কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটির’ জন্য নতুন ফিচার নিয়ে এল ওপেনএআই। এখন চ্যাট হিস্ট্রি বা চ্যাট ইতিহাসে সার্চ করে দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পারবেন ব্যবহারকারীরা। তবে ফিচারটি এখন শুধু ওয়েব সংস্করণের শুধু ব্যবহার করা যাবে।
এটি খুবই প্রয়োজনীয় একটি ফিচার। কারণ এর আগে কোনো তথ্য খুঁজে পেতে আগের চ্যাটগুলো একটি একটি করে চেক করতে হতো।
গত মঙ্গলবার এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে নতুন ফিচারগুলো চালু করে ওপেনএআই। আগের চ্যাটজিপিটিতে সার্চ করার সুবিধা যুক্ত করার জন্য অনেক ব্যবহারকারীই অনুরোধ জানিয়েছিলেন। কারণ প্রাসঙ্গিক বিষয়বস্তু খুঁজে পেতে ব্যবহারকারীর অনেক সময় ব্যয় করতে হয়।
ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটি ওয়েব সংস্করণে পাশে একটি নতুন সার্চ আইকন দেখতে পাবেন, যা উইন্ডোর বাম পাশে রয়েছে। এই আইকনে ক্লিক করলে টেক্সট বক্স চালু হবে। এই টেক্সট বক্সে নির্দিষ্ট শব্দ টাইপ করে একটি পুরোনো তথ্য খুঁজে বের করতে পারবেন। টেক্সট বক্সে আগের চ্যাটগুলোও দেখানো হবে, যাতে ব্যবহারকারীরা দ্রুত কোনো চ্যাট নির্বাচন করতে পারেন। এ জন্য কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই।
বর্তমানে চ্যাটজিপিটি প্লাস এবং চ্যাটজিপিটি টিম ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়েছে। ওপেনএআই বলেছে, এন্টারপ্রাইজ এবং শিক্ষা প্ল্যানের সাবস্ক্রাইবাররা এক সপ্তাহের মধ্যে চ্যাট হিস্ট্রি সার্চ ফিচার ব্যবহার করতে পারবেন। তবে যারা প্ল্যাটফর্মটি বিনা মূল্যে ব্যবহার করছেন ফিচারটি ব্যবহারের জন্য তাঁদেরকে আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে এখনই অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ও ম্যাক ডিভাইসের অ্যাপে এই ফিচার ব্যবহার করা যাবে না। ভবিষ্যতে এই ফিচার এসব প্ল্যাটফর্মে চালু করা হবে নাকি তা নিশ্চিতভাবে জানায়নি ওপেনএআই।
প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকে ওপেনএআই ধীরে ধীরে চ্যাটজিপিটিতে নতুন নতুন ফিচার যোগ করছে। প্ল্যাটফর্মের ওয়েব সংস্করণে একটি নতুন ফিচার হল ওয়েবে সার্চ করার ক্ষমতা। এটি জিপিটি ৪–এর মডেলের মূল সক্ষমতার থেকে আলাদা, যা ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে পারে।
এই ‘সার্চ দ্য ওয়েব’ ফিচার চ্যাটজিপিটির টেক্সট ফিল্ডের মধ্যে ‘গ্লোব’ আইকন হিসেবে পাওয়া যায়।
এটি কেবলমাত্র ওয়েবসাইট ব্যবহার করে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে এবং প্রতিটি নতুন তথ্যের সঙ্গে সোর্সগুলোও তুলে ধরে। এটি কিছুটা পারপ্লেক্সিটি মডেলের এআই ফিচারের মতো।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটির’ জন্য নতুন ফিচার নিয়ে এল ওপেনএআই। এখন চ্যাট হিস্ট্রি বা চ্যাট ইতিহাসে সার্চ করে দ্রুত প্রয়োজনীয় তথ্য খুঁজে পারবেন ব্যবহারকারীরা। তবে ফিচারটি এখন শুধু ওয়েব সংস্করণের শুধু ব্যবহার করা যাবে।
