আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বের বৃহত্তম অনলাইন মুক্ত জ্ঞানকোষ উইকিপিডিয়া নিয়ে বরাবরই তীব্র অসন্তোষ প্রকাশ করে আসছেন ইলন মাস্ক। এবার সরাসরি এটির বিকল্প তৈরির ঘোষণা দিলেন এই মার্কিন ধনকুবের। তাঁর এআই সংস্থা এক্সএআই (এক্সএআই) তৈরি করছে একটি নতুন উন্মুক্ত-উৎসের জ্ঞানভান্ডার, যার না ‘গ্রোকিপিডিয়া’। মাস্কের দাবি, এটি উইকিপিডিয়ার চেয়ে বহুলাংশে উন্নত হবে এবং শুধু ‘সত্য ও তথ্যের’ ওপর ভিত্তি করে গঠিত হবে।
মাস্ক উইকিপিডিয়াকে নানা সময় ‘Wokipedia’, ‘Dickipedia’ এমন নানা নামে অভিহিত করেছেন। সেই সঙ্গে দাতাদের অনুদান বন্ধেরও আহ্বান জানিয়েছেন। ইলন মাস্কের এই পদক্ষেপ তথ্যের যুগে জ্ঞান ও সত্যের নিয়ন্ত্রণ নিয়ে এক নতুন সংঘাতের জন্ম দিল বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
ইলন মাস্কের ঘোষণা অনুযায়ী, গ্রোকিপিডিয়া হবে একটি বিশাল জ্ঞান ভান্ডার, যেখানে ‘সত্যই একমাত্র লক্ষ্য’! এক্সএআই-এর মহাবিশ্বকে বোঝার যে বৃহত্তর লক্ষ্য, তার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো এই প্রকল্প।
মাস্ক এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমরা এক্সএআই-এ গ্রোকিপিডিয়া তৈরি করছি। এটি উইকিপিডিয়ার চেয়ে বহুলাংশে উন্নত হবে। সত্যি বলতে, মহাবিশ্বকে বোঝার এক্সএআই-এর লক্ষ্যের দিকে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ।’
তিনি আরও জানান, এই রিপোজিটরি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এর ব্যবহারে কোনো সীমাবদ্ধতা থাকবে না। তাঁর বিশ্বাস, খুব শিগগিরই গ্রোকিপিডিয়া প্রতিটি এআই এবং মানুষের জন্য তথ্য ও সত্যের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হয়ে উঠবে।
কেন উইকিপিডিয়ার প্রতি মাস্কের ক্ষোভ?
মাস্কের মতে, উইকিপিডিয়া তার সম্পাদকীয় প্রক্রিয়া, অর্থায়নের অগ্রাধিকার এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়গুলো পরিচালনার ক্ষেত্রে আদর্শগতভাবে বামঘেঁষা বা ‘ওক’ (Woke) পক্ষপাতে নিমজ্জিত।
মাস্কের মূল অভিযোগ হলো, উইকিপিডিয়ার অবৈতনিক সম্পাদকেরা, বিশেষ করে সংবেদনশীল জীবনী এবং রাজনৈতিক বিষয়গুলোতে, কট্টর বামপন্থীদের দ্বারা প্রভাবিত।
২০২৪ সালের অক্টোবরে, মাস্ক ‘ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ফ্যাসিজম’ শীর্ষক একটি উইকিপিডিয়া আর্টিকেল তুলে ধরে অভিযোগ করেন, মাত্র দুজন সম্পাদক বামঘেঁষা আউটলেট থেকে তথ্যসূত্র ব্যবহার করে একটি সমন্বিত আখ্যান তুলে ধরেছেন।
মাস্ক দাবি করেন, এই পক্ষপাতের কারণে উইকিপিডিয়া এআই প্রশিক্ষণের জন্য বিশ্বাসযোগ্য না।
এ ছাড়া মাস্ক তাঁর নিজের উইকিপিডিয়া এন্ট্রি নিয়েও অসন্তুষ্ট। তাঁর অভিযোগ, সম্পাদকদের বিশেষাধিকারের কারণে এটি নেতিবাচক ও সংশোধন করা কঠিন।
টেসলার প্রতিষ্ঠাতার স্বীকৃতি নিয়ে তাঁর পুরোনো বিতর্ক রয়েছে। পাতাটিতে সহ-প্রতিষ্ঠাতাদের কৃতিত্ব দেওয়ায় তিনি ক্ষুব্ধ। একই পাতায় তাঁকে ষড়যন্ত্র তত্ত্বের প্রচারক, কোভিড-১৯ ভুল তথ্যের প্রচারক হিসেবে বর্ণনা করা হয়েছে—যা ইলন মাস্ক পক্ষপাতদুষ্ট সম্পাদকদের দেওয়া অপবাদ হিসেবে দেখেন।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয় উদ্যাপন অনুষ্ঠানে বিতর্কিত ‘স্যালুট’ দিয়ে বিতর্কের জন্ম দেন ইলন মাস্ক। সেই ঘটনা ব্যক্তি পাতায় উল্লেখ করায়, মাস্ক উইকিপিডিয়াকে বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, ‘ভারসাম্য পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত উইকিপিডিয়ার অর্থায়ন বন্ধ করুন!’
মাস্ক অভিযোগ করেন, উইকিপিডিয়া অলাভজনক মডেলের অধীনে মূল কাজের পরিবর্তে ‘Woke’ উদ্যোগগুলোতে অনুদানের অর্থ অপব্যবহার করছে। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি দাবি করেন, উইকিপিডিয়া বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি বাবদ প্রায় ৫ কোটি ডলার ব্যয় করে, এটিকে তিনি একটি জালিয়াতি বলে অভিহিত করেন।
বিশ্বের বৃহত্তম অনলাইন মুক্ত জ্ঞানকোষ উইকিপিডিয়া নিয়ে বরাবরই তীব্র অসন্তোষ প্রকাশ করে আসছেন ইলন মাস্ক। এবার সরাসরি এটির বিকল্প তৈরির ঘোষণা দিলেন এই মার্কিন ধনকুবের। তাঁর এআই সংস্থা এক্সএআই (এক্সএআই) তৈরি করছে একটি নতুন উন্মুক্ত-উৎসের জ্ঞানভান্ডার, যার না ‘গ্রোকিপিডিয়া’। মাস্কের দাবি, এটি উইকিপিডিয়ার চেয়ে বহুলাংশে উন্নত হবে এবং শুধু ‘সত্য ও তথ্যের’ ওপর ভিত্তি করে গঠিত হবে।
মাস্ক উইকিপিডিয়াকে নানা সময় ‘Wokipedia’, ‘Dickipedia’ এমন নানা নামে অভিহিত করেছেন। সেই সঙ্গে দাতাদের অনুদান বন্ধেরও আহ্বান জানিয়েছেন। ইলন মাস্কের এই পদক্ষেপ তথ্যের যুগে জ্ঞান ও সত্যের নিয়ন্ত্রণ নিয়ে এক নতুন সংঘাতের জন্ম দিল বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
ইলন মাস্কের ঘোষণা অনুযায়ী, গ্রোকিপিডিয়া হবে একটি বিশাল জ্ঞান ভান্ডার, যেখানে ‘সত্যই একমাত্র লক্ষ্য’! এক্সএআই-এর মহাবিশ্বকে বোঝার যে বৃহত্তর লক্ষ্য, তার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো এই প্রকল্প।
মাস্ক এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমরা এক্সএআই-এ গ্রোকিপিডিয়া তৈরি করছি। এটি উইকিপিডিয়ার চেয়ে বহুলাংশে উন্নত হবে। সত্যি বলতে, মহাবিশ্বকে বোঝার এক্সএআই-এর লক্ষ্যের দিকে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ।’
তিনি আরও জানান, এই রিপোজিটরি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এর ব্যবহারে কোনো সীমাবদ্ধতা থাকবে না। তাঁর বিশ্বাস, খুব শিগগিরই গ্রোকিপিডিয়া প্রতিটি এআই এবং মানুষের জন্য তথ্য ও সত্যের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস হয়ে উঠবে।
কেন উইকিপিডিয়ার প্রতি মাস্কের ক্ষোভ?
মাস্কের মতে, উইকিপিডিয়া তার সম্পাদকীয় প্রক্রিয়া, অর্থায়নের অগ্রাধিকার এবং রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়গুলো পরিচালনার ক্ষেত্রে আদর্শগতভাবে বামঘেঁষা বা ‘ওক’ (Woke) পক্ষপাতে নিমজ্জিত।
মাস্কের মূল অভিযোগ হলো, উইকিপিডিয়ার অবৈতনিক সম্পাদকেরা, বিশেষ করে সংবেদনশীল জীবনী এবং রাজনৈতিক বিষয়গুলোতে, কট্টর বামপন্থীদের দ্বারা প্রভাবিত।
২০২৪ সালের অক্টোবরে, মাস্ক ‘ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ফ্যাসিজম’ শীর্ষক একটি উইকিপিডিয়া আর্টিকেল তুলে ধরে অভিযোগ করেন, মাত্র দুজন সম্পাদক বামঘেঁষা আউটলেট থেকে তথ্যসূত্র ব্যবহার করে একটি সমন্বিত আখ্যান তুলে ধরেছেন।
মাস্ক দাবি করেন, এই পক্ষপাতের কারণে উইকিপিডিয়া এআই প্রশিক্ষণের জন্য বিশ্বাসযোগ্য না।
এ ছাড়া মাস্ক তাঁর নিজের উইকিপিডিয়া এন্ট্রি নিয়েও অসন্তুষ্ট। তাঁর অভিযোগ, সম্পাদকদের বিশেষাধিকারের কারণে এটি নেতিবাচক ও সংশোধন করা কঠিন।
টেসলার প্রতিষ্ঠাতার স্বীকৃতি নিয়ে তাঁর পুরোনো বিতর্ক রয়েছে। পাতাটিতে সহ-প্রতিষ্ঠাতাদের কৃতিত্ব দেওয়ায় তিনি ক্ষুব্ধ। একই পাতায় তাঁকে ষড়যন্ত্র তত্ত্বের প্রচারক, কোভিড-১৯ ভুল তথ্যের প্রচারক হিসেবে বর্ণনা করা হয়েছে—যা ইলন মাস্ক পক্ষপাতদুষ্ট সম্পাদকদের দেওয়া অপবাদ হিসেবে দেখেন।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয় উদ্যাপন অনুষ্ঠানে বিতর্কিত ‘স্যালুট’ দিয়ে বিতর্কের জন্ম দেন ইলন মাস্ক। সেই ঘটনা ব্যক্তি পাতায় উল্লেখ করায়, মাস্ক উইকিপিডিয়াকে বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, ‘ভারসাম্য পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত উইকিপিডিয়ার অর্থায়ন বন্ধ করুন!’
মাস্ক অভিযোগ করেন, উইকিপিডিয়া অলাভজনক মডেলের অধীনে মূল কাজের পরিবর্তে ‘Woke’ উদ্যোগগুলোতে অনুদানের অর্থ অপব্যবহার করছে। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি দাবি করেন, উইকিপিডিয়া বৈচিত্র্য, ন্যায্যতা এবং অন্তর্ভুক্তি বাবদ প্রায় ৫ কোটি ডলার ব্যয় করে, এটিকে তিনি একটি জালিয়াতি বলে অভিহিত করেন।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
১৩ ঘণ্টা আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
১ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
২ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
২ দিন আগে