সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টিকটকে থার্ড পার্টি প্ল্যাটফর্মের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই টুল দিয়ে তৈরি কনটেন্ট ছড়িয়ে পড়ছে। এসব ছবি ও ভিডিও অডিয়েন্সের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এজন্য অন্য কোনো প্ল্যাটফর্মের এআই জেনারটেড কনটেন্টে স্বয়ংক্রিয়ভাবে লেবেল যুক্ত করবে টিকটক।
এক বছরের বেশি সময় ধরে নিজস্ব এআই টুল দিয়ে কনটেন্ট লেবেল করছে টিকটক। একই কাজ অন্যরাও করছে। তবে থার্ড পার্টি প্ল্যাটফর্ম দিয়ে তৈরি এআই কনটেন্টকে স্বয়ংক্রিয়ভাবে লেবেল করার কাজটি সামাজিক নেটওয়ার্ক হিসেবে টিকটকই প্রথম শুরু করছে।
প্ল্যাটফর্মটির এক ঘোষণায় বলা হয়, এই লেবেলিংয়ের কাজের জন্য কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভিন্যান্স অ্যান্ড অথেনসিটি (সি ২ পিএ) এর কনটেন্ট ক্রেডেনশিয়াল প্রযুক্তি ব্যবহার করা হবে। এর কাজ হলো- এআই কনটেন্টে মেটাডেটা অর্থাৎ কনটেন্ট কোন প্ল্যাটফর্মে তৈরি হয়েছে, কখন তৈরি হয়েছে, কবে এডিট করা হয়েছে ও ফাইলের সাইজ কতটুকু ইত্যাদি তথ্য যুক্ত করা। ফলে টিকটক সহজেই থার্ড পার্টি এআই কনটেন্ট চিহ্নিত করে লেবেল যুক্ত করতে পারবে। এই প্রক্রিয়ায় ওপেনএআইয়ের ডাল–ই ৩ এর মতো এআইভিত্তিক প্ল্যাটফর্মগুলোর কনটেন্টও চিহ্নিত করা হবে।
থার্ড পার্টি অ্যাপের এআই টুল দিয়ে তৈরি ভিডিও ও ছবিতে ইতিমধ্যেই লেবেল যুক্ত শুরু করছে টিকটক। শিগগিরই অডিও কনটেন্টেও এই লেবেল যুক্ত করবে প্ল্যাটফর্মটি। এআই দিয়ে তৈরি কনটেন্টের ইউজারনেমের নিচে ‘এআই জেনারেটেড’ লেবেল যুক্ত হবে।
তবে লেবেল ধীরে ধীরে যুক্ত হবে। কারণ কনটেন্ট ক্রেডেনশিয়ালের মাধ্যমে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও শনাক্ত করতে সময় লাগবে। অন্যান্য প্ল্যাটফর্মও এই প্রযুক্তি ব্যবহার করা শুরু করছে।
টিকটকের ছবি ও ভিডিওতেও কনটেন্ট ক্রেডেনশিয়াল যুক্ত হবে। ফলে এগুলো ডাউনলোড করার পরও মেটাডেটা যুক্ত থাকবে। টিকটকের ভিডিও ও ছবি অন্য প্ল্যাটফর্মে আপলোড করা হলে সেই প্ল্যাটফর্ম সি২ পিএ টুল ব্যবহার করে এআই কনটেন্ট ভ্যারিফাই করতে পারবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টিকটকে থার্ড পার্টি প্ল্যাটফর্মের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই টুল দিয়ে তৈরি কনটেন্ট ছড়িয়ে পড়ছে। এসব ছবি ও ভিডিও অডিয়েন্সের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এজন্য অন্য কোনো প্ল্যাটফর্মের এআই জেনারটেড কনটেন্টে স্বয়ংক্রিয়ভাবে লেবেল যুক্ত করবে টিকটক।
এক বছরের বেশি সময় ধরে নিজস্ব এআই টুল দিয়ে কনটেন্ট লেবেল করছে টিকটক। একই কাজ অন্যরাও করছে। তবে থার্ড পার্টি প্ল্যাটফর্ম দিয়ে তৈরি এআই কনটেন্টকে স্বয়ংক্রিয়ভাবে লেবেল করার কাজটি সামাজিক নেটওয়ার্ক হিসেবে টিকটকই প্রথম শুরু করছে।
প্ল্যাটফর্মটির এক ঘোষণায় বলা হয়, এই লেবেলিংয়ের কাজের জন্য কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভিন্যান্স অ্যান্ড অথেনসিটি (সি ২ পিএ) এর কনটেন্ট ক্রেডেনশিয়াল প্রযুক্তি ব্যবহার করা হবে। এর কাজ হলো- এআই কনটেন্টে মেটাডেটা অর্থাৎ কনটেন্ট কোন প্ল্যাটফর্মে তৈরি হয়েছে, কখন তৈরি হয়েছে, কবে এডিট করা হয়েছে ও ফাইলের সাইজ কতটুকু ইত্যাদি তথ্য যুক্ত করা। ফলে টিকটক সহজেই থার্ড পার্টি এআই কনটেন্ট চিহ্নিত করে লেবেল যুক্ত করতে পারবে। এই প্রক্রিয়ায় ওপেনএআইয়ের ডাল–ই ৩ এর মতো এআইভিত্তিক প্ল্যাটফর্মগুলোর কনটেন্টও চিহ্নিত করা হবে।
থার্ড পার্টি অ্যাপের এআই টুল দিয়ে তৈরি ভিডিও ও ছবিতে ইতিমধ্যেই লেবেল যুক্ত শুরু করছে টিকটক। শিগগিরই অডিও কনটেন্টেও এই লেবেল যুক্ত করবে প্ল্যাটফর্মটি। এআই দিয়ে তৈরি কনটেন্টের ইউজারনেমের নিচে ‘এআই জেনারেটেড’ লেবেল যুক্ত হবে।
তবে লেবেল ধীরে ধীরে যুক্ত হবে। কারণ কনটেন্ট ক্রেডেনশিয়ালের মাধ্যমে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও শনাক্ত করতে সময় লাগবে। অন্যান্য প্ল্যাটফর্মও এই প্রযুক্তি ব্যবহার করা শুরু করছে।
টিকটকের ছবি ও ভিডিওতেও কনটেন্ট ক্রেডেনশিয়াল যুক্ত হবে। ফলে এগুলো ডাউনলোড করার পরও মেটাডেটা যুক্ত থাকবে। টিকটকের ভিডিও ও ছবি অন্য প্ল্যাটফর্মে আপলোড করা হলে সেই প্ল্যাটফর্ম সি২ পিএ টুল ব্যবহার করে এআই কনটেন্ট ভ্যারিফাই করতে পারবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
আগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৪ মিনিট আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
১ ঘণ্টা আগেমার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চানের উদ্যোগে ক্যালিফোর্নিয়ার বে এরিয়ায় প্রতিষ্ঠিত ‘দ্য প্রাইমারি স্কুল’ বন্ধ হয়ে যাচ্ছে আগামী বছরে। কম আয়ের পরিবারের শিশুদের জন্য অবৈতনিক স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে। এটি ছিল তাদের দাতব্য সংস্থা চ্যান-জাকারবার্গ ইনিশিয়েটিভ (সিজেআই)-এর একটি উদ্যোগ।
২ ঘণ্টা আগেইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
৫ ঘণ্টা আগে