এটি খুবই প্রয়োজনীয় একটি ফিচার। কারণ এর আগে কোনো তথ্য খুঁজে পেতে আগের চ্যাটগুলো একটি একটি করে চেক করতে হতো।
গত মঙ্গলবার এক্স প্ল্যাটফর্মের এক পোস্টে নতুন ফিচারগুলো চালু করে ওপেনএআই। আগের চ্যাটজিপিটিতে সার্চ করার সুবিধা যুক্ত করার জন্য অনেক ব্যবহারকারীই অনুরোধ জানিয়েছিলেন। কারণ প্রাসঙ্গিক বিষয়বস্তু খুঁজে পেতে ব্যবহারকারীর অনেক সময় ব্যয় করতে হয়।
ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটি ওয়েব সংস্করণে পাশে একটি নতুন সার্চ আইকন দেখতে পাবেন, যা উইন্ডোর বাম পাশে রয়েছে। এই আইকনে ক্লিক করলে টেক্সট বক্স চালু হবে। এই টেক্সট বক্সে নির্দিষ্ট শব্দ টাইপ করে একটি পুরোনো তথ্য খুঁজে বের করতে পারবেন। টেক্সট বক্সে আগের চ্যাটগুলোও দেখানো হবে, যাতে ব্যবহারকারীরা দ্রুত কোনো চ্যাট নির্বাচন করতে পারেন। এ জন্য কোনো কিছু টাইপ করার প্রয়োজন নেই।
বর্তমানে চ্যাটজিপিটি প্লাস এবং চ্যাটজিপিটি টিম ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়েছে। ওপেনএআই বলেছে, এন্টারপ্রাইজ এবং শিক্ষা প্ল্যানের সাবস্ক্রাইবাররা এক সপ্তাহের মধ্যে চ্যাট হিস্ট্রি সার্চ ফিচার ব্যবহার করতে পারবেন। তবে যারা প্ল্যাটফর্মটি বিনা মূল্যে ব্যবহার করছেন ফিচারটি ব্যবহারের জন্য তাঁদেরকে আগামী মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তবে এখনই অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ও ম্যাক ডিভাইসের অ্যাপে এই ফিচার ব্যবহার করা যাবে না। ভবিষ্যতে এই ফিচার এসব প্ল্যাটফর্মে চালু করা হবে নাকি তা নিশ্চিতভাবে জানায়নি ওপেনএআই।
প্রতিযোগীদের তুলনায় এগিয়ে থাকে ওপেনএআই ধীরে ধীরে চ্যাটজিপিটিতে নতুন নতুন ফিচার যোগ করছে। প্ল্যাটফর্মের ওয়েব সংস্করণে একটি নতুন ফিচার হল ওয়েবে সার্চ করার ক্ষমতা। এটি জিপিটি ৪–এর মডেলের মূল সক্ষমতার থেকে আলাদা, যা ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করতে পারে।
এই ‘সার্চ দ্য ওয়েব’ ফিচার চ্যাটজিপিটির টেক্সট ফিল্ডের মধ্যে ‘গ্লোব’ আইকন হিসেবে পাওয়া যায়।
এটি কেবলমাত্র ওয়েবসাইট ব্যবহার করে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে এবং প্রতিটি নতুন তথ্যের সঙ্গে সোর্সগুলোও তুলে ধরে। এটি কিছুটা পারপ্লেক্সিটি মডেলের এআই ফিচারের মতো।
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
২ মিনিট আগেমার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চানের উদ্যোগে ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় প্রতিষ্ঠিত ‘দ্য প্রাইমারি স্কুল’ বন্ধ হয়ে যাচ্ছে আগামী বছরে। কম আয়ের পরিবারের শিশুদের জন্য অবৈতনিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। এটি ছিল তাদের দাতব্য সংস্থা চ্যান-জাকারবার্গ ইনিশিয়েটিভ (সিজেআই)-এর একটি উদ্যোগ।
৪১ মিনিট আগেইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
৪ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৫ ঘণ্টা আগে