জনপ্রিয় মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট তার ২০ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি একটি নতুন প্রকল্পও বন্ধ করার ঘোষণা দিয়েছে। তবে কোন প্রকল্প বন্ধ করা হচ্ছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরের বৈশ্বিক আর্থিক মন্দার কারণে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল। স্ন্যাপচ্যাটের এই সিদ্ধান্তের কারণে অন্তত ১ হাজার ২০০ কর্মচারী চাকরি হারাবে। তবে কবে নাগাদ কর্মী ছাঁটাই শুরু করবে স্ন্যাপচ্যাট, সে ব্যাপারে কিছু বলা হয়নি বিবিসির প্রতিবেদনে।
এক বছর আগে স্ন্যাপচ্যাট কোম্পানিটির মূল্য ছিল ১৩০ বিলিয়ন ডলার। বর্তমানে এর মূল্য কমে দাঁড়িয়েছে ২০ বিলিয়ন ডলারে।
স্ন্যাপচ্যাট এক বিবৃতিতে বলেছে, কর্মী ছাঁটাইয়ের ফলে স্ন্যাপচ্যাটের বার্ষিক খরচ অন্তত ৫০০ মিলিয়ন ডলার বাঁচবে। প্রতিষ্ঠানটির সিইও ইভান স্পিগেল বলেছেন, ‘খরচ কমানো সত্ত্বেও স্ন্যাপচ্যাটকে সবচেয়ে কম রাজস্ব আয়ের মুখোমুখি হতে হবে।’
আর্থিক সংকট কাটাতে স্পিগেল বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জনের দিকে মনোযোগ দিতে চেয়েছিলেন। তবে তাঁর সেই পরিকল্পনা ফলপ্রসূ হয়নি।
স্ন্যাপচ্যাটের মতো মেটা ও টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোও সম্প্রতি অর্থনৈতিক মন্দার সঙ্গে লড়াই করছে। কারণ এই প্রতিষ্ঠানগুলোর সিংহভাগ আয় আসে বিজ্ঞাপন থেকে। উচ্চ মূল্যস্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে অনেক বিজ্ঞাপনদাতাই এখন বিজ্ঞাপনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
এ ছাড়া স্ন্যাপচ্যাট ইতিমধ্যে তার সেবায় কিছু পরিবর্তন এনেছে। এসব পরিবর্তন বিজ্ঞাপনদাতাদের ফোনে ব্যক্তিদের শনাক্ত করা (ট্র্যাক) কঠিন করে তুলেছে। ফলে বিজ্ঞাপনদাতারা আগ্রহ হারিয়ে ফেলেছেন।
বিবিসি বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো বিজ্ঞাপনদাতাদের কাছে অনেক বেশি বিজ্ঞাপণমূল্য দাবি করে। কারণ তাদের কাছে ব্যবহারকারীদের সম্পর্কে অনেক তথ্য থাকে। সেই তথ্য ছাড়া বিজ্ঞাপনদাতারাও খুব বেশি অর্থ খরচ করতে চান না।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাট তার ২০ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি একটি নতুন প্রকল্পও বন্ধ করার ঘোষণা দিয়েছে। তবে কোন প্রকল্প বন্ধ করা হচ্ছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরের বৈশ্বিক আর্থিক মন্দার কারণে এ ধরনের সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল। স্ন্যাপচ্যাটের এই সিদ্ধান্তের কারণে অন্তত ১ হাজার ২০০ কর্মচারী চাকরি হারাবে। তবে কবে নাগাদ কর্মী ছাঁটাই শুরু করবে স্ন্যাপচ্যাট, সে ব্যাপারে কিছু বলা হয়নি বিবিসির প্রতিবেদনে।
এক বছর আগে স্ন্যাপচ্যাট কোম্পানিটির মূল্য ছিল ১৩০ বিলিয়ন ডলার। বর্তমানে এর মূল্য কমে দাঁড়িয়েছে ২০ বিলিয়ন ডলারে।
স্ন্যাপচ্যাট এক বিবৃতিতে বলেছে, কর্মী ছাঁটাইয়ের ফলে স্ন্যাপচ্যাটের বার্ষিক খরচ অন্তত ৫০০ মিলিয়ন ডলার বাঁচবে। প্রতিষ্ঠানটির সিইও ইভান স্পিগেল বলেছেন, ‘খরচ কমানো সত্ত্বেও স্ন্যাপচ্যাটকে সবচেয়ে কম রাজস্ব আয়ের মুখোমুখি হতে হবে।’
আর্থিক সংকট কাটাতে স্পিগেল বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জনের দিকে মনোযোগ দিতে চেয়েছিলেন। তবে তাঁর সেই পরিকল্পনা ফলপ্রসূ হয়নি।
স্ন্যাপচ্যাটের মতো মেটা ও টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোও সম্প্রতি অর্থনৈতিক মন্দার সঙ্গে লড়াই করছে। কারণ এই প্রতিষ্ঠানগুলোর সিংহভাগ আয় আসে বিজ্ঞাপন থেকে। উচ্চ মূল্যস্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে অনেক বিজ্ঞাপনদাতাই এখন বিজ্ঞাপনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
এ ছাড়া স্ন্যাপচ্যাট ইতিমধ্যে তার সেবায় কিছু পরিবর্তন এনেছে। এসব পরিবর্তন বিজ্ঞাপনদাতাদের ফোনে ব্যক্তিদের শনাক্ত করা (ট্র্যাক) কঠিন করে তুলেছে। ফলে বিজ্ঞাপনদাতারা আগ্রহ হারিয়ে ফেলেছেন।
বিবিসি বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো বিজ্ঞাপনদাতাদের কাছে অনেক বেশি বিজ্ঞাপণমূল্য দাবি করে। কারণ তাদের কাছে ব্যবহারকারীদের সম্পর্কে অনেক তথ্য থাকে। সেই তথ্য ছাড়া বিজ্ঞাপনদাতারাও খুব বেশি অর্থ খরচ করতে চান না।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৫ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১৮ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১ দিন আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১ দিন আগে