নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির কারণে জনপ্রিয় আর্কাইভিং সফটওয়্যার উইনআরএআর ম্যালওয়্যারে (ভাইরাস) আক্রান্ত হয়েছে। ত্রুটি সারাতে ছাড়া হয়েছে এই সফটওয়্যারের নতুন ভার্সন ৬.২৩, যা গ্রাহকদের দ্রুত ইন্সটল করার পরামর্শ দিয়েছে কোম্পানি।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম বেটানিউজ এক প্রতিবেদনে বলেছে, গত জুন মাসে সিভিই–২০২৩–৪০৪৭৭ নামের ওই নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা হয়। ওই ত্রুটির কারণে আরএআর ফাইল খোলার সময় দূর থেকে ওই কোডের মাধ্যমে ম্যালওয়্যার ফাইলের নিয়ন্ত্রণ নিতে পারে। দুই মাসের চেষ্টায় নিরাপত্তার ত্রুটিটি ঠিক করা হয়। তবু সর্বোচ্চ সুরক্ষা পেতে সফটওয়্যারের সর্বশেষ ভার্সন ব্যবহার করা ভালো।
সফটওয়্যার নিরাপত্তা বিশেষজ্ঞ কোম্পানি জিরো ডে ইনিশিয়েটিভের নিরাপত্তা গবেষক গুডবাইসেলিন ম্যালওয়্যারটি আবিষ্কার করেন। বিশেষভাবে তৈরি একটি আর্কাইভ শুধু খোলার মাধ্যমেই ব্যবহারকারীর ডিভাইস এই ম্যালওয়্যারে আক্রান্ত হতে পারে। তেমন একটি ফাইল খোলার সময়ই ব্যবহারকারী নিজের অজান্তেই ক্ষতির একটি কোড রান করেন, যা ডিভাইসের অকল্পনীয় ক্ষতি করতে পারে।
এই সমস্যা ধরা পড়ার পর উইনআরএআর ত্রুটির সারানো পাশাপাশি উইনআরএআর ৬.২৩ ভার্সন রিলিজ করেছে। কোম্পানিটি জিরো ডে ইনিশিয়েটিভের গবেষক গুডবাইসেলিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ম্যালওয়্যার সংক্রান্ত ত্রুটি ছাড়াও পুরোনো ভার্সনে আরও সমস্যা ছিল যেগুলো সারানো হয়েছে। তার অন্যতম ছিল- বিশেষভাবে তৈরি একটি আরএআর ফাইলে দুবার ক্লিক করলে ভুল ফাইল চালু হতো।
নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির কারণে জনপ্রিয় আর্কাইভিং সফটওয়্যার উইনআরএআর ম্যালওয়্যারে (ভাইরাস) আক্রান্ত হয়েছে। ত্রুটি সারাতে ছাড়া হয়েছে এই সফটওয়্যারের নতুন ভার্সন ৬.২৩, যা গ্রাহকদের দ্রুত ইন্সটল করার পরামর্শ দিয়েছে কোম্পানি।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম বেটানিউজ এক প্রতিবেদনে বলেছে, গত জুন মাসে সিভিই–২০২৩–৪০৪৭৭ নামের ওই নিরাপত্তা ত্রুটি শনাক্ত করা হয়। ওই ত্রুটির কারণে আরএআর ফাইল খোলার সময় দূর থেকে ওই কোডের মাধ্যমে ম্যালওয়্যার ফাইলের নিয়ন্ত্রণ নিতে পারে। দুই মাসের চেষ্টায় নিরাপত্তার ত্রুটিটি ঠিক করা হয়। তবু সর্বোচ্চ সুরক্ষা পেতে সফটওয়্যারের সর্বশেষ ভার্সন ব্যবহার করা ভালো।
সফটওয়্যার নিরাপত্তা বিশেষজ্ঞ কোম্পানি জিরো ডে ইনিশিয়েটিভের নিরাপত্তা গবেষক গুডবাইসেলিন ম্যালওয়্যারটি আবিষ্কার করেন। বিশেষভাবে তৈরি একটি আর্কাইভ শুধু খোলার মাধ্যমেই ব্যবহারকারীর ডিভাইস এই ম্যালওয়্যারে আক্রান্ত হতে পারে। তেমন একটি ফাইল খোলার সময়ই ব্যবহারকারী নিজের অজান্তেই ক্ষতির একটি কোড রান করেন, যা ডিভাইসের অকল্পনীয় ক্ষতি করতে পারে।
এই সমস্যা ধরা পড়ার পর উইনআরএআর ত্রুটির সারানো পাশাপাশি উইনআরএআর ৬.২৩ ভার্সন রিলিজ করেছে। কোম্পানিটি জিরো ডে ইনিশিয়েটিভের গবেষক গুডবাইসেলিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
ম্যালওয়্যার সংক্রান্ত ত্রুটি ছাড়াও পুরোনো ভার্সনে আরও সমস্যা ছিল যেগুলো সারানো হয়েছে। তার অন্যতম ছিল- বিশেষভাবে তৈরি একটি আরএআর ফাইলে দুবার ক্লিক করলে ভুল ফাইল চালু হতো।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে