বিডিঅ্যাপস ইনোভেশন সামিট ২০২৫
ফিচার ডেস্ক
দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট ২০২৫’ আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড। এ উপলক্ষে গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান। এ ছাড়া রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম ও বিডিঅ্যাপসের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে।
৫ মে থেকে শুরু হয়েছে এই আয়োজনের রেজিস্ট্রেশন, চলবে ৩১ মে পর্যন্ত। এরপর প্রতিযোগিতা শেষে আগামী ১৯ জুন চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম মনিরুজ্জামান বলেন, ‘তরুণদের জন্য এখন উপার্জন করার অনেক সুযোগ তৈরি হয়েছে। বিডিঅ্যাপস ইনোভেশন সামিট তরুণ উদ্ভাবকদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। এখানে তারা নিজেদের অ্যাপ আইডিয়া বা সলিউশনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।’
রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, ‘বর্তমানে বিডিঅ্যাপসে প্রায় ১ লাখ অ্যাপস রয়েছে। এখান থেকে গত ১০ বছরে প্রায় ১০০ কোটি টাকা ডেভেলপাররা আয় করেছেন। এটি অবশ্যই আমাদের জন্য একটি সম্ভাবনার পথ।’
বিডিঅ্যাপসের এই উদ্যোগের মাধ্যমে এ পর্যন্ত কয়েক হাজার ডেভেলপার তাঁদের ক্যারিয়ার গড়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে অনেক নারী রয়েছেন, যাঁরা ঘরে বসে এই প্ল্যাটফর্মের মাধ্যমে উপার্জন করতে পারছেন।
বিডিঅ্যাপস প্ল্যাটফর্মটি তরুণ অ্যাপ ডেভেলপারদের জন্য একটি উন্মুক্ত অ্যাপ মার্কেটপ্লেস। সেখানে তাঁরা নিজেদের উদ্ভাবনী অ্যাপস তৈরি ও প্রচার করতে পারেন।
২০২১ সালে বিডিঅ্যাপসকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ দেশের ‘ন্যাশনাল অ্যাপ স্টোর’ হিসেবে ঘোষণা করে। বর্তমানে এই প্ল্যাটফর্মে ৯৫ হাজারের বেশি ডেভেলপার যুক্ত রয়েছেন এবং লাইব্রেরিতে রয়েছে ১ লাখ অ্যাপস।
দেশের তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট ২০২৫’ আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড। এ উপলক্ষে গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম মনিরুজ্জামান। এ ছাড়া রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম ও বিডিঅ্যাপসের সঙ্গে সংশ্লিষ্ট অনেকে।
৫ মে থেকে শুরু হয়েছে এই আয়োজনের রেজিস্ট্রেশন, চলবে ৩১ মে পর্যন্ত। এরপর প্রতিযোগিতা শেষে আগামী ১৯ জুন চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম মনিরুজ্জামান বলেন, ‘তরুণদের জন্য এখন উপার্জন করার অনেক সুযোগ তৈরি হয়েছে। বিডিঅ্যাপস ইনোভেশন সামিট তরুণ উদ্ভাবকদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। এখানে তারা নিজেদের অ্যাপ আইডিয়া বা সলিউশনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।’
রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ বলেন, ‘বর্তমানে বিডিঅ্যাপসে প্রায় ১ লাখ অ্যাপস রয়েছে। এখান থেকে গত ১০ বছরে প্রায় ১০০ কোটি টাকা ডেভেলপাররা আয় করেছেন। এটি অবশ্যই আমাদের জন্য একটি সম্ভাবনার পথ।’
বিডিঅ্যাপসের এই উদ্যোগের মাধ্যমে এ পর্যন্ত কয়েক হাজার ডেভেলপার তাঁদের ক্যারিয়ার গড়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে অনেক নারী রয়েছেন, যাঁরা ঘরে বসে এই প্ল্যাটফর্মের মাধ্যমে উপার্জন করতে পারছেন।
বিডিঅ্যাপস প্ল্যাটফর্মটি তরুণ অ্যাপ ডেভেলপারদের জন্য একটি উন্মুক্ত অ্যাপ মার্কেটপ্লেস। সেখানে তাঁরা নিজেদের উদ্ভাবনী অ্যাপস তৈরি ও প্রচার করতে পারেন।
২০২১ সালে বিডিঅ্যাপসকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ দেশের ‘ন্যাশনাল অ্যাপ স্টোর’ হিসেবে ঘোষণা করে। বর্তমানে এই প্ল্যাটফর্মে ৯৫ হাজারের বেশি ডেভেলপার যুক্ত রয়েছেন এবং লাইব্রেরিতে রয়েছে ১ লাখ অ্যাপস।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
১০ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১৭ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
২১ ঘণ্টা আগে