প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের একটি ডিভাইসে বিপজ্জনক রাসায়নিক থাকার পদার্থ থাকার কথা জানতে পেরে চমকে গেছেন কোম্পানিটির ভক্তরা। এই রাসায়নিক পদার্থ জন্মগত ত্রুটি ও ক্যানসার সৃষ্টির জন্য পরিচিত। তাই ডিভাইসটি ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কিছু গ্রাহক।
অ্যাপলের এই ডিভাইস হলো—বেলকিন বুস্টচার্জ প্রো ম্যাগনেটিক চার্জিং পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকের মূল্য ১০০ ডলার। অ্যাপলের এক্সেসরিজ পেজের নিচে এই ডিভাইস নিয়ে একটি সতর্কবার্তা লুকানো রয়েছে। ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এমন সতর্কবার্তা যুক্ত করেছে অ্যাপল।
ডিভাইসটির সতর্কবার্তায় বলা হয়, ‘এই ওয়ারলেস চার্জারের ‘বিসফেনল এ (বিপিএ) ’সহ রাসায়নিক উপাদানগুলো শরীরে প্রবেশ করে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
সাধারণত প্লাস্টিক শক্ত করতে বিপিএ ব্যবহার করা হয়। এটি শরীরের হরমোনের স্বাভাবিক কার্যক্রমের বিঘ্ন ঘটায়, ফলে প্রজনন সংক্রান্ত সমস্যা, যৌন বিকাশ এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
১৯৮৬ সালে ক্যালিফোর্নিয়ার ‘প্রপোজিশন ৬৫’ আইন পাস করা হয়। এই আইন কোম্পানিগুলোকে বাধ্য করে যে, তাদের পণ্যে বিপিএ থাকার ঝুঁকি সম্পর্কে গ্রাহকদের সতর্ক করতে হবে।
বেলকিনের অ্যাপল-অনুমোদিত ওয়্যারলেস চার্জারে বিপিএ রয়েছে। এই রাসায়নিক উপাদান হরমোনের মতো কাজ করে। এ ধরনের রাসায়নিক বিভিন্ন পণ্যে পাওয়া যায়, যেমন—পানির বোতল, ট্র্যাশ ব্যাগ, টেবিলওয়্যার, কার্পেটে।
একজন ভোক্তা অধিকার কর্মী অনলাইনে চিন্তিত অ্যাপল গ্রাহককে সতর্ক করে বলেন, ‘ঘামযুক্ত হাতে চার্জারটি ধরলে কিছুটা বিপিএ শরীরে শোষণ হতে পারে।’
যুক্তরাষ্ট্রের এই ধরনের আইনের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘প্রপোজিশন ৬৫’ হলেও ইউরোপীয় ইউনিয়নের বিধিনিষেধের তুলনায় এটি অত্যন্ত সাধারণ পদক্ষেপ। ইউরোপে ছোট শিশুদের জন্য ব্যবহৃত খাদ্য প্যাকেজিংয়ে বিপিএ নিষিদ্ধ। বর্তমানে পুরো মহাদেশজুড়ে এর ওপর একটি পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা চলছে।
২০১৮ সাল থেকে মানব ত্বকের কোষের ওপর গবেষণায় পরিচালনা করে দেখা গেছে যে, কোনো পণ্যের মাধ্যমে বিপিএ মানব ত্বকের সংস্পর্শে এলে তার ১৬–২০ শতাংশ পর্যন্ত শরীরে শোষিত হয়ে বিপজ্জনকভাবে প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় পেশাদার নিরাপত্তা ও স্বাস্থ্য ইনস্টিটিউটের একটি বিশ্লেষণ অনুযায়ী, বিপিএ ত্বকের সংস্পর্শে এলে স্বাস্থ্যগত ঝুঁকি সৃষ্টি হয়।
অ্যাপলের অন্যান্য এক্সেসরিজ, যেমন—প্লাস্টিকের আইফোন কেসে বিপিএ সতর্কতা রয়েছে।
সোশ্যাল মিডিয়া রেডিটে একজন বলেন, ‘আমি একটি নতুন আইফোন কেস খুঁজছিলাম এবং একটি কেস খুব পছন্দ করলাম, তবে পেজের নিচে স্পেসিফিকেশন দেখে জানতে পারলাম যে পণ্যে বিপিএ রয়েছে।
অ্যাপলের বিষয়টি নিয়ে আলোচনা করছেন উদ্বিগ্ন গ্রাহকেরা। কিছু মানুষ ক্যালিফোর্নিয়ার বিধিকে অতিরঞ্জিত বলে উল্লেখ করেছেন, আবার অন্যরা বলছেন যে এই বিধি যথেষ্ট কঠোর নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বলেন, আপনি সহজেই ত্বকের মাধ্যমে বিপিএ শোষণ করতে পারেন। যদি আপনি এ বিষয়ে কিছু না জানেন, তাহলে দয়া করে কিছু বলবেন না।’
বেলকিন ওয়্যারলেস চার্জারটি আইফোনের ম্যাগসেফ প্রযুক্তির সঙ্গে কাজ করবে। ডিভাইসটি একটি কালো রঙের প্লাস্টিক খোলসে সুরক্ষিত থাকে।
ডিভাইসটি প্রায় চার ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি প্রশস্ত। এতে একটি রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে।
বিজ্ঞানীদের মতে, বিপিএর বিকল্প বিসফেনল এস (বিপিএস) এবং বিসফেনল এফ (বিপিএফ) —প্রায় একই রকম বিপজ্জনক রাসায়নিকের পদার্থের মতো আচরণ করে।
তথ্যসূত্র: ডেইলি মেইল
প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের একটি ডিভাইসে বিপজ্জনক রাসায়নিক থাকার পদার্থ থাকার কথা জানতে পেরে চমকে গেছেন কোম্পানিটির ভক্তরা। এই রাসায়নিক পদার্থ জন্মগত ত্রুটি ও ক্যানসার সৃষ্টির জন্য পরিচিত। তাই ডিভাইসটি ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বেশ কিছু গ্রাহক।
অ্যাপলের এই ডিভাইস হলো—বেলকিন বুস্টচার্জ প্রো ম্যাগনেটিক চার্জিং পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকের মূল্য ১০০ ডলার। অ্যাপলের এক্সেসরিজ পেজের নিচে এই ডিভাইস নিয়ে একটি সতর্কবার্তা লুকানো রয়েছে। ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এমন সতর্কবার্তা যুক্ত করেছে অ্যাপল।
ডিভাইসটির সতর্কবার্তায় বলা হয়, ‘এই ওয়ারলেস চার্জারের ‘বিসফেনল এ (বিপিএ) ’সহ রাসায়নিক উপাদানগুলো শরীরে প্রবেশ করে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
সাধারণত প্লাস্টিক শক্ত করতে বিপিএ ব্যবহার করা হয়। এটি শরীরের হরমোনের স্বাভাবিক কার্যক্রমের বিঘ্ন ঘটায়, ফলে প্রজনন সংক্রান্ত সমস্যা, যৌন বিকাশ এবং অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
১৯৮৬ সালে ক্যালিফোর্নিয়ার ‘প্রপোজিশন ৬৫’ আইন পাস করা হয়। এই আইন কোম্পানিগুলোকে বাধ্য করে যে, তাদের পণ্যে বিপিএ থাকার ঝুঁকি সম্পর্কে গ্রাহকদের সতর্ক করতে হবে।
বেলকিনের অ্যাপল-অনুমোদিত ওয়্যারলেস চার্জারে বিপিএ রয়েছে। এই রাসায়নিক উপাদান হরমোনের মতো কাজ করে। এ ধরনের রাসায়নিক বিভিন্ন পণ্যে পাওয়া যায়, যেমন—পানির বোতল, ট্র্যাশ ব্যাগ, টেবিলওয়্যার, কার্পেটে।
একজন ভোক্তা অধিকার কর্মী অনলাইনে চিন্তিত অ্যাপল গ্রাহককে সতর্ক করে বলেন, ‘ঘামযুক্ত হাতে চার্জারটি ধরলে কিছুটা বিপিএ শরীরে শোষণ হতে পারে।’
যুক্তরাষ্ট্রের এই ধরনের আইনের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘প্রপোজিশন ৬৫’ হলেও ইউরোপীয় ইউনিয়নের বিধিনিষেধের তুলনায় এটি অত্যন্ত সাধারণ পদক্ষেপ। ইউরোপে ছোট শিশুদের জন্য ব্যবহৃত খাদ্য প্যাকেজিংয়ে বিপিএ নিষিদ্ধ। বর্তমানে পুরো মহাদেশজুড়ে এর ওপর একটি পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা চলছে।
২০১৮ সাল থেকে মানব ত্বকের কোষের ওপর গবেষণায় পরিচালনা করে দেখা গেছে যে, কোনো পণ্যের মাধ্যমে বিপিএ মানব ত্বকের সংস্পর্শে এলে তার ১৬–২০ শতাংশ পর্যন্ত শরীরে শোষিত হয়ে বিপজ্জনকভাবে প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের জাতীয় পেশাদার নিরাপত্তা ও স্বাস্থ্য ইনস্টিটিউটের একটি বিশ্লেষণ অনুযায়ী, বিপিএ ত্বকের সংস্পর্শে এলে স্বাস্থ্যগত ঝুঁকি সৃষ্টি হয়।
অ্যাপলের অন্যান্য এক্সেসরিজ, যেমন—প্লাস্টিকের আইফোন কেসে বিপিএ সতর্কতা রয়েছে।
সোশ্যাল মিডিয়া রেডিটে একজন বলেন, ‘আমি একটি নতুন আইফোন কেস খুঁজছিলাম এবং একটি কেস খুব পছন্দ করলাম, তবে পেজের নিচে স্পেসিফিকেশন দেখে জানতে পারলাম যে পণ্যে বিপিএ রয়েছে।
অ্যাপলের বিষয়টি নিয়ে আলোচনা করছেন উদ্বিগ্ন গ্রাহকেরা। কিছু মানুষ ক্যালিফোর্নিয়ার বিধিকে অতিরঞ্জিত বলে উল্লেখ করেছেন, আবার অন্যরা বলছেন যে এই বিধি যথেষ্ট কঠোর নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন বলেন, আপনি সহজেই ত্বকের মাধ্যমে বিপিএ শোষণ করতে পারেন। যদি আপনি এ বিষয়ে কিছু না জানেন, তাহলে দয়া করে কিছু বলবেন না।’
বেলকিন ওয়্যারলেস চার্জারটি আইফোনের ম্যাগসেফ প্রযুক্তির সঙ্গে কাজ করবে। ডিভাইসটি একটি কালো রঙের প্লাস্টিক খোলসে সুরক্ষিত থাকে।
ডিভাইসটি প্রায় চার ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি প্রশস্ত। এতে একটি রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে।
বিজ্ঞানীদের মতে, বিপিএর বিকল্প বিসফেনল এস (বিপিএস) এবং বিসফেনল এফ (বিপিএফ) —প্রায় একই রকম বিপজ্জনক রাসায়নিকের পদার্থের মতো আচরণ করে।
তথ্যসূত্র: ডেইলি মেইল
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে