যুক্তরাষ্ট্রে ব্লক বা নিষিদ্ধ হওয়াসহ কড়াকড়ির আশঙ্কায় সর্তকতামূলক পদক্ষেপ নিচ্ছে চুরি করা ই–বুকের ভান্ডার জেড–লাইব্রেরি। কুখ্যাত এই পাইরেট ই-বুক রেপোজিটরি নতুন ব্রাউজার এক্সটেনশন চালু করেছে, যা এর মূল সাইটে ঢুকতে বাধা এলে ব্যবহারকারীকে ‘রিডাইরেক্ট’ করে জেড–লাইব্রেরির বিকল্প ডোমেইনে নিয়ে যাবে। টরেন্টফ্রিক নামের এক ব্লগে এমন তথ্য দিয়েছে।
নতুন ব্রাউজার এক্সটেনশনটি ক্রোম ও ফায়ারফক্সে পাওয়া যাচ্ছে। জেড–লাইব্রেরি দাবি করছে, নির্বিঘ্ন ও ঝামেলা মুক্তভাবে এই এক্সটেনশনটি ব্যবহার করা যাবে। এই এক্সটেনশন চালুর পর পরই হাজার হাজার ব্যবহারকারী এটি ইন্সটল করে।
জেড–লাইব্রেরির ‘ফাইন্ডার এক্সটেনশন’র মাধ্যমে সাইটের বিকল্প ডোমেইন খোঁজা সহজ হয়ে গিয়েছে। ব্যবহারকারীদের এখন লিংকের মাধ্যমে ম্যানুয়ালি বিকল্প ডোমেইন খুঁজতে হবে না। ব্রাউজারে এক্সটেনশন চালু করলে বিকল্প ডোমেইন স্বয়ংক্রিয়ভাবে লাইব্রেরির হোমপেজে নিয়ে যাবে।
তবে এই ব্রাউজার এক্সটেনশন ইন্সটলের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। যেকোনো সময় ক্রোম ও ফায়ারফক্স এক্সটেনশন লাইব্রেরি থেকে ডোমেইনের তালিকা সরিয়ে ফেলতে পারে। ফলে এর কার্যকারিতা থাকবে না। এছাড়াও অন্যের অবকাঠামোর উপর প্রযুক্তিগত নির্ভরতা ভবিষ্যতে সাইটটিকে ঝুঁকিতে ফেলতে পারে।
কার্যকর ডোমেইনে ব্যবহাকারীদের রিডাইরেক্ট করে নিয়ে যাওয়ার সক্ষমতা বাড়াবে এই অ্যাপ। প্রয়োজনে ব্লক বা প্রতিবন্ধকতা এড়াতে সক্ষম টর নেটওয়ার্ক ব্যবহার করা হবে।
কপিরাইট বা মেধাস্বত্ত্ব নিয়ে বিশ্বজুড়েই কর্তৃপক্ষ ও পাইরেট সাইটগুলোর মধ্যে চোর-পুলিশ খেলা চলছে। এর মধ্যেই জেড–লাইব্রেরি কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে এর কার্যক্রমকে সক্রিয় অপরাধ হিসেবে দেখা হচ্ছে। কিছুদিন আগে লাইব্রেরিটি একটি ডেস্কটপ অ্যাপ চালু করেছিল। অ্যাপটির মাধ্যমে সাইটটিতে সহজে ঢোকা যেত।
যুক্তরাষ্ট্রে ব্লক বা নিষিদ্ধ হওয়াসহ কড়াকড়ির আশঙ্কায় সর্তকতামূলক পদক্ষেপ নিচ্ছে চুরি করা ই–বুকের ভান্ডার জেড–লাইব্রেরি। কুখ্যাত এই পাইরেট ই-বুক রেপোজিটরি নতুন ব্রাউজার এক্সটেনশন চালু করেছে, যা এর মূল সাইটে ঢুকতে বাধা এলে ব্যবহারকারীকে ‘রিডাইরেক্ট’ করে জেড–লাইব্রেরির বিকল্প ডোমেইনে নিয়ে যাবে। টরেন্টফ্রিক নামের এক ব্লগে এমন তথ্য দিয়েছে।
নতুন ব্রাউজার এক্সটেনশনটি ক্রোম ও ফায়ারফক্সে পাওয়া যাচ্ছে। জেড–লাইব্রেরি দাবি করছে, নির্বিঘ্ন ও ঝামেলা মুক্তভাবে এই এক্সটেনশনটি ব্যবহার করা যাবে। এই এক্সটেনশন চালুর পর পরই হাজার হাজার ব্যবহারকারী এটি ইন্সটল করে।
জেড–লাইব্রেরির ‘ফাইন্ডার এক্সটেনশন’র মাধ্যমে সাইটের বিকল্প ডোমেইন খোঁজা সহজ হয়ে গিয়েছে। ব্যবহারকারীদের এখন লিংকের মাধ্যমে ম্যানুয়ালি বিকল্প ডোমেইন খুঁজতে হবে না। ব্রাউজারে এক্সটেনশন চালু করলে বিকল্প ডোমেইন স্বয়ংক্রিয়ভাবে লাইব্রেরির হোমপেজে নিয়ে যাবে।
তবে এই ব্রাউজার এক্সটেনশন ইন্সটলের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। যেকোনো সময় ক্রোম ও ফায়ারফক্স এক্সটেনশন লাইব্রেরি থেকে ডোমেইনের তালিকা সরিয়ে ফেলতে পারে। ফলে এর কার্যকারিতা থাকবে না। এছাড়াও অন্যের অবকাঠামোর উপর প্রযুক্তিগত নির্ভরতা ভবিষ্যতে সাইটটিকে ঝুঁকিতে ফেলতে পারে।
কার্যকর ডোমেইনে ব্যবহাকারীদের রিডাইরেক্ট করে নিয়ে যাওয়ার সক্ষমতা বাড়াবে এই অ্যাপ। প্রয়োজনে ব্লক বা প্রতিবন্ধকতা এড়াতে সক্ষম টর নেটওয়ার্ক ব্যবহার করা হবে।
কপিরাইট বা মেধাস্বত্ত্ব নিয়ে বিশ্বজুড়েই কর্তৃপক্ষ ও পাইরেট সাইটগুলোর মধ্যে চোর-পুলিশ খেলা চলছে। এর মধ্যেই জেড–লাইব্রেরি কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে এর কার্যক্রমকে সক্রিয় অপরাধ হিসেবে দেখা হচ্ছে। কিছুদিন আগে লাইব্রেরিটি একটি ডেস্কটপ অ্যাপ চালু করেছিল। অ্যাপটির মাধ্যমে সাইটটিতে সহজে ঢোকা যেত।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৬ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৭ ঘণ্টা আগে