Ajker Patrika

হোয়াটসঅ্যাপে বার্তা মুছে ফেলবেন যেভাবে 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৫: ২৭
হোয়াটসঅ্যাপে বার্তা মুছে ফেলবেন যেভাবে 

ইন্টারনেটে কোনো কিছু আপলোড হয়ে গেলে তা সরিয়ে ফেলা বেশ কঠিন। যদিও কিছু অ্যাপ বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে। জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ গত বছর বার্তা মুছে ফেলার জন্য একটি ফিচার চালু করেছিল।

বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের চালু করা ওই ফিচারের মাধ্যমে বার্তা মুছে ফেলার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া যায়। ওই সময় পার হয়ে গেলে বার্তাটি নিজেই মুছে যায়।

আপনি যদি কাউকে অস্থায়ী বার্তা পাঠানোর পর তার কোনো চিহ্ন রাখতে না চান, তবে এই ফিচার আপনার জন্যই। অ্যান্ড্রয়েড, আইফোন, ম্যাক বা পিসিতে হোয়াটসঅ্যাপ ইউজাররা সহজেই এই ফিচার ব্যবহার করতে পারবেন। বার্তা মুছে ফেলতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা  এক দিন, সাত দিন বা ৯০ দিনের সময়সীমা বেঁধে দিতে পারেন।

১) আপনার হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে কথোপকথন বের করুন । 

২) যার সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছেন, তার নাম বা ফোন নম্বরে ক্লিক করুন। 

৩) স্ক্রল করে নিচ থেকে বার্তা মুছে ফেলার অপশন বা ডিজঅ্যাপিয়ারিং মেসেজ নির্বাচন করুন । 

৪) কত সময়ের মাঝে বার্তা মুছে ফেলতে চান, তার সময়সীমা নির্ধারণ করুন। এটি হতে পারে ২৪ ঘণ্টা, ৭ দিন বা ৯০ দিন । 

৫) আপনার নির্বাচন করা সময় সেভ করে রাখতে ওপরের বাঁ কোণে অ্যারো চিহ্নে ক্লিক করুন । 

একবার এই অপশন চালু করলে হোয়াটসঅ্যাপ কথোপকথনে যুক্ত থাকা প্রত্যেককে একটি নোটিফিকেশন পাঠাবে। আপনি যদি এই অপশন বন্ধ করতে চান, তবে একই ধরনের পদ্ধতির মাধ্যমে সময়সীমা নির্বাচনের পরিবর্তে ‘অফ’ বাটন ক্লিক করতে হবে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত