল ডিভাইস উৎপাদনকারী কোম্পানির ডিসপ্লে তৈরি করেছে। তবে আইফোনের সঙ্গে এর আগে এ প্রতিষ্ঠান কাজ করেনি। আইফোনের ডিসপ্লে তৈরি করে আসছে স্যামসাং ও এলজির মতো কোম্পানি। এবারও তারা আইফোনের ডিসপ্লে তৈরি করবে। তবে আইফোন ১৪-এর ডিসপ্লে তৈরির দায়িত্ব পাচ্ছে বিওই।
এরই মধ্যে আইফোন ১৪-এ বেশ কিছু বদলের কথা শোনা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি যা শোনা যাচ্ছে, তা হলো—এবারের আইফোনে নচের আকারটি কিছুটা ছোট হবে। আইফোন স্ক্রিনের ওপরের দিকে থাকা অংশটিই নচ, যেখানে ক্যামেরা, সাউন্ডসহ বিভিন্ন জরুরি অংশ যুক্ত থাকে। এই নচের কারণে ডিসপ্লের ওপরের দিকটা অনেকটা ছোট হয়ে আসে। এবার এতে পরিবর্তন আসতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে।
এবারও আগেরবারের মতোই আইফোন ১৪-এর চারটি মডেল বাজারে আসছে বলে ধারণা করা হচ্ছে। এর একদিকে থাকছে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স; অন্যদিকে থাকছে আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৪ ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৪ ম্যাক্স এবার আইফোন মিনির বদলে আনা হচ্ছে। তবে দামে তুলনামূলক সস্তা হলেও এই মডেলে ব্যবহারকারীরা পাচ্ছেন ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে।
তবে এই সবই এখনো গুঞ্জন। বরাবরের মতোই নিজেদের নতুন মডেল বাজারে ছাড়ার আগে মুখে কুলুপ এঁটে বসে আছে অ্যাপল।
চলতি বছরেই অ্যাপল বাজারে আনার কথা আইফোন ১৪ সিরিজের ফোন। বাজারের সবচেয়ে জনপ্রিয় এই মোবাইল ফোন কোম্পানির নতুন সিরিজ নিয়ে গুঞ্জন থাকবে—এটাই স্বাভাবিক। এবার গুঞ্জনটা একটু বেশিই। কারণ, শোনা যাচ্ছে আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো এর মধ্যে থাকবে কিছু উল্লেখযোগ্য পার্থক্য।
প্রযুক্তি সম্পর্কিত সংবাদমাধ্যম টেকরাডার জানাচ্ছে, আইফোন ১৪ সংস্করণের এ দুই মডেলের মূল পার্থক্যটি গড়ে দেবে স্ক্রিন। কারণ, এ দুই মডেলের স্ক্রিন তৈরি করছে আলাদা দুটি কোম্পানি।
স্মার্টফোনের ডিসপ্লে তৈরির কোম্পানি বিওই এবার আইফোন ১৪-এর ৬ দশমিক ১ ইঞ্চি দৈর্ঘ্যের ডিসপ্লেটি তৈরি করবে। এ কোম্পানি নতুন নয়। চীনা এই প্রতিষ্ঠান হুয়াওয়ে, ভিভোসহ বেশ কিছু জনপ্রিয় মোবাইল ডিভাইস উৎপাদনকারী কোম্পানির ডিসপ্লে তৈরি করেছে। তবে আইফোনের সঙ্গে এর আগে এ প্রতিষ্ঠান কাজ করেনি। আইফোনের ডিসপ্লে তৈরি করে আসছে স্যামসাং ও এলজির মতো কোম্পানি। এবারও তারা আইফোনের ডিসপ্লে তৈরি করবে। তবে আইফোন ১৪-এর ডিসপ্লে তৈরির দায়িত্ব পাচ্ছে বিওই।
এরই মধ্যে আইফোন ১৪-এ বেশ কিছু বদলের কথা শোনা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি যা শোনা যাচ্ছে, তা হলো—এবারের আইফোনে নচের আকারটি কিছুটা ছোট হবে। আইফোন স্ক্রিনের ওপরের দিকে থাকা অংশটিই নচ, যেখানে ক্যামেরা, সাউন্ডসহ বিভিন্ন জরুরি অংশ যুক্ত থাকে। এই নচের কারণে ডিসপ্লের ওপরের দিকটা অনেকটা ছোট হয়ে আসে। এবার এতে পরিবর্তন আসতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে।
এবারও আগেরবারের মতোই আইফোন ১৪-এর চারটি মডেল বাজারে আসছে বলে ধারণা করা হচ্ছে। এর একদিকে থাকছে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স; অন্যদিকে থাকছে আইফোন ১৪ প্লাস ও আইফোন ১৪ ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৪ ম্যাক্স এবার আইফোন মিনির বদলে আনা হচ্ছে। তবে দামে তুলনামূলক সস্তা হলেও এই মডেলে ব্যবহারকারীরা পাচ্ছেন ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে।
তবে এই সবই এখনো গুঞ্জন। বরাবরের মতোই নিজেদের নতুন মডেল বাজারে ছাড়ার আগে মুখে কুলুপ এঁটে বসে আছে অ্যাপল।
সামাজিক যোগাযোগ মাধ্যম অতিরিক্ত ব্যবহারের ফলে অনেকেই মানসিক কষ্টে ভোগেন ও দৈনন্দিন জীবনে বিঘ্ন হয়। এই ধরনের ব্যক্তিরা ভুয়া সংবাদে বেশি বিশ্বাস করে এবং সেগুলো ছড়িয়ে দেয়ার প্রবণতাও তাদের মধ্যে বেশি। এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) এক নতুন গবেষণায়।
১৬ ঘণ্টা আগেতাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট বাজারে এনেছে তাদের নতুন এক্স ৮৭০ অরাস স্টিলথ আইস মাদারবোর্ড। এই মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে বড় আকারের ৬৪ মেগাবাইটের বায়োস (BIOS) চিপ, যা সাধারণত দেখা যায় না। আগে যেখানে অনেক এএম ৪ (AM4) মাদারবোর্ডে ১৬ মেগাবাইটের বিআইওএস চিপ থাকত, সেখানে গিগাবাইটের নতুন এই...
১৭ ঘণ্টা আগেবিমান ভ্রমণের মূল উদ্দেশ্য দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানো হলেও আধুনিক যুগে যাত্রা অভিজ্ঞতা আগের তুলনায় অনেক বেশি আরামদায়ক ও উপভোগ্য। এর পেছনে বড় ভূমিকা রাখছে—বিমানের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের উন্নতি। মোবাইল বা ট্যাবলেটের ওপর নির্ভর না করেই যাত্রীরা এখন বিমানে বসেই সিনেমা, টিভি শো বা গান...
১৮ ঘণ্টা আগেআপনি যদি সম্প্রতি একটি দ্রুতগতির নতুন রাউটার কিনে থাকেন, তবে পুরনোটি ফেলে দেওয়ার আগে আরেকবার ভাবুন। কারণ, আপনার পুরনো রাউটারটিকেও নতুনভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। বাসা বা অফিসের কিছু স্থানে ওয়াই-ফাই সংকেত দুর্বল হলে সেই পুরনো রাউটারটিকে ওয়াই-ফাই এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
১৯ ঘণ্টা আগে