অনলাইন ডেস্ক
অ্যাপল ২০২৫ সালের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি ২০২৫) উন্মোচন করেছে তাদের নতুন প্রজন্মের অপারেটিং সিস্টেম আইওএস ২৬। এই আপডেটে থাকছে সম্পূর্ণ নতুন ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, উন্নত অ্যাপল ইন্টেলিজেন্স এবং সিস্টেমে বড়সড় উন্নয়ন।
আইওএস ২৬-এর পূর্ণাঙ্গ সংস্করণ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হবে আইফোন ১৭ সিরিজের সঙ্গে সেপ্টেম্বর মাসে। তবে নতুন আপডেটটি সব আইফোন মডেলের জন্য আসছে না।
যেসব আইফোন আইওএস ২৬ আপডেট পাবে না
অ্যাপল ঘোষণা দিয়েছে, নিচের তিনটি আইফোন মডেল আর আইওএস ২৬ আপডেট পাবে না—
এই তিনটি মডেল বাজারে এসেছিল ২০১৮ সালে এবং এতে রয়েছে এ১২ বায়োনিক চিপ। এই ডিভাইসগুলোর জন্য সর্বশেষ প্রধান সফটওয়্যার আপডেট হবে আইওএস১৮।
যদিও অ্যাপল সাধারণত নিরাপত্তা আপডেট কিছুদিন পর্যন্ত দিয়ে থাকে, তবু এই মডেলগুলো আর নতুন কোনো ফিচার, পারফরম্যান্স উন্নয়ন বা ভিজ্যুয়াল আপগ্রেড পাবে না।
এ১২ বায়োনিক চিপ প্রযুক্তিগতভাবে এখনো সক্ষম হলেও আইওএস২৬-এ থাকা অ্যাপল ইন্টেলিজেন্স চালিত অনেক নতুন ফিচার চালানোর জন্য এটি যথেষ্ট নয় বলে জানিয়েছে অ্যাপল।
আইওএস২৬ আপডেট পেতে যে আইফোন প্রয়োজন
আইওএস২৬ আপডেট পেতে হলে প্রয়োজন হবে এ১৩ বায়োনিক চিপ বা তার পরবর্তী সংস্করণ। অর্থাৎ, কেবল আইফোন ১১ বা তার পরবর্তী মডেলগুলোই এই আপডেট পাবে।
যেসব মডেল পাবে আইওএস ২৬ আপডেট
এ ছাড়া সব আইফোনে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়া যাবে না। শুধু আইফোন ১৬ সিরিজ এবং আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্স মডেলগুলো এই ফিচারগুলো সমর্থন করবে।
ডেভেলপারদের জন্য এই আপডেট এখনই পাওয়া যাচ্ছে অ্যাপলের ডেভেলপার ওয়েবসাইটের মাধ্যমে। আগামী মাস থেকে সাধারণ ব্যবহারকারীরা পাবেন পাবলিক বেটা সংস্করণ।
অ্যাপল ২০২৫ সালের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি ২০২৫) উন্মোচন করেছে তাদের নতুন প্রজন্মের অপারেটিং সিস্টেম আইওএস ২৬। এই আপডেটে থাকছে সম্পূর্ণ নতুন ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, উন্নত অ্যাপল ইন্টেলিজেন্স এবং সিস্টেমে বড়সড় উন্নয়ন।
আইওএস ২৬-এর পূর্ণাঙ্গ সংস্করণ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হবে আইফোন ১৭ সিরিজের সঙ্গে সেপ্টেম্বর মাসে। তবে নতুন আপডেটটি সব আইফোন মডেলের জন্য আসছে না।
যেসব আইফোন আইওএস ২৬ আপডেট পাবে না
অ্যাপল ঘোষণা দিয়েছে, নিচের তিনটি আইফোন মডেল আর আইওএস ২৬ আপডেট পাবে না—
এই তিনটি মডেল বাজারে এসেছিল ২০১৮ সালে এবং এতে রয়েছে এ১২ বায়োনিক চিপ। এই ডিভাইসগুলোর জন্য সর্বশেষ প্রধান সফটওয়্যার আপডেট হবে আইওএস১৮।
যদিও অ্যাপল সাধারণত নিরাপত্তা আপডেট কিছুদিন পর্যন্ত দিয়ে থাকে, তবু এই মডেলগুলো আর নতুন কোনো ফিচার, পারফরম্যান্স উন্নয়ন বা ভিজ্যুয়াল আপগ্রেড পাবে না।
এ১২ বায়োনিক চিপ প্রযুক্তিগতভাবে এখনো সক্ষম হলেও আইওএস২৬-এ থাকা অ্যাপল ইন্টেলিজেন্স চালিত অনেক নতুন ফিচার চালানোর জন্য এটি যথেষ্ট নয় বলে জানিয়েছে অ্যাপল।
আইওএস২৬ আপডেট পেতে যে আইফোন প্রয়োজন
আইওএস২৬ আপডেট পেতে হলে প্রয়োজন হবে এ১৩ বায়োনিক চিপ বা তার পরবর্তী সংস্করণ। অর্থাৎ, কেবল আইফোন ১১ বা তার পরবর্তী মডেলগুলোই এই আপডেট পাবে।
যেসব মডেল পাবে আইওএস ২৬ আপডেট
এ ছাড়া সব আইফোনে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়া যাবে না। শুধু আইফোন ১৬ সিরিজ এবং আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্স মডেলগুলো এই ফিচারগুলো সমর্থন করবে।
ডেভেলপারদের জন্য এই আপডেট এখনই পাওয়া যাচ্ছে অ্যাপলের ডেভেলপার ওয়েবসাইটের মাধ্যমে। আগামী মাস থেকে সাধারণ ব্যবহারকারীরা পাবেন পাবলিক বেটা সংস্করণ।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১০ ঘণ্টা আগে