বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রায় ৩৬০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান জানিয়েছে, এ সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবারে তিনি এ শেয়ারগুলো বিক্রি করেছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কী কারণে এসব শেয়ার বিক্রি করা হয়েছে, তা প্রকাশ করেননি মাস্ক। গত মাসে মাস্ক বলেছিলেন, তিনি টেসলার ৩৯৫ কোটি ডলার শেয়ার বিক্রি করেছেন। ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার একদিন পরেই তিনি এ কথা বলেছিলেন।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে টেসলার শেয়ার এ বছর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। কারণ বিনিয়োগকারীরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার কারণে মাস্কের মনোযোগ এখন অন্যদিকে সরে গেছে।
গতকাল বুধবারে নাসডাক তালিকাভুক্ত টেসলার শেয়ারমূল্য ৫০ হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে। ২০২০ সালের পরে টেসলার এতটা দরপতন আর কখনো হয়নি। গত বছরের শেষে কোম্পানিটির মূল্য ১ লাখ কোটি ডলারেরও বেশি ছিল। কিন্তু গত কয়েক মাসে এর মূল্য ব্যাপকভাবে কমে গেছে।
গত অক্টোবরে টুইটার কিনেছেন মাস্ক। সে সময় টুইটার কেনার অর্থ জোগাড় করতে গিয়ে টেসলার কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন মাস্ক। তারপর থেকে তাঁর ব্যবসায়িক মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে টুইটার। টেসলার শেয়ার পতনের এটি একটি বড় কারণ বলে মনে করছেন অনেকেই।
বিনিয়োগকারীরা মনে করছেন, টেসলার বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যেতে পারে। কারণ দেশের সামগ্রিক অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে।
টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের পর এ সপ্তাহে ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীর অবস্থানও হারিয়েছেন। মার্কিন সাময়িকী ফোর্বস ও ব্লুমবার্গ জানিয়েছে, এখন বিশ্বের শীর্ষ ধনী বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট। মাস্কের সম্পদের পরিমাণ এখন ১৭৪ কোটি মার্কিন ডলার। অন্যদিকে আর্নল্টের সম্পদের পরিমাণ ১৯১ কোটি মার্কিন ডলার।
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রায় ৩৬০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করে দিয়েছেন বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান জানিয়েছে, এ সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবারে তিনি এ শেয়ারগুলো বিক্রি করেছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, কী কারণে এসব শেয়ার বিক্রি করা হয়েছে, তা প্রকাশ করেননি মাস্ক। গত মাসে মাস্ক বলেছিলেন, তিনি টেসলার ৩৯৫ কোটি ডলার শেয়ার বিক্রি করেছেন। ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কেনার একদিন পরেই তিনি এ কথা বলেছিলেন।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে টেসলার শেয়ার এ বছর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। কারণ বিনিয়োগকারীরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার কারণে মাস্কের মনোযোগ এখন অন্যদিকে সরে গেছে।
গতকাল বুধবারে নাসডাক তালিকাভুক্ত টেসলার শেয়ারমূল্য ৫০ হাজার কোটি ডলারের নিচে নেমে গেছে। ২০২০ সালের পরে টেসলার এতটা দরপতন আর কখনো হয়নি। গত বছরের শেষে কোম্পানিটির মূল্য ১ লাখ কোটি ডলারেরও বেশি ছিল। কিন্তু গত কয়েক মাসে এর মূল্য ব্যাপকভাবে কমে গেছে।
গত অক্টোবরে টুইটার কিনেছেন মাস্ক। সে সময় টুইটার কেনার অর্থ জোগাড় করতে গিয়ে টেসলার কোটি ডলারের শেয়ার বিক্রি করেছেন মাস্ক। তারপর থেকে তাঁর ব্যবসায়িক মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে টুইটার। টেসলার শেয়ার পতনের এটি একটি বড় কারণ বলে মনে করছেন অনেকেই।
বিনিয়োগকারীরা মনে করছেন, টেসলার বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যেতে পারে। কারণ দেশের সামগ্রিক অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে।
টেসলার শেয়ারের ব্যাপক দরপতনের পর এ সপ্তাহে ইলন মাস্ক বিশ্বের শীর্ষ ধনীর অবস্থানও হারিয়েছেন। মার্কিন সাময়িকী ফোর্বস ও ব্লুমবার্গ জানিয়েছে, এখন বিশ্বের শীর্ষ ধনী বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট। মাস্কের সম্পদের পরিমাণ এখন ১৭৪ কোটি মার্কিন ডলার। অন্যদিকে আর্নল্টের সম্পদের পরিমাণ ১৯১ কোটি মার্কিন ডলার।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে