প্রযুক্তি ডেস্ক
কম্পিউটার কিংবা মোবাইল ফোনের র্যাম বিষয়ে আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু ভার্চুয়াল র্যাম! সে বিষয়ে খুব একটা কিছু জানা না গেলেও বাজারে শোনা যাচ্ছে এর কথা।
আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি, তারা অন ড্রাইভ নামে একটি ফিচারের কথা কমবেশি জানি। সেখানে ল্যাপটপের কিছু ফাইল জমা থাকে। ঠিক তেমনি ভার্চুয়াল র্যামেও এ ধরনের মেমোরি হিসেবে ব্যবহার করা হয়।
ভার্চুয়াল র্যামের সুবিধা
র্যাম বেশি হওয়ার সুবিধা আমরা সবাই কমবেশি জানি। ভার্চুয়াল র্যাম একধরনের মেমোরি। এটি ব্যবহার করা হয় এখনকার আপডেট মোবাইল ফোনে। আপনার মোবাইল ফোনে যদি ভার্চুয়াল র্যাম ও রম থাকে, তাহলে আপনি কিছু ক্ষেত্রে অতিরিক্ত মেমোরির সুবিধা পাবেন। যেমন অনলাইন গেম খেলার সময় মোবাইল ফোনের র্যামের পরিমাণ কম থাকলে ভার্চুয়াল র্যাম অতিরিক্ত সুবিধা দেবে। এ ছাড়া নির্মাতাপ্রতিষ্ঠান চাইলে আপনার মোবাইল ফোনটি আপডেট করার সঙ্গে সঙ্গে ভার্চুয়াল র্যামের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। যেভাবে আমরা গুগল ড্রাইভের স্পেস ব্যবহার করি, সেভাবে ভার্চুয়াল র্যামের স্পেস ব্যবহার করা যাবে।
ভার্চুয়াল র্যামের অসুবিধা
মোবাইল ফোনের ভার্চুয়াল র্যাম চাইলেও ফিজিক্যাল র্যামের মতো ব্যবহার করা যাবে না। ভার্চুয়াল র্যাম ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন এটি মোবাইল ফোনের আসল র্যামের মতো সব সময় সাপোর্ট না-ও দিতে পারে। ভার্চুয়াল র্যাম সিস্টেমের ধারণা বেশ পুরোনো। কিছু সীমাবদ্ধতার কথা চিন্তা করে এই র্যাম চালু করা হয়নি এত দিন। কয়েক দিন বাদেই ফাইভ-জি প্রযুক্তি আসছে। সে সুবিধা কাজে লাগাতে এবার বাজারে আসছে ভার্চুয়াল র্যাম সিস্টেম।
কম্পিউটার কিংবা মোবাইল ফোনের র্যাম বিষয়ে আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু ভার্চুয়াল র্যাম! সে বিষয়ে খুব একটা কিছু জানা না গেলেও বাজারে শোনা যাচ্ছে এর কথা।
আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি, তারা অন ড্রাইভ নামে একটি ফিচারের কথা কমবেশি জানি। সেখানে ল্যাপটপের কিছু ফাইল জমা থাকে। ঠিক তেমনি ভার্চুয়াল র্যামেও এ ধরনের মেমোরি হিসেবে ব্যবহার করা হয়।
ভার্চুয়াল র্যামের সুবিধা
র্যাম বেশি হওয়ার সুবিধা আমরা সবাই কমবেশি জানি। ভার্চুয়াল র্যাম একধরনের মেমোরি। এটি ব্যবহার করা হয় এখনকার আপডেট মোবাইল ফোনে। আপনার মোবাইল ফোনে যদি ভার্চুয়াল র্যাম ও রম থাকে, তাহলে আপনি কিছু ক্ষেত্রে অতিরিক্ত মেমোরির সুবিধা পাবেন। যেমন অনলাইন গেম খেলার সময় মোবাইল ফোনের র্যামের পরিমাণ কম থাকলে ভার্চুয়াল র্যাম অতিরিক্ত সুবিধা দেবে। এ ছাড়া নির্মাতাপ্রতিষ্ঠান চাইলে আপনার মোবাইল ফোনটি আপডেট করার সঙ্গে সঙ্গে ভার্চুয়াল র্যামের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। যেভাবে আমরা গুগল ড্রাইভের স্পেস ব্যবহার করি, সেভাবে ভার্চুয়াল র্যামের স্পেস ব্যবহার করা যাবে।
ভার্চুয়াল র্যামের অসুবিধা
মোবাইল ফোনের ভার্চুয়াল র্যাম চাইলেও ফিজিক্যাল র্যামের মতো ব্যবহার করা যাবে না। ভার্চুয়াল র্যাম ব্যবহারে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন এটি মোবাইল ফোনের আসল র্যামের মতো সব সময় সাপোর্ট না-ও দিতে পারে। ভার্চুয়াল র্যাম সিস্টেমের ধারণা বেশ পুরোনো। কিছু সীমাবদ্ধতার কথা চিন্তা করে এই র্যাম চালু করা হয়নি এত দিন। কয়েক দিন বাদেই ফাইভ-জি প্রযুক্তি আসছে। সে সুবিধা কাজে লাগাতে এবার বাজারে আসছে ভার্চুয়াল র্যাম সিস্টেম।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে