Ajker Patrika

মাস্ক-জাকারবার্গের বিমানের গতিপথ ট্র্যাক করায় যে অসুবিধায় পড়ল তরুণ শিক্ষার্থী

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১২: ২৩
মাস্ক-জাকারবার্গের বিমানের গতিপথ ট্র্যাক করায় যে অসুবিধায় পড়ল তরুণ শিক্ষার্থী

জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে আগ্রহ থাকে অনেকেরই। এই আগ্রহের সুযোগ নিয়ে তাঁদের সম্পর্কে বিভিন্ন তথ্য অনলাইনে ফাঁস করা হয়। জ্যাক সুইনি নামের এক কলেজ শিক্ষার্থীও ইলন মাস্ক, মার্ক জাকারবার্গসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিত্বের ব্যক্তিগত জেট বিমানের গতিপথ ট্র্যাক করেন এবং এসব তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। নিরাপত্তার কথা বিবেচনা করে অবশেষে সুইনির থ্রেডস অ্যাকাউন্টগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে মেটা। 

গত মঙ্গলবার সুইনি ব্যক্তিগত অ্যাকাউন্টে জানান, এই প্ল্যাটফরমে তাঁর সমস্ত জেট-ট্র্যাকিং অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে এবং এ বিষয়ে কোনো পূর্ব সতর্কতা পাননি বা তার সঙ্গে যোগাযোগ করাও হয়নি। 

সুয়েনির অ্যাকাউন্টগুলোর মধ্যে ইলন মাস্ক, জাকারবার্গ, কিম কার্দাশিয়ান এবং ডোনাল্ড ট্রাম্পের জেটের তথ্যও অন্তর্ভুক্ত ছিল। এই ব্যাপারে মেটার এক মুখপাত্র বলেছেন, ‘ব্যক্তিদের শারীরিক ক্ষতির ঝুঁকির কারণে এবং স্বতন্ত্র ওভারসাইট বোর্ডের সুপারিশ অনুযায়ী, অ্যাকাউন্টগুলো নিষিদ্ধ করেছি।’ 

বিগত কয়েক বছর ধরে বিশ্বের জনপ্রিয় কিছু ব্যক্তির ফ্লাইট ডেটা ট্র্যাক করে আসছেন সুয়েনি। তিনি যে তথ্য শেয়ার করেন, তা মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট থেকে সবাই দেখতে পারে। 

সুয়েনি প্রথমে এক্সে (সাবেক টুইটার) স্বয়ংক্রিয় বট ব্যবহার করে এডিএস–বি ((অটোমেটিক ডিপেনডেন্ট সার্ভেইলেন্স–ব্রডকাস্ট) এক্সচেঞ্জ থেকে তথ্য শেয়ার করতে শুরু করেন। পরে তিনি ইনস্টাগ্রাম ও থ্রেডসে অ্যাকাউন্ট খোলেন এবং বিমান ট্র্যাকিংয়ের জন্য নিজস্ব একটি ডেটাবেস তৈরি করেন। 

ইলন মাস্ক ও মার্কিন পপ তারকা টেইলর সুইফটের মতো ক্ষমতাশালী ব্যক্তির মধ্যে অ্যাকাউন্টগুলো বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। উভয়েই সুয়েনির বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন। টেইলর সুইফট অভিযোগ করেছেন, অ্যাকাউন্টগুলো ‘স্টকিং ও হয়রানির আচরণ’ হিসেবে বিবেচিত হয়। 

২০২২ সালে মাস্ক তার ফ্লাইট তথ্য প্রকাশ করা বন্ধ করার জন্য অর্থের প্রস্তাব দিলে সুয়েনি প্রথম আলোচনায় আসেন। সে সময় তিনি ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডার ছাত্র ছিলেন এবং তথ্য প্রযুক্তিতে পড়াশোনা করছিলেন। 

জেট-ট্র্যাকিং অ্যাকাউন্টগুলো গত ডিসেম্বরে নিষিদ্ধ করে এক্স। মাস্ক এসব অ্যাকাউন্টকে ‘শারীরিক নিরাপত্তার লঙ্ঘন’ বলে মন্তব্য করেন। এরপর থেকে অন্যান্য ব্যবহারকারীর জীবনযাত্রার অবস্থান শেয়ার করার ব্যাপারে নতুন নীতি গ্রহণ করেছে কোম্পানিটি। 

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার ও হিন্দুস্তানী টাইমস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত