Ajker Patrika

বিভ্রান্তি ঠেকাতে থার্ড পার্টি এআই কনটেন্টেও লেবেল যুক্ত করছে টিকটক

আপডেট : ১১ মে ২০২৪, ১১: ৫৫
বিভ্রান্তি ঠেকাতে থার্ড পার্টি এআই কনটেন্টেও লেবেল যুক্ত করছে টিকটক

সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টিকটকে থার্ড পার্টি প্ল্যাটফর্মের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই টুল দিয়ে তৈরি কনটেন্ট ছড়িয়ে পড়ছে। এসব ছবি ও ভিডিও অডিয়েন্সের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এজন্য অন্য কোনো প্ল্যাটফর্মের এআই জেনারটেড কনটেন্টে স্বয়ংক্রিয়ভাবে লেবেল যুক্ত করবে টিকটক। 

এক বছরের বেশি সময় ধরে নিজস্ব এআই টুল দিয়ে কনটেন্ট লেবেল করছে টিকটক। একই কাজ অন্যরাও করছে। তবে থার্ড পার্টি প্ল্যাটফর্ম দিয়ে তৈরি এআই কনটেন্টকে স্বয়ংক্রিয়ভাবে লেবেল করার কাজটি সামাজিক নেটওয়ার্ক হিসেবে টিকটকই প্রথম শুরু করছে।

প্ল্যাটফর্মটির এক ঘোষণায় বলা হয়, এই লেবেলিংয়ের কাজের জন্য কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভিন্যান্স অ্যান্ড অথেনসিটি (সি ২ পিএ) এর কনটেন্ট ক্রেডেনশিয়াল প্রযুক্তি ব্যবহার করা হবে। এর কাজ হলো- এআই কনটেন্টে মেটাডেটা অর্থাৎ কনটেন্ট কোন প্ল্যাটফর্মে তৈরি হয়েছে, কখন তৈরি হয়েছে, কবে এডিট করা হয়েছে ও ফাইলের সাইজ কতটুকু ইত্যাদি তথ্য যুক্ত করা। ফলে টিকটক সহজেই থার্ড পার্টি এআই কনটেন্ট চিহ্নিত করে লেবেল যুক্ত করতে পারবে। এই প্রক্রিয়ায় ওপেনএআইয়ের ডাল–ই ৩ এর মতো এআইভিত্তিক প্ল্যাটফর্মগুলোর কনটেন্টও চিহ্নিত করা হবে। 

কনটেন্ট ক্রেডেনশিয়াল প্রযুক্তির মাধ্যমে লেবেল যুক্ত করবে টিকটকথার্ড পার্টি অ্যাপের এআই টুল দিয়ে তৈরি ভিডিও ও ছবিতে ইতিমধ্যেই লেবেল যুক্ত শুরু করছে টিকটক। শিগগিরই অডিও কনটেন্টেও এই লেবেল যুক্ত করবে প্ল্যাটফর্মটি। এআই দিয়ে তৈরি কনটেন্টের ইউজারনেমের নিচে ‘এআই জেনারেটেড’ লেবেল যুক্ত হবে। 

তবে লেবেল ধীরে ধীরে যুক্ত হবে। কারণ কনটেন্ট ক্রেডেনশিয়ালের মাধ্যমে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও শনাক্ত করতে সময় লাগবে। অন্যান্য প্ল্যাটফর্মও এই প্রযুক্তি ব্যবহার করা শুরু করছে। 

টিকটকের ছবি ও ভিডিওতেও কনটেন্ট ক্রেডেনশিয়াল যুক্ত হবে। ফলে এগুলো ডাউনলোড করার পরও মেটাডেটা যুক্ত থাকবে। টিকটকের ভিডিও ও ছবি অন্য প্ল্যাটফর্মে আপলোড করা হলে সেই প্ল্যাটফর্ম সি২ পিএ টুল ব্যবহার করে এআই কনটেন্ট ভ্যারিফাই করতে পারবে।

তথ্যসূত্র: ম্যাকরিউমার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত