ফিচার ডেস্ক
প্রতিনিয়ত বাড়ছে মোবাইল ইন্টারনেটের খরচ। ১ জিবি প্যাকেজ যেন নিমেষেই শেষ হয়ে যায়। বর্তমান স্মার্টফোনগুলোর অনেক ফিচার ব্যবহারের কারণে ডেটার ওপর চাপ পড়ে। কিন্তু সেটি যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অতিরিক্ত ডেটা খরচের হাত থেকে বাঁচা যাবে।
অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ করুন
আপনার ফোনের অনেক অ্যাপ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করা ছাড়াও মোবাইল ডেটা খরচ হয়। এই সমস্যা সমাধান করতে পারেন দুইভাবে। প্রথমত, প্রয়োজন ছাড়া মোবাইল ফোনের ডেটা চালু থেকে বিরত থাকুন। এ ছাড়া সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ রাখার অপশন চালু করুন।
হাই রেজ্যুশন ভিডিও এড়িয়ে চলুন
ভিডিও কোয়ালিটির ওপর ডেটার ব্যয় নির্ভর করে। হাই রেজ্যুশন ভিডিও দেখতে স্বাভাবিকভাবে ডেটা খরচ বেশি হয়। কিন্তু প্রতিটি ডিভাইসেই রেজ্যুশন কমানোর অপশন থাকে। তাই আপনার ফোনে যদি ডেটার ঘাটতি কমাতে চান, তাহলে ভিডিও দেখার সময় সেটিংস থেকে হাই রেজ্যুশন ভিডিও দেখার অপশনটি বদলে নিন। এ ছাড়া এ ধরনের ভিডিও ডাউনলোড এড়িয়ে চলুন।
অফলাইন মুডের ব্যবহার করুন
বিভিন্ন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে অফলাইন মুডের সুবিধা রয়েছে। এর মধ্যে অতি প্রয়োজনীয় গুগল ম