ইনস্টাগ্রাম স্টোরি অনেক সৃজনশীলভাবে পোস্ট করা যায়। স্টোরিতে ছবি, লিংক, স্টিকার এমনকি মিউজিকও যোগ করার সুযোগ রয়েছে। তবে স্টোরি কনটেন্টের জন্য একটি খালি ক্যানভাসের প্রয়োজন হলে কীভাবে ইনস্টাগ্রাম স্টোরির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়, তা জানতে হবে। এটি খুবই সহজ একটি প্রক্রিয়া।
স্টোরির ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তন কেন করবেন
ইনস্টাগ্রাম স্টোরিকে আকর্ষণীয় দেখাতে চাইলে ব্যাকগ্রাউন্ডের রং বদলাতে পারেন। ব্র্যান্ডের থিম অনুযায়ী ব্যাকগ্রাউন্ড রং দিয়ে স্টোরি প্রকাশের মাধ্যমে ছবিগুলো আরও দৃষ্টিনন্দন হয়। অনুসারীদের বেশি নজর কাড়ে এ ধরনের স্টোরি। ফলে অ্যাকাউন্টে এনগেজমেন্টও বাড়ে।
এ ছাড়া একই ধরনের স্টোরির প্যাটার্ন দেখতে ফোয়ারা বিরক্ত হতে পারে। তাই দ্রুত সোয়াইপ করতে পারে। নিত্যনতুন ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তনের মাধ্যমে স্টোরি দেখতে সবাই আগ্রহী হবে। সেই ব্যাকগ্রাউন্ড কোনো একটি রং বা একাধিক রঙের মিশ্রণেই হোক না কেন। তবে ব্যাকগ্রাউন্ডগুলো আপনার কনটেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
স্টোরির ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তন করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি খুলুন।
২. স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপরের বাম দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন অথবা স্ক্রিনটি ডান দিক থেকে সোয়াইপ করুন বা টানুন।
৩. এখন কোনো ছবি নির্বাচন করুন বা নতুন ছবি তুলুন।
৪. এরপর ডান পাশে কোনায় থাকা তিন ডট (...) বাটনে ট্যাপ করুন। ফলে ছোট একটি মেনু চালু হবে।
৫. মেনু থেকে ‘ড্র’ বাটনে ট্যাপ করুন।
৬. নিচের দিকে কতগুলো রঙের অপশন দেখাবে। সেখান থেকে পছন্দমতো রং নির্বাচন করুন।
অথবা ছবির কোনো রং নির্বাচন করতে নিচের ড্রপার আইকোনে ট্যাপ করুন এবং ছবির যেকোনো অংশের ওপর চাপ দিয়ে ধরে রাখুন।
৭. রং নির্বাচন হওয়ার পর ছবির ওপরে ট্যাপ করলে পুরো ব্যাকগ্রাউন্ডে সেই রং দেখা যাবে।
৮. এরপর ওপরের ডান পাশে থাকা টিক চিহ্নতে ট্যাপ করুন। এরপর পছন্দের মতো স্টিকার ও টেক্সট যুক্ত করুন। যদি ওই ব্যাকগ্রাউন্ডের ওপর কোনো ছবি যুক্ত করতে চান তাহলে স্টিকার আইকোনে ট্যাপ করুন ও ফটো অপশন খুঁজে বের করুন। এই অপশনে ট্যাপ করে গ্যালারি থেকে ছবি যুক্ত করতে পারবেন।
স্টোরি এডিট শেষ হলে নিচের ডান দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন ও শেয়ার করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
ইনস্টাগ্রাম স্টোরি অনেক সৃজনশীলভাবে পোস্ট করা যায়। স্টোরিতে ছবি, লিংক, স্টিকার এমনকি মিউজিকও যোগ করার সুযোগ রয়েছে। তবে স্টোরি কনটেন্টের জন্য একটি খালি ক্যানভাসের প্রয়োজন হলে কীভাবে ইনস্টাগ্রাম স্টোরির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়, তা জানতে হবে। এটি খুবই সহজ একটি প্রক্রিয়া।
স্টোরির ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তন কেন করবেন
ইনস্টাগ্রাম স্টোরিকে আকর্ষণীয় দেখাতে চাইলে ব্যাকগ্রাউন্ডের রং বদলাতে পারেন। ব্র্যান্ডের থিম অনুযায়ী ব্যাকগ্রাউন্ড রং দিয়ে স্টোরি প্রকাশের মাধ্যমে ছবিগুলো আরও দৃষ্টিনন্দন হয়। অনুসারীদের বেশি নজর কাড়ে এ ধরনের স্টোরি। ফলে অ্যাকাউন্টে এনগেজমেন্টও বাড়ে।
এ ছাড়া একই ধরনের স্টোরির প্যাটার্ন দেখতে ফোয়ারা বিরক্ত হতে পারে। তাই দ্রুত সোয়াইপ করতে পারে। নিত্যনতুন ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তনের মাধ্যমে স্টোরি দেখতে সবাই আগ্রহী হবে। সেই ব্যাকগ্রাউন্ড কোনো একটি রং বা একাধিক রঙের মিশ্রণেই হোক না কেন। তবে ব্যাকগ্রাউন্ডগুলো আপনার কনটেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
স্টোরির ব্যাকগ্রাউন্ড রং পরিবর্তন করবেন যেভাবে
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটি খুলুন।
২. স্টোরি তৈরি করার জন্য স্ক্রিনের ওপরের বাম দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন অথবা স্ক্রিনটি ডান দিক থেকে সোয়াইপ করুন বা টানুন।
৩. এখন কোনো ছবি নির্বাচন করুন বা নতুন ছবি তুলুন।
৪. এরপর ডান পাশে কোনায় থাকা তিন ডট (...) বাটনে ট্যাপ করুন। ফলে ছোট একটি মেনু চালু হবে।
৫. মেনু থেকে ‘ড্র’ বাটনে ট্যাপ করুন।
৬. নিচের দিকে কতগুলো রঙের অপশন দেখাবে। সেখান থেকে পছন্দমতো রং নির্বাচন করুন।
অথবা ছবির কোনো রং নির্বাচন করতে নিচের ড্রপার আইকোনে ট্যাপ করুন এবং ছবির যেকোনো অংশের ওপর চাপ দিয়ে ধরে রাখুন।
৭. রং নির্বাচন হওয়ার পর ছবির ওপরে ট্যাপ করলে পুরো ব্যাকগ্রাউন্ডে সেই রং দেখা যাবে।
৮. এরপর ওপরের ডান পাশে থাকা টিক চিহ্নতে ট্যাপ করুন। এরপর পছন্দের মতো স্টিকার ও টেক্সট যুক্ত করুন। যদি ওই ব্যাকগ্রাউন্ডের ওপর কোনো ছবি যুক্ত করতে চান তাহলে স্টিকার আইকোনে ট্যাপ করুন ও ফটো অপশন খুঁজে বের করুন। এই অপশনে ট্যাপ করে গ্যালারি থেকে ছবি যুক্ত করতে পারবেন।
স্টোরি এডিট শেষ হলে নিচের ডান দিকে থাকা তীর চিহ্নে ট্যাপ করুন ও শেয়ার করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১২ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৫ ঘণ্টা আগে