অ্যান্ড্রয়েডভিত্তিক নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস নিয়ে আসার ঘোষণা দিল শাওমি। কোম্পানির সিইও লি জুন বলেন, এই সিস্টেম শাওমির নতুন ১৪ সিরিজের স্মার্টফোনে প্রথম পাওয়া যাবে এবং পরবর্তীতে অন্যান্য ডিভাইসের জন্য ছাড়া হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এক্স (টুইটার) লি জুন প্ল্যাটফর্মে বলেন, কয়েক বছরের শ্রমের ফসল হল শাওমির হাইপারওস। শুধু স্মার্টফোনগুলোর সিস্টেমকে সমর্থন দেবে না, ধীরে ধীরে কোম্পানির পুরো ইকোসিস্টেম এর আওতায় আসবে।
শাওমি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আলভিন বলেন, নতুন অপারেটিং সিস্টেমটি ফোন ও ট্যাবের মিউআইইইআইকে প্রতিস্থাপন করবে। এর মাধ্যমে স্মার্টফোনে হাইপার পারফরমেন্স, ফ্লুয়েডিটি ও যোগাযোগের নতুন যুগের সূচনা হবে।
আলভিন নিশ্চিত করেন, হাইপারওএস শুধুমাত্র চীনের জন্য ছাড়া হবে না পুরো বিশ্বে এটি পাওয়া যাবে। ২০২৪ বছরজুড়ে এটি বিভিন্ন ডিভাইসের জন্য ছাড়া হবে।
তবে সিসেস্টমটি শুধু মিউআইইইআই–এর রিব্র্যান্ডিং নাকি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের নতুন একটি মোড়ক তা স্পষ্ট নয়। যদিও কোম্পানি থেকে বলা হয়েছে, এটি পুরো নতুন একটি অপারেটিং সিস্টেম। হাইপারওস অ্যান্ড্রয়েড ১৪ এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০১০ সালে অ্যান্ড্রয়েড ভিত্তিক মিউআইইইআই নিয়ে আসে শাওমি। সিস্টেমটির সর্বশেষ ভার্সন হল মিউআইইইআই ১৪ , যা গত বছরের ডিসেম্বরে উন্মোচন করা হয়। বর্তমানে মিউআইইইআই এর ৫ হাজার ৬৪০ লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
অ্যান্ড্রয়েডভিত্তিক নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস নিয়ে আসার ঘোষণা দিল শাওমি। কোম্পানির সিইও লি জুন বলেন, এই সিস্টেম শাওমির নতুন ১৪ সিরিজের স্মার্টফোনে প্রথম পাওয়া যাবে এবং পরবর্তীতে অন্যান্য ডিভাইসের জন্য ছাড়া হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এক্স (টুইটার) লি জুন প্ল্যাটফর্মে বলেন, কয়েক বছরের শ্রমের ফসল হল শাওমির হাইপারওস। শুধু স্মার্টফোনগুলোর সিস্টেমকে সমর্থন দেবে না, ধীরে ধীরে কোম্পানির পুরো ইকোসিস্টেম এর আওতায় আসবে।
শাওমি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আলভিন বলেন, নতুন অপারেটিং সিস্টেমটি ফোন ও ট্যাবের মিউআইইইআইকে প্রতিস্থাপন করবে। এর মাধ্যমে স্মার্টফোনে হাইপার পারফরমেন্স, ফ্লুয়েডিটি ও যোগাযোগের নতুন যুগের সূচনা হবে।
আলভিন নিশ্চিত করেন, হাইপারওএস শুধুমাত্র চীনের জন্য ছাড়া হবে না পুরো বিশ্বে এটি পাওয়া যাবে। ২০২৪ বছরজুড়ে এটি বিভিন্ন ডিভাইসের জন্য ছাড়া হবে।
তবে সিসেস্টমটি শুধু মিউআইইইআই–এর রিব্র্যান্ডিং নাকি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের নতুন একটি মোড়ক তা স্পষ্ট নয়। যদিও কোম্পানি থেকে বলা হয়েছে, এটি পুরো নতুন একটি অপারেটিং সিস্টেম। হাইপারওস অ্যান্ড্রয়েড ১৪ এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০১০ সালে অ্যান্ড্রয়েড ভিত্তিক মিউআইইইআই নিয়ে আসে শাওমি। সিস্টেমটির সর্বশেষ ভার্সন হল মিউআইইইআই ১৪ , যা গত বছরের ডিসেম্বরে উন্মোচন করা হয়। বর্তমানে মিউআইইইআই এর ৫ হাজার ৬৪০ লাখ সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত পাঁচ মাসে ১ কোটি ১০ লাখ ব্যবহারকারী হারিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এর ফলে ইউরোপে প্ল্যাটফর্মটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন মাস্কের অধিগ্রহণের আগের সময়ের চেয়ে অনেক কম।
২ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। বিশেষ করে ফেসবুক মেসেঞ্জারের গ্রুপ চ্যাট আমাদের পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে। তবে মেসেঞ্জার গ্রুপকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য একাধিক অ্যাডমিন থাকা প্রয়োজন। অ্যাডমিনরা গ্রুপের সদস্য নিয়ন্ত্রণ, সেটিংস
৪ ঘণ্টা আগেবাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৮ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৮ ঘণ্টা আগে