Ajker Patrika

সিগন্যালের পথেই হাঁটছে হোয়াটসঅ্যাপ

প্রযুক্তি ডেস্ক
সিগন্যালের পথেই হাঁটছে হোয়াটসঅ্যাপ

গত নভেম্বরে নতুন এক ফিচার চালু করেছিল ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ওই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ব্যক্তিগত বার্তাগুলো একটি নির্দিষ্ট সময়ের পর মুছে ফেলতে পারতেন। তবে সে ক্ষেত্রে অপেক্ষা করতে হতো সাত দিন। এবার এই ফিচারকে আরও উন্নত করেছে হোয়্যাটসঅ্যাপ। এখন থেকে ২৪ ঘণ্টা পরই বার্তা মুছে ফেলার সুযোগ পাওয়া যাবে। 

অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, কখন বার্তাগুলো মুছে যাবে, সেটি ব্যবহারকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী সময় নির্ধারণ করে দিতে পারবেন। সময় হাতে থাকবে ২৪ ঘণ্টা অথবা ৯০ দিন। তবে এ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে গিয়ে ‘ডিফল্ট মেসেজ টাইমার’ অপশনে সময়সীমা নির্ধারণ করে দিতে হবে। এমনকি কোনো ব্যবহারকারী চাইলে গ্রুপ চ্যাটিংয়ের বার্তাও এই ফিচার ব্যবহার করে মুছে ফেলতে পারবেন। 

জানা গেছে, চ্যাটে থাকা অন্য ব্যক্তিদের জানানো হবে যে একজন ব্যবহারকারীর বার্তা মুছে ফেলার পদ্ধতি চালু রয়েছে। গ্রুপের অন্য ব্যবহারকারীরাও চাইলে এই অপশন চালু করে রাখতে পারবেন। মূলত আরেক ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস সিগন্যালকে অনুসরণ করেই হোয়াটসঅ্যাপ এই ফিচার চালু করেছে বলে ধারণা করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত