Ajker Patrika

যুক্তরাষ্ট্রে সাইবার হামলার আশঙ্কা বাইডেনের, তীর রাশিয়ার দিকে

প্রযুক্তি ডেস্ক
যুক্তরাষ্ট্রে সাইবার হামলার আশঙ্কা বাইডেনের, তীর রাশিয়ার দিকে

মার্কিন যুক্তরাষ্ট্রে সাইবার হামলার আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ক্ষেত্রে তিনি আঙুল তুলেছেন রাশিয়ার দিকে। গত সোমবার মার্কিন গোয়েন্দা তথ্যের আলোকে এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

বাইডেনের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া যুক্তরাষ্ট্রে সাইবার হামলার পাঁয়তারা করছে। তবে এ ধরনের কিছু হলে তা প্রতিরোধে যুক্তরাষ্ট্র তার সর্বশক্তি প্রয়োগ করবে বলে জানিয়েছেন বাইডেন।

রাশিয়ার কাছ থেকে সম্ভাব্য সাইবার হামলার বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়ার আরোপিত নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে এ ধরনের হামলা হয়ে থাকতে পারে বলে মত বাইডেনের। 

এ দিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কো ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বিচ্ছেদের দ্বারপ্রান্তে। 

গত সোমবারের বিবৃতিতে বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে রাশিয়ার সাইবার হামলার বিষয়ে মার্কিন গোয়েন্দাদের কাছে জোর তথ্য রয়েছে। তাই যুক্তরাষ্ট্রে ডিজিটাল নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবা এবং প্রযুক্তির ওপর নির্ভর করে তার সাইবার নিরাপত্তা এবং স্থিতিস্থাপকতাকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত