ইনস্টাগ্রাম স্টোরি অনেক সৃজনশীলভাবে পোস্ট করা যায়। স্টোরিতে ছবি, লিংক, স্টিকার এমনকি মিউজিকও যোগ করার সুযোগ রয়েছে। তবে স্টোরি কনটেন্টের জন্য একটি খালি ক্যানভাসের প্রয়োজন হলে কীভাবে ইনস্টাগ্রাম স্টোরির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়, তা জানতে হবে। এটি খুবই সহজ একটি প্রক্রিয়া।
স্টোরির ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তন কেন করবেন
ইনস্টাগ্রাম স্টোরিকে আকর্ষণীয় দেখাতে চাইলে ব্যাকগ্রাউন্ডের রং বদলাতে পারেন। ব্র্যান্ডের থিম অনুযায়ী ব্যাকগ্রাউন্ড রং দিয়ে স্টোরি প্রকাশের মাধ্যমে ছবিগুলো আরও দৃষ্টিনন্দন হয়। অনুসারীদের বেশি নজর কাড়ে এ ধরনের স্টোরি। ফলে অ্যাকাউন্টে এনগেজমেন্টও বাড়ে।
এ ছাড়া একই ধরনের স্টোরির প্যাটার্ন দেখতে ফোয়ারা বিরক্ত হতে পারে। তাই দ্রুত সোয়াইপ করতে পারে। নিত্যনতুন ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তনের মাধ্যমে স্টোরি দেখতে সবাই আগ্রহী হবে। সেই ব্যাকগ্রাউন্ড কোনো একটি রং বা একাধিক রঙের মিশ্রণেই হোক না কেন। তবে ব্যাকগ্রাউন্ডগুলো আপনার কনটেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
স্টোরির ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তন করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি খুলুন।
২. স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপরের বাম দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন অথবা স্ক্রিনটি ডান দিক থেকে সোয়াইপ করুন বা টানুন।
৩. এখন কোনো ছবি নির্বাচন করুন বা নতুন ছবি তুলুন।
৪. এরপর ডান পাশে কোনায় থাকা তিন ডট (...) বাটনে ট্যাপ করুন। ফলে ছোট একটি মেনু চালু হবে।
৫. মেনু থেকে ‘ড্র’ বাটনে ট্যাপ করুন।
৬. নিচের দিকে কতগুলো রঙের অপশন দেখাবে। সেখান থেকে পছন্দমতো রং নির্বাচন করুন।
অথবা ছবির কোনো রং নির্বাচন করতে নিচের ড্রপার আইকোনে ট্যাপ করুন এবং ছবির যেকোনো অংশের ওপর চাপ দিয়ে ধরে রাখুন।
৭. রং নির্বাচন হওয়ার পর ছবির ওপরে ট্যাপ করলে পুরো ব্যাকগ্রাউন্ডে সেই রং দেখা যাবে।
৮. এরপর ওপরের ডান পাশে থাকা টিক চিহ্নতে ট্যাপ করুন। এরপর পছন্দের মতো স্টিকার ও টেক্সট যুক্ত করুন। যদি ওই ব্যাকগ্রাউন্ডের ওপর কোনো ছবি যুক্ত করতে চান তাহলে স্টিকার আইকোনে ট্যাপ করুন ও ফটো অপশন খুঁজে বের করুন। এই অপশনে ট্যাপ করে গ্যালারি থেকে ছবি যুক্ত করতে পারবেন।
স্টোরি এডিট শেষ হলে নিচের ডান দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন ও শেয়ার করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
ইনস্টাগ্রাম স্টোরি অনেক সৃজনশীলভাবে পোস্ট করা যায়। স্টোরিতে ছবি, লিংক, স্টিকার এমনকি মিউজিকও যোগ করার সুযোগ রয়েছে। তবে স্টোরি কনটেন্টের জন্য একটি খালি ক্যানভাসের প্রয়োজন হলে কীভাবে ইনস্টাগ্রাম স্টোরির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়, তা জানতে হবে। এটি খুবই সহজ একটি প্রক্রিয়া।
স্টোরির ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তন কেন করবেন
ইনস্টাগ্রাম স্টোরিকে আকর্ষণীয় দেখাতে চাইলে ব্যাকগ্রাউন্ডের রং বদলাতে পারেন। ব্র্যান্ডের থিম অনুযায়ী ব্যাকগ্রাউন্ড রং দিয়ে স্টোরি প্রকাশের মাধ্যমে ছবিগুলো আরও দৃষ্টিনন্দন হয়। অনুসারীদের বেশি নজর কাড়ে এ ধরনের স্টোরি। ফলে অ্যাকাউন্টে এনগেজমেন্টও বাড়ে।
এ ছাড়া একই ধরনের স্টোরির প্যাটার্ন দেখতে ফোয়ারা বিরক্ত হতে পারে। তাই দ্রুত সোয়াইপ করতে পারে। নিত্যনতুন ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তনের মাধ্যমে স্টোরি দেখতে সবাই আগ্রহী হবে। সেই ব্যাকগ্রাউন্ড কোনো একটি রং বা একাধিক রঙের মিশ্রণেই হোক না কেন। তবে ব্যাকগ্রাউন্ডগুলো আপনার কনটেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
স্টোরির ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তন করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি খুলুন।
২. স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপরের বাম দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন অথবা স্ক্রিনটি ডান দিক থেকে সোয়াইপ করুন বা টানুন।
৩. এখন কোনো ছবি নির্বাচন করুন বা নতুন ছবি তুলুন।
৪. এরপর ডান পাশে কোনায় থাকা তিন ডট (...) বাটনে ট্যাপ করুন। ফলে ছোট একটি মেনু চালু হবে।
৫. মেনু থেকে ‘ড্র’ বাটনে ট্যাপ করুন।
৬. নিচের দিকে কতগুলো রঙের অপশন দেখাবে। সেখান থেকে পছন্দমতো রং নির্বাচন করুন।
অথবা ছবির কোনো রং নির্বাচন করতে নিচের ড্রপার আইকোনে ট্যাপ করুন এবং ছবির যেকোনো অংশের ওপর চাপ দিয়ে ধরে রাখুন।
৭. রং নির্বাচন হওয়ার পর ছবির ওপরে ট্যাপ করলে পুরো ব্যাকগ্রাউন্ডে সেই রং দেখা যাবে।
৮. এরপর ওপরের ডান পাশে থাকা টিক চিহ্নতে ট্যাপ করুন। এরপর পছন্দের মতো স্টিকার ও টেক্সট যুক্ত করুন। যদি ওই ব্যাকগ্রাউন্ডের ওপর কোনো ছবি যুক্ত করতে চান তাহলে স্টিকার আইকোনে ট্যাপ করুন ও ফটো অপশন খুঁজে বের করুন। এই অপশনে ট্যাপ করে গ্যালারি থেকে ছবি যুক্ত করতে পারবেন।
স্টোরি এডিট শেষ হলে নিচের ডান দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন ও শেয়ার করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
২ মিনিট আগেমার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চানের উদ্যোগে ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় প্রতিষ্ঠিত ‘দ্য প্রাইমারি স্কুল’ বন্ধ হয়ে যাচ্ছে আগামী বছরে। কম আয়ের পরিবারের শিশুদের জন্য অবৈতনিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। এটি ছিল তাদের দাতব্য সংস্থা চ্যান-জাকারবার্গ ইনিশিয়েটিভ (সিজেআই)-এর একটি উদ্যোগ।
৪১ মিনিট আগেইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
৪ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৫ ঘণ্টা আগে