আজকের পত্রিকা ডেস্ক
অ্যাপল ২০২৫ সালের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি ২০২৫) উন্মোচন করেছে তাদের নতুন প্রজন্মের অপারেটিং সিস্টেম আইওএস ২৬। এই আপডেটে থাকছে সম্পূর্ণ নতুন ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, উন্নত অ্যাপল ইন্টেলিজেন্স এবং সিস্টেমে বড়সড় উন্নয়ন।
আইওএস ২৬-এর পূর্ণাঙ্গ সংস্করণ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হবে আইফোন ১৭ সিরিজের সঙ্গে সেপ্টেম্বর মাসে। তবে নতুন আপডেটটি সব আইফোন মডেলের জন্য আসছে না।
যেসব আইফোন আইওএস ২৬ আপডেট পাবে না
অ্যাপল ঘোষণা দিয়েছে, নিচের তিনটি আইফোন মডেল আর আইওএস ২৬ আপডেট পাবে না—
এই তিনটি মডেল বাজারে এসেছিল ২০১৮ সালে এবং এতে রয়েছে এ১২ বায়োনিক চিপ। এই ডিভাইসগুলোর জন্য সর্বশেষ প্রধান সফটওয়্যার আপডেট হবে আইওএস১৮।
যদিও অ্যাপল সাধারণত নিরাপত্তা আপডেট কিছুদিন পর্যন্ত দিয়ে থাকে, তবু এই মডেলগুলো আর নতুন কোনো ফিচার, পারফরম্যান্স উন্নয়ন বা ভিজ্যুয়াল আপগ্রেড পাবে না।
এ১২ বায়োনিক চিপ প্রযুক্তিগতভাবে এখনো সক্ষম হলেও আইওএস২৬-এ থাকা অ্যাপল ইন্টেলিজেন্স চালিত অনেক নতুন ফিচার চালানোর জন্য এটি যথেষ্ট নয় বলে জানিয়েছে অ্যাপল।
আইওএস২৬ আপডেট পেতে যে আইফোন প্রয়োজন
আইওএস২৬ আপডেট পেতে হলে প্রয়োজন হবে এ১৩ বায়োনিক চিপ বা তার পরবর্তী সংস্করণ। অর্থাৎ, কেবল আইফোন ১১ বা তার পরবর্তী মডেলগুলোই এই আপডেট পাবে।
যেসব মডেল পাবে আইওএস ২৬ আপডেট
এ ছাড়া সব আইফোনে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়া যাবে না। শুধু আইফোন ১৬ সিরিজ এবং আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্স মডেলগুলো এই ফিচারগুলো সমর্থন করবে।
ডেভেলপারদের জন্য এই আপডেট এখনই পাওয়া যাচ্ছে অ্যাপলের ডেভেলপার ওয়েবসাইটের মাধ্যমে। আগামী মাস থেকে সাধারণ ব্যবহারকারীরা পাবেন পাবলিক বেটা সংস্করণ।
অ্যাপল ২০২৫ সালের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি ২০২৫) উন্মোচন করেছে তাদের নতুন প্রজন্মের অপারেটিং সিস্টেম আইওএস ২৬। এই আপডেটে থাকছে সম্পূর্ণ নতুন ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, উন্নত অ্যাপল ইন্টেলিজেন্স এবং সিস্টেমে বড়সড় উন্নয়ন।
আইওএস ২৬-এর পূর্ণাঙ্গ সংস্করণ আনুষ্ঠানিকভাবে উন্মোচন হবে আইফোন ১৭ সিরিজের সঙ্গে সেপ্টেম্বর মাসে। তবে নতুন আপডেটটি সব আইফোন মডেলের জন্য আসছে না।
যেসব আইফোন আইওএস ২৬ আপডেট পাবে না
অ্যাপল ঘোষণা দিয়েছে, নিচের তিনটি আইফোন মডেল আর আইওএস ২৬ আপডেট পাবে না—
এই তিনটি মডেল বাজারে এসেছিল ২০১৮ সালে এবং এতে রয়েছে এ১২ বায়োনিক চিপ। এই ডিভাইসগুলোর জন্য সর্বশেষ প্রধান সফটওয়্যার আপডেট হবে আইওএস১৮।
যদিও অ্যাপল সাধারণত নিরাপত্তা আপডেট কিছুদিন পর্যন্ত দিয়ে থাকে, তবু এই মডেলগুলো আর নতুন কোনো ফিচার, পারফরম্যান্স উন্নয়ন বা ভিজ্যুয়াল আপগ্রেড পাবে না।
এ১২ বায়োনিক চিপ প্রযুক্তিগতভাবে এখনো সক্ষম হলেও আইওএস২৬-এ থাকা অ্যাপল ইন্টেলিজেন্স চালিত অনেক নতুন ফিচার চালানোর জন্য এটি যথেষ্ট নয় বলে জানিয়েছে অ্যাপল।
আইওএস২৬ আপডেট পেতে যে আইফোন প্রয়োজন
আইওএস২৬ আপডেট পেতে হলে প্রয়োজন হবে এ১৩ বায়োনিক চিপ বা তার পরবর্তী সংস্করণ। অর্থাৎ, কেবল আইফোন ১১ বা তার পরবর্তী মডেলগুলোই এই আপডেট পাবে।
যেসব মডেল পাবে আইওএস ২৬ আপডেট
এ ছাড়া সব আইফোনে অ্যাপল ইন্টেলিজেন্স সুবিধা পাওয়া যাবে না। শুধু আইফোন ১৬ সিরিজ এবং আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্স মডেলগুলো এই ফিচারগুলো সমর্থন করবে।
ডেভেলপারদের জন্য এই আপডেট এখনই পাওয়া যাচ্ছে অ্যাপলের ডেভেলপার ওয়েবসাইটের মাধ্যমে। আগামী মাস থেকে সাধারণ ব্যবহারকারীরা পাবেন পাবলিক বেটা সংস্করণ।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২১ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২১ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২১ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১ দিন আগে