মেটা ভেরিফায়েড গ্রাহকদের পোস্ট দেখার জন্য নতুন টগল অপশন আনছে ইনস্টাগ্রাম। ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদন এসব তথ্য জানা যায়।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি নিজস্ব ব্রডকাস্ট চ্যানেলে গত সোমবার বলেন, ব্যবহারকারীরা যেন প্ল্যাটফর্মটি ব্যবহারের নিয়ন্ত্রণ পান এবং ব্যবসা ও ক্রিয়েটররা সামনে আসতে পারে তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অ্যাপটির ইনস্টাগ্রাম লোগোতে ট্যাপ করলে ‘ফলোয়িং’ ও ‘ফেবারিটস’ এর নিচে মেটা ভেরিফাই টগল অপশনটি পাওয়া যাবে। এই টগলের জন্য মেটা ভেরিফাইয়ে সাবস্ক্রাইব করতে হতে পারে। অ্যাপ ভার্সনে মেটা ভেরিফাই হতে ১৪ দশমিক ৯৯ ডলার ও ওয়েব ভার্সনে ১১ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে।
ইনস্টাগ্রামের মুখপাত্র ম্যাট টাই বলেন, যাদের লিগেসি ভেরিফাই ব্যাজ আছে তাদের পোস্টগুলোও ভেরিফাইয়েড ফিডে দেখানো হবে।
ফিচারটি কত বড় পরিসরে পরীক্ষা করা হচ্ছে মোসেরি এ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। এই পরীক্ষামূলক ফিচারটি কারা ব্যবহার করতে পারছেন তাও স্পষ্ট নয়।
টাই বলেন, ‘অল্প’ ও ‘নির্দিষ্ট’ কিছু ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে।
এ বছরের শুরুতে ইনস্টাগ্রাম ও ফেসবুকের জন্য মেটা ভেরিফাই প্রোগ্রামটি চালু করা হয়। এই ভেরিফাই প্রোগ্রামের মাধ্যমে ব্লু ভ্যারিফিকেশন চেকমার্ক, ভালো কাস্টমার সাপোর্ট ও ভুয়া বা ছদ্মবেশী অ্যাকাউন্ট থেকে সুরক্ষা পাওয়া যাবে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রথম এই সুবিধাটি ছাড়া হয়। এর এক মাস পর যুক্তরাষ্ট্রে ফিচারটি ছাড়া হয়। ব্যবসায়িক অ্যাকাউন্টগুলোর জন্য মেটা ভেরিফাই গত সেপ্টেম্বরে চালু করা হয়।
ভ্যারিফিকেশনের জন্য এক্স (টুইটার) প্ল্যাটফর্মটি সাবস্ক্রিপশন ফি পরিকল্পনা ঘোষণার কিছুদিন পর মেটা এই প্রোগ্রামটি নিয়ে আসে। সার্চ ও কনভারসেশনে এক্স প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররা সবচেয়ে উপরে থাকে।
মেটা ভেরিফায়েড গ্রাহকদের পোস্ট দেখার জন্য নতুন টগল অপশন আনছে ইনস্টাগ্রাম। ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদন এসব তথ্য জানা যায়।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি নিজস্ব ব্রডকাস্ট চ্যানেলে গত সোমবার বলেন, ব্যবহারকারীরা যেন প্ল্যাটফর্মটি ব্যবহারের নিয়ন্ত্রণ পান এবং ব্যবসা ও ক্রিয়েটররা সামনে আসতে পারে তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অ্যাপটির ইনস্টাগ্রাম লোগোতে ট্যাপ করলে ‘ফলোয়িং’ ও ‘ফেবারিটস’ এর নিচে মেটা ভেরিফাই টগল অপশনটি পাওয়া যাবে। এই টগলের জন্য মেটা ভেরিফাইয়ে সাবস্ক্রাইব করতে হতে পারে। অ্যাপ ভার্সনে মেটা ভেরিফাই হতে ১৪ দশমিক ৯৯ ডলার ও ওয়েব ভার্সনে ১১ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে।
ইনস্টাগ্রামের মুখপাত্র ম্যাট টাই বলেন, যাদের লিগেসি ভেরিফাই ব্যাজ আছে তাদের পোস্টগুলোও ভেরিফাইয়েড ফিডে দেখানো হবে।
ফিচারটি কত বড় পরিসরে পরীক্ষা করা হচ্ছে মোসেরি এ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। এই পরীক্ষামূলক ফিচারটি কারা ব্যবহার করতে পারছেন তাও স্পষ্ট নয়।
টাই বলেন, ‘অল্প’ ও ‘নির্দিষ্ট’ কিছু ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে।
এ বছরের শুরুতে ইনস্টাগ্রাম ও ফেসবুকের জন্য মেটা ভেরিফাই প্রোগ্রামটি চালু করা হয়। এই ভেরিফাই প্রোগ্রামের মাধ্যমে ব্লু ভ্যারিফিকেশন চেকমার্ক, ভালো কাস্টমার সাপোর্ট ও ভুয়া বা ছদ্মবেশী অ্যাকাউন্ট থেকে সুরক্ষা পাওয়া যাবে।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রথম এই সুবিধাটি ছাড়া হয়। এর এক মাস পর যুক্তরাষ্ট্রে ফিচারটি ছাড়া হয়। ব্যবসায়িক অ্যাকাউন্টগুলোর জন্য মেটা ভেরিফাই গত সেপ্টেম্বরে চালু করা হয়।
ভ্যারিফিকেশনের জন্য এক্স (টুইটার) প্ল্যাটফর্মটি সাবস্ক্রিপশন ফি পরিকল্পনা ঘোষণার কিছুদিন পর মেটা এই প্রোগ্রামটি নিয়ে আসে। সার্চ ও কনভারসেশনে এক্স প্রিমিয়ামের সাবস্ক্রাইবাররা সবচেয়ে উপরে থাকে।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে