হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট তৈরির পরিকল্পনা করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানায়, হিউম্যানয়েড রোবট তৈরির জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে ওপেনএআই-এর কর্মীরা।
বর্তমানে অল্প কিছু কোম্পানি হিউম্যানয়েড রোবট তৈরি করছে। কোম্পানিগুলো এসব রোবট প্রধানত দুটি কারণে তৈরি করছে। প্রথমটি হলো—বড় বড় ওয়্যারহাউজ বা গুদামকে আরও কার্যকরী করা, যেখানে রোবটগুলো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে করবে। অন্যদিকে দ্বিতীয় ব্যবহারের ক্ষেত্রটি হলো—গৃহস্থালির বিভিন্ন কাজে সাহায্য করা। তবে ওপনেএআই এই রোবট কোন উদ্দেশ্য তৈরি করবে তা এখনো স্পষ্ট নয়।
বিভিন্ন রোবট তৈরির স্টার্টআপে বিনিয়োগ করেছে ওপেনএআই। গত ফেব্রুয়ারিতে স্টার্টআপ ফিগার এআই–কে ৬২৫ মিলিয়ন ডলার নতুন বিনিয়োগ উত্তোলনে সাহায্য করেছে কোম্পানিটি। এই অর্থায়ন বা ফান্ডিং রাউন্ডে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়ায় ২ দশমিক ৬ বিলিয়ন ডলার।
এই স্টার্টআপটির নতুন হিউম্যানয়েড রোবট—‘ফিগার ০২ ’। এটি ওপেনএআইয়ের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহার করে গুদাম কর্মীদের ভয়েস কমান্ড প্রক্রিয়াকরণ করতে পারে। চলতি বছরের শুরুতে বিএমডব্লিউ তাদের একটি গাড়ি কারখানায় রোবোটটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করে, যেখানে রোবটটি ধাতু যন্ত্রাংশ স্থানান্তর করতে পারে।
এ ছাড়া ১ এক্স নামক একটি নরওয়ে ভিত্তিক কোম্পানিতেও বিনিয়োগ করেছে ওপেনএআই। এই কোম্পানিটি ‘ফিগার ০২’–এর প্রতিদ্বন্দ্বী। ১ এক্স একটি হিউম্যানয়েড রোবট তৈরি করেছে, যার নাম ‘ইভিই’। রোবটটি দুটি চাকা দিয়ে ঘণ্টায় ৯ দশমিক ৮ মাইল গতিতে চলতে পারে। বর্তমানে আরেকটি রোবটের নিয়ে কাজ করছে এই কোম্পানি, যা গ্রাহকদের সাধারণ কাজের জন্য ডিজাইন করা হয়েছে। নতুন রোবটটি ধীর গতিতে চললেও এটি আরও বিস্তৃত কাজ সম্পাদন করতে পারে।
হিউম্যানয়েড রোবট তৈরির জন্য ১ এক্স বা ফিগার এআই–এর মতো স্টার্টআপগুলোর সহযোগিতা নিতে পারে ওপেনএআই। চ্যাটজিপিটির ডেভেলপার হিসেবে হিউমানোইড রোবট খাতে বিনিয়োগ করেছে ওপেনএআই, যা তাদের ডিজাইন পার্টনার খুঁজে পেতে সাহায্য করতে পারে। অন্যথায়, ওপেনএআই তাদের নতুন করে উত্তোলন করা ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার অর্থায়ন রাউন্ডের একটি অংশ ব্যবহার করে এই খাতের প্রতিষ্ঠিত কোনো কোম্পানিকে কেনারও সিদ্ধান্ত নিতে পারে।
রোবোটিক্সের ক্ষেত্রে ওপেনএআইয়ের যথেষ্ট জ্ঞান রয়েছে। ২০২১ সাল পর্যন্ত স্বয়ংক্রিয় যন্ত্রপাতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি করতে একটি ইউনিট পরিচালনা করেছিল কোম্পানিটি। এই ইউনিটটি বন্ধ হওয়ার আগে বেশ কয়েকটি গবেষণায় উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছিল। এমন এক গবেষণায় একটি রুবিকস কিউব সমাধান করতে রোবটিক আর্ম (ছবি) প্রশিক্ষণ দিয়েছিলেন ওপেনএআই-এর গবেষকেরা। কোম্পানিটি ‘রোবোস্কুল’ নামের আরও একটি ওপেনসোর্স প্রোগ্রাম তৈরি করেছে, যা রোবটের অনবোর্ড কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার প্রশিক্ষণ দিতে ব্যবহৃত বিভিন্ন সিমুলেশন টুলসের সংগ্রহ। এসব সিমুলেশনের মধ্যে কিছু সিমুলেশন হিউম্যানয়েড রোবট উন্নয়নের দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে।
সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওপেনএআই ব্রডকম ও তাইওয়ান সেমিকনডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির সহযোগিতায় একটি ইনফারেন্স প্রসেসর তৈরি করবে। তাত্ত্বিকভাবে, ওপেনএআই এই অংশীদারত্বগুলো ব্যবহার করে আরেকটি কাস্টম চিপ তৈরি করতে পারে, যা তার হিউম্যানয়েড রোবটের অনবোর্ড কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার চালাতে সাহায্য করবে।
হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট তৈরির পরিকল্পনা করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানায়, হিউম্যানয়েড রোবট তৈরির জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে ওপেনএআই-এর কর্মীরা।
বর্তমানে অল্প কিছু কোম্পানি হিউম্যানয়েড রোবট তৈরি করছে। কোম্পানিগুলো এসব রোবট প্রধানত দুটি কারণে তৈরি করছে। প্রথমটি হলো—বড় বড় ওয়্যারহাউজ বা গুদামকে আরও কার্যকরী করা, যেখানে রোবটগুলো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার মতো কাজ স্বয়ংক্রিয়ভাবে করবে। অন্যদিকে দ্বিতীয় ব্যবহারের ক্ষেত্রটি হলো—গৃহস্থালির বিভিন্ন কাজে সাহায্য করা। তবে ওপনেএআই এই রোবট কোন উদ্দেশ্য তৈরি করবে তা এখনো স্পষ্ট নয়।
বিভিন্ন রোবট তৈরির স্টার্টআপে বিনিয়োগ করেছে ওপেনএআই। গত ফেব্রুয়ারিতে স্টার্টআপ ফিগার এআই–কে ৬২৫ মিলিয়ন ডলার নতুন বিনিয়োগ উত্তোলনে সাহায্য করেছে কোম্পানিটি। এই অর্থায়ন বা ফান্ডিং রাউন্ডে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়ায় ২ দশমিক ৬ বিলিয়ন ডলার।
এই স্টার্টআপটির নতুন হিউম্যানয়েড রোবট—‘ফিগার ০২ ’। এটি ওপেনএআইয়ের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ব্যবহার করে গুদাম কর্মীদের ভয়েস কমান্ড প্রক্রিয়াকরণ করতে পারে। চলতি বছরের শুরুতে বিএমডব্লিউ তাদের একটি গাড়ি কারখানায় রোবোটটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করে, যেখানে রোবটটি ধাতু যন্ত্রাংশ স্থানান্তর করতে পারে।
এ ছাড়া ১ এক্স নামক একটি নরওয়ে ভিত্তিক কোম্পানিতেও বিনিয়োগ করেছে ওপেনএআই। এই কোম্পানিটি ‘ফিগার ০২’–এর প্রতিদ্বন্দ্বী। ১ এক্স একটি হিউম্যানয়েড রোবট তৈরি করেছে, যার নাম ‘ইভিই’। রোবটটি দুটি চাকা দিয়ে ঘণ্টায় ৯ দশমিক ৮ মাইল গতিতে চলতে পারে। বর্তমানে আরেকটি রোবটের নিয়ে কাজ করছে এই কোম্পানি, যা গ্রাহকদের সাধারণ কাজের জন্য ডিজাইন করা হয়েছে। নতুন রোবটটি ধীর গতিতে চললেও এটি আরও বিস্তৃত কাজ সম্পাদন করতে পারে।
হিউম্যানয়েড রোবট তৈরির জন্য ১ এক্স বা ফিগার এআই–এর মতো স্টার্টআপগুলোর সহযোগিতা নিতে পারে ওপেনএআই। চ্যাটজিপিটির ডেভেলপার হিসেবে হিউমানোইড রোবট খাতে বিনিয়োগ করেছে ওপেনএআই, যা তাদের ডিজাইন পার্টনার খুঁজে পেতে সাহায্য করতে পারে। অন্যথায়, ওপেনএআই তাদের নতুন করে উত্তোলন করা ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার অর্থায়ন রাউন্ডের একটি অংশ ব্যবহার করে এই খাতের প্রতিষ্ঠিত কোনো কোম্পানিকে কেনারও সিদ্ধান্ত নিতে পারে।
রোবোটিক্সের ক্ষেত্রে ওপেনএআইয়ের যথেষ্ট জ্ঞান রয়েছে। ২০২১ সাল পর্যন্ত স্বয়ংক্রিয় যন্ত্রপাতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরি করতে একটি ইউনিট পরিচালনা করেছিল কোম্পানিটি। এই ইউনিটটি বন্ধ হওয়ার আগে বেশ কয়েকটি গবেষণায় উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছিল। এমন এক গবেষণায় একটি রুবিকস কিউব সমাধান করতে রোবটিক আর্ম (ছবি) প্রশিক্ষণ দিয়েছিলেন ওপেনএআই-এর গবেষকেরা। কোম্পানিটি ‘রোবোস্কুল’ নামের আরও একটি ওপেনসোর্স প্রোগ্রাম তৈরি করেছে, যা রোবটের অনবোর্ড কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার প্রশিক্ষণ দিতে ব্যবহৃত বিভিন্ন সিমুলেশন টুলসের সংগ্রহ। এসব সিমুলেশনের মধ্যে কিছু সিমুলেশন হিউম্যানয়েড রোবট উন্নয়নের দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে।
সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওপেনএআই ব্রডকম ও তাইওয়ান সেমিকনডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির সহযোগিতায় একটি ইনফারেন্স প্রসেসর তৈরি করবে। তাত্ত্বিকভাবে, ওপেনএআই এই অংশীদারত্বগুলো ব্যবহার করে আরেকটি কাস্টম চিপ তৈরি করতে পারে, যা তার হিউম্যানয়েড রোবটের অনবোর্ড কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার চালাতে সাহায্য করবে।
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে