আজকের পত্রিকা ডেস্ক
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
গুগল মেসেজেসে স্ক্যাম ডিটেকশন ফিচার
গুগল মেসেজেসের নতুন স্ক্যাম ডিটেকশন ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে। মেসেজে প্রতারকেরা যে ধরনের টেক্সট ব্যবহার করে, সেগুলো শনাক্ত করতে পারে এই ফিচার। গুগল মেসেজেসে কোনো সন্দেহজনক স্ক্যাম বার্তা এলে সতর্কতা হিসেবে ব্যবহারকারীরা ‘লাইকলি স্ক্যাম’ নামের একটি বার্তা দেখতে পাবেন। এরপর ব্যবহারকারীদের দুটি অপশন দেখানো হবে—‘নট এ স্ক্যাম’ ও ‘রিপোর্ট অ্যান্ড ব্লক’।
কোম্পানি জানিয়েছে, নতুন স্ক্যাম ডিটেকশন ফিচারটি গুগল মেসেজেসে এআই ব্যবহার করে মেসেজগুলোর মধ্যে প্রতারণা শনাক্ত করতে পারবে এবং ব্যবহারকারীদের রিয়েল টাইম সতর্কতা দেবে। আর এই শনাক্তকরণ প্রক্রিয়া ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করে ফোনের ভেতরে করা হবে।
গুগল জানিয়েছে, এই ফিচার বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে প্রতারকেরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে। মেসেজগুলো শনাক্ত করার পুরো প্রক্রিয়াটি ব্যবহারকারীর ফোনের মধ্যে হবে। ফলে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা যায়।
লাইভ লোকেশন শেয়ারিং
ফাইন্ড মাই ডিভাইস অ্যাপে এখন নতুন ‘লাইভ লোকেশন’ ফিচার নিয়ে আসছে গুগল, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। অ্যাপলের ফাইন্ড মাই অ্যাপের মতো ব্যবহারকারীদের লোকেশন একটি ম্যাপে দেখাবে ফিচারটি। ব্যবহারকারীরা তাঁদের লোকেশন শেয়ার করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্বাচন করতে পারবেন—যেমন ১ ঘণ্টা, ১ দিন, কাস্টম সময়কাল অথবা অনির্দিষ্টকাল।
এ ছাড়া যাঁরা তাঁদের লোকেশন শেয়ার করবেন, তাঁদের ফোনের ব্যাটারি লেভেলও দেখা যাবে।
ক্রোমের নতুন দাম ট্র্যাকিং ফিচার
ব্যবহারকারীদের শপিং করতে সাহায্য করবে ক্রোমের নতুন এই ফিচার। এটি শপিং সাইটে বিভিন্ন পণ্যের দাম ট্র্যাক করতে পারে। ফলে কোনো পণ্যের দাম কমলে ব্যবহারকারীরা ক্রোমের অ্যাড্রেস বারে একটি নতুন আইকনের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। সেখানে সেই পণ্যের দামের ইতিহাস দেখাবে।
অ্যান্ড্রয়েড অটোতে নতুন গেম
গুগল অ্যান্ড্রয়েড অটোতে নতুন গেম নিয়ে এসেছে, যা গাড়ি পার্ক করা অবস্থায় খেলতে পারবেন ব্যবহারকারীরা। এই গেমগুলোর মধ্যে রয়েছে ‘ফার্ম হিরোস সাগা, ‘ক্যান্ডি ক্রাশ সোডা সাগা’, ‘অ্যাংরি বার্ডস ২ ’ ও ‘বিচ বাগি রেসিং’। তবে এই গেমগুলো যখন গাড়ি পার্ক করা থাকবে, শুধু তখন খেলা যাবে, যাতে চলন্ত অবস্থায় ব্যবহারকারীরা বিভ্রান্ত না হন।
নতুন ফিচারগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আগামী সপ্তাহের মধ্যে চালু হবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ নতুন চারটি ফিচার চালু করল গুগল। প্রতারণামূলক বা স্ক্যাম বার্তা থেকে ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ফিচারগুলো নিরাপদে লোকেশন শেয়ারের সুবিধা, ওয়েব ব্রাউজিংয়ের সময় দাম দেখা ও গাড়ি পার্ক করা অবস্থায় বিনোদন পাওয়ার সুযোগ দেবে।
গুগল মেসেজেসে স্ক্যাম ডিটেকশন ফিচার
গুগল মেসেজেসের নতুন স্ক্যাম ডিটেকশন ফিচারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে। মেসেজে প্রতারকেরা যে ধরনের টেক্সট ব্যবহার করে, সেগুলো শনাক্ত করতে পারে এই ফিচার। গুগল মেসেজেসে কোনো সন্দেহজনক স্ক্যাম বার্তা এলে সতর্কতা হিসেবে ব্যবহারকারীরা ‘লাইকলি স্ক্যাম’ নামের একটি বার্তা দেখতে পাবেন। এরপর ব্যবহারকারীদের দুটি অপশন দেখানো হবে—‘নট এ স্ক্যাম’ ও ‘রিপোর্ট অ্যান্ড ব্লক’।
কোম্পানি জানিয়েছে, নতুন স্ক্যাম ডিটেকশন ফিচারটি গুগল মেসেজেসে এআই ব্যবহার করে মেসেজগুলোর মধ্যে প্রতারণা শনাক্ত করতে পারবে এবং ব্যবহারকারীদের রিয়েল টাইম সতর্কতা দেবে। আর এই শনাক্তকরণ প্রক্রিয়া ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করে ফোনের ভেতরে করা হবে।
গুগল জানিয়েছে, এই ফিচার বিশেষভাবে ডিজাইন করা হয়েছে, যাতে প্রতারকেরা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে। মেসেজগুলো শনাক্ত করার পুরো প্রক্রিয়াটি ব্যবহারকারীর ফোনের মধ্যে হবে। ফলে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা যায়।
লাইভ লোকেশন শেয়ারিং
ফাইন্ড মাই ডিভাইস অ্যাপে এখন নতুন ‘লাইভ লোকেশন’ ফিচার নিয়ে আসছে গুগল, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের বিশ্বস্ত ব্যক্তিদের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করতে পারবেন। অ্যাপলের ফাইন্ড মাই অ্যাপের মতো ব্যবহারকারীদের লোকেশন একটি ম্যাপে দেখাবে ফিচারটি। ব্যবহারকারীরা তাঁদের লোকেশন শেয়ার করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্বাচন করতে পারবেন—যেমন ১ ঘণ্টা, ১ দিন, কাস্টম সময়কাল অথবা অনির্দিষ্টকাল।
এ ছাড়া যাঁরা তাঁদের লোকেশন শেয়ার করবেন, তাঁদের ফোনের ব্যাটারি লেভেলও দেখা যাবে।
ক্রোমের নতুন দাম ট্র্যাকিং ফিচার
ব্যবহারকারীদের শপিং করতে সাহায্য করবে ক্রোমের নতুন এই ফিচার। এটি শপিং সাইটে বিভিন্ন পণ্যের দাম ট্র্যাক করতে পারে। ফলে কোনো পণ্যের দাম কমলে ব্যবহারকারীরা ক্রোমের অ্যাড্রেস বারে একটি নতুন আইকনের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। সেখানে সেই পণ্যের দামের ইতিহাস দেখাবে।
অ্যান্ড্রয়েড অটোতে নতুন গেম
গুগল অ্যান্ড্রয়েড অটোতে নতুন গেম নিয়ে এসেছে, যা গাড়ি পার্ক করা অবস্থায় খেলতে পারবেন ব্যবহারকারীরা। এই গেমগুলোর মধ্যে রয়েছে ‘ফার্ম হিরোস সাগা, ‘ক্যান্ডি ক্রাশ সোডা সাগা’, ‘অ্যাংরি বার্ডস ২ ’ ও ‘বিচ বাগি রেসিং’। তবে এই গেমগুলো যখন গাড়ি পার্ক করা থাকবে, শুধু তখন খেলা যাবে, যাতে চলন্ত অবস্থায় ব্যবহারকারীরা বিভ্রান্ত না হন।
নতুন ফিচারগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আগামী সপ্তাহের মধ্যে চালু হবে।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১৬ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১৬ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১৬ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১৮ ঘণ্টা আগে