অনলাইন ডেস্ক
নিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংসের জন্য প্রায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগ সংগ্রহের জন্য বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। এই ফান্ডিং রাউন্ডটি সম্পন্ন হলে এটি বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্ববৃহৎ প্রাইভেট ফান্ডিং রাউন্ড হিসেবে বিবেচিত হবে। এ বছরই প্রায় ৪ হাজার কোটি ডলার সংগ্রহ করে রেকর্ড গড়েছিল ওপেনএআই। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
পিচবুক নামের এক তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সম্ভাব্য এই বিনিয়োগের ফলে এক্সএআই হোল্ডিংসের বাজারমূল্য দাঁড়াতে পারে ১২০ বিলিয়ন ডলারেরও বেশি। নাম-পরিচয় গোপন রাখার শর্তে গণমাধ্যমের কাছে এ বিষয়ে তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কয়েক ব্যক্তি।
গত মার্চে এক্সএআই হোল্ডিংস গঠিত হয় মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এবং তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প এক্সএআইকে একত্রিত করে। বিশাল এই বিনিয়োগের একটি অংশ দিয়ে মাস্কের টুইটার অধিগ্রহণের সময় গৃহীত ঋণের একটি অংশ শোধ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানানো হয়েছে, গত মার্চেই প্রায় ২০ কোটি ডলার ঋণের সুদ হিসেবে পরিশোধ করেছে এক্স। চলতি বছরের শেষ নাগাদ এক্সের বার্ষিক সুদ খরচ দাঁড়িয়েছিল ১৩০ কোটি ডলারে।
প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংস বিনিয়োগ সংগ্রহের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসে এই তহবিল সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। তবে, এখনো মোট পরিমাণ চূড়ান্ত হয়নি এবং চুক্তির শর্তাবলি পরিবর্তিত হতে পারে বলেও জানানো হয়েছে।
ইলন মাস্কের এই নতুন ফান্ডিং রাউন্ডে আগের মতোই তাঁর ঘনিষ্ঠ বিনিয়োগকারীরা অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছেন–ভ্যালর ইকুইটি পার্টনার্সের প্রতিষ্ঠাতা আন্তোনিও গ্রাসিয়াস এবং গিগাফান্ডের সহপ্রতিষ্ঠাতা লুক নোসেক। এই দুজনই টেসলা ও স্পেসএক্সসহ মাস্কের একাধিক উদ্যোগে শুরু থেকেই বিনিয়োগ করে আসছেন।
বিশ্লেষকেরা বলছেন, এই বিশাল বিনিয়োগ প্রস্তাব প্রমাণ করে যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্যোগগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। পাশাপাশি, ব্যবসায়িক ক্ষেত্রে মাস্কের প্রভাব এবং রাজনৈতিক অবস্থানও বিনিয়োগকারীদের নজরে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে ওয়াশিংটনে উল্লেখযোগ্য প্রভাব তৈরি করেছেন এই উদ্যোক্তা।
এদিকে মাস্কের আরেক প্রতিষ্ঠান স্পেসএক্স বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ। এক বেসরকারি চুক্তিতে এর বাজারমূল্য দাঁড়িয়েছিল ৩৫০ বিলিয়ন ডলার।
নিজের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংসের জন্য প্রায় ২ হাজার কোটি ডলার বিনিয়োগ সংগ্রহের জন্য বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন ইলন মাস্ক। এই ফান্ডিং রাউন্ডটি সম্পন্ন হলে এটি বিশ্বের ইতিহাসে দ্বিতীয় সর্ববৃহৎ প্রাইভেট ফান্ডিং রাউন্ড হিসেবে বিবেচিত হবে। এ বছরই প্রায় ৪ হাজার কোটি ডলার সংগ্রহ করে রেকর্ড গড়েছিল ওপেনএআই। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
পিচবুক নামের এক তথ্য বিশ্লেষণ প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সম্ভাব্য এই বিনিয়োগের ফলে এক্সএআই হোল্ডিংসের বাজারমূল্য দাঁড়াতে পারে ১২০ বিলিয়ন ডলারেরও বেশি। নাম-পরিচয় গোপন রাখার শর্তে গণমাধ্যমের কাছে এ বিষয়ে তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কয়েক ব্যক্তি।
গত মার্চে এক্সএআই হোল্ডিংস গঠিত হয় মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) এবং তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প এক্সএআইকে একত্রিত করে। বিশাল এই বিনিয়োগের একটি অংশ দিয়ে মাস্কের টুইটার অধিগ্রহণের সময় গৃহীত ঋণের একটি অংশ শোধ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানানো হয়েছে, গত মার্চেই প্রায় ২০ কোটি ডলার ঋণের সুদ হিসেবে পরিশোধ করেছে এক্স। চলতি বছরের শেষ নাগাদ এক্সের বার্ষিক সুদ খরচ দাঁড়িয়েছিল ১৩০ কোটি ডলারে।
প্রতিষ্ঠান এক্সএআই হোল্ডিংস বিনিয়োগ সংগ্রহের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক মাসে এই তহবিল সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। তবে, এখনো মোট পরিমাণ চূড়ান্ত হয়নি এবং চুক্তির শর্তাবলি পরিবর্তিত হতে পারে বলেও জানানো হয়েছে।
ইলন মাস্কের এই নতুন ফান্ডিং রাউন্ডে আগের মতোই তাঁর ঘনিষ্ঠ বিনিয়োগকারীরা অংশ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছেন–ভ্যালর ইকুইটি পার্টনার্সের প্রতিষ্ঠাতা আন্তোনিও গ্রাসিয়াস এবং গিগাফান্ডের সহপ্রতিষ্ঠাতা লুক নোসেক। এই দুজনই টেসলা ও স্পেসএক্সসহ মাস্কের একাধিক উদ্যোগে শুরু থেকেই বিনিয়োগ করে আসছেন।
বিশ্লেষকেরা বলছেন, এই বিশাল বিনিয়োগ প্রস্তাব প্রমাণ করে যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্যোগগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। পাশাপাশি, ব্যবসায়িক ক্ষেত্রে মাস্কের প্রভাব এবং রাজনৈতিক অবস্থানও বিনিয়োগকারীদের নজরে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতার মাধ্যমে ওয়াশিংটনে উল্লেখযোগ্য প্রভাব তৈরি করেছেন এই উদ্যোক্তা।
এদিকে মাস্কের আরেক প্রতিষ্ঠান স্পেসএক্স বর্তমানে বিশ্বের সবচেয়ে মূল্যবান স্টার্টআপ। এক বেসরকারি চুক্তিতে এর বাজারমূল্য দাঁড়িয়েছিল ৩৫০ বিলিয়ন ডলার।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৩ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৭ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২১ ঘণ্টা আগে