প্রযুক্তি ডেস্ক
গবেষকদের জন্য নতুন এক ‘ল্যাঙ্গুয়েজ মডেল’ প্রকাশের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা। এটি মূলত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মূল সফটওয়্যার। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করছে বেশ কিছুদিন ধরে। এরই মধ্যে মেটার এই ঘোষণা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এই প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই ল্যাঙ্গুয়েজ মডেলের নাম ‘এলএলএএমএ’।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বরে ওপেনএআই’র নতুন চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ উন্মোচন করা হয়। পরবর্তীতে মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন বিং-এ যুক্ত করে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগল নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ‘বার্ড’ আনার ঘোষণা দেয়। চলতি মাসেই ই-কমার্স জায়ান্ট আলিবাবা, সার্চ ইঞ্জিন বাইদুসহ অন্তত পাঁচটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট তৈরির ঘোষণা দেয়।
এক ব্লগপোস্টে মেটা জানায়, সরকার, সুশীল সমাজ ও একাডেমিয়া সংশ্লিষ্ট বিভিন্ন গবেষক ও সংস্থা অবাণিজ্যিক লাইসেন্সের অধীনে ‘লার্জ ল্যাংগুয়েজ মডেল মেটা এআই’ বা ‘এলএলএএমএ’ নামের নতুন এই ভাষা মডেল ব্যবহারের সুযোগ পাবেন। এই ভাষা মডেল বিভিন্ন তথ্যের সারসংক্ষেপ বা কনটেন্ট তৈরির উদ্দেশ্যে ব্যাপক পরিমাণ টেক্সট সংগ্রহ করতে পারে। পাশাপাশি, বিভিন্ন প্রশ্নেরও উত্তর দিতে সক্ষম এই মডেল। এর আগে মেটা জানায়, এই মডেলে আগের বিভিন্ন ব্যবস্থার চেয়ে তুলনামূলক কম কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন। এই মডেলকে ল্যাটিন ও সিরিলিক বর্ণমালা’সহ মোট ২০টি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
গত বছরের মে মাসে গবেষকদের লক্ষ্য করে ‘ওপিটি-১৭৫বি’ নামের এক ভাষা মডেল প্রকাশ করে মেটা। আর এটি তৈরি হয় তাদের ‘ব্লেন্ডারবট’ নামের চ্যাটবটের নতুন সংস্করণের ভিত্তিতে। পরবর্তীতে, ‘গ্যালাকটিকা’ নামের এক মডেল উন্মোচন করে মেটা। এটি বৈজ্ঞানিক নিবন্ধ লেখার পাশাপাশি অঙ্কের সমাধানও দিতে পারত। তবে, এর নমুনা আত্মবিশ্বাসের সঙ্গে ভুল উত্তর দেওয়ায় দ্রুতই এটি বন্ধ করে দেয় মেটা।
গবেষকদের জন্য নতুন এক ‘ল্যাঙ্গুয়েজ মডেল’ প্রকাশের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা। এটি মূলত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মূল সফটওয়্যার। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করছে বেশ কিছুদিন ধরে। এরই মধ্যে মেটার এই ঘোষণা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এই প্রতিযোগিতাকে আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। নতুন এই ল্যাঙ্গুয়েজ মডেলের নাম ‘এলএলএএমএ’।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত নভেম্বরে ওপেনএআই’র নতুন চ্যাটবট ‘চ্যাটজিপিটি’ উন্মোচন করা হয়। পরবর্তীতে মাইক্রোসফট নিজেদের সার্চ ইঞ্জিন বিং-এ যুক্ত করে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি নিয়ে উদ্বিগ্ন গুগল নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ‘বার্ড’ আনার ঘোষণা দেয়। চলতি মাসেই ই-কমার্স জায়ান্ট আলিবাবা, সার্চ ইঞ্জিন বাইদুসহ অন্তত পাঁচটি চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট তৈরির ঘোষণা দেয়।
এক ব্লগপোস্টে মেটা জানায়, সরকার, সুশীল সমাজ ও একাডেমিয়া সংশ্লিষ্ট বিভিন্ন গবেষক ও সংস্থা অবাণিজ্যিক লাইসেন্সের অধীনে ‘লার্জ ল্যাংগুয়েজ মডেল মেটা এআই’ বা ‘এলএলএএমএ’ নামের নতুন এই ভাষা মডেল ব্যবহারের সুযোগ পাবেন। এই ভাষা মডেল বিভিন্ন তথ্যের সারসংক্ষেপ বা কনটেন্ট তৈরির উদ্দেশ্যে ব্যাপক পরিমাণ টেক্সট সংগ্রহ করতে পারে। পাশাপাশি, বিভিন্ন প্রশ্নেরও উত্তর দিতে সক্ষম এই মডেল। এর আগে মেটা জানায়, এই মডেলে আগের বিভিন্ন ব্যবস্থার চেয়ে তুলনামূলক কম কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন। এই মডেলকে ল্যাটিন ও সিরিলিক বর্ণমালা’সহ মোট ২০টি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
গত বছরের মে মাসে গবেষকদের লক্ষ্য করে ‘ওপিটি-১৭৫বি’ নামের এক ভাষা মডেল প্রকাশ করে মেটা। আর এটি তৈরি হয় তাদের ‘ব্লেন্ডারবট’ নামের চ্যাটবটের নতুন সংস্করণের ভিত্তিতে। পরবর্তীতে, ‘গ্যালাকটিকা’ নামের এক মডেল উন্মোচন করে মেটা। এটি বৈজ্ঞানিক নিবন্ধ লেখার পাশাপাশি অঙ্কের সমাধানও দিতে পারত। তবে, এর নমুনা আত্মবিশ্বাসের সঙ্গে ভুল উত্তর দেওয়ায় দ্রুতই এটি বন্ধ করে দেয় মেটা।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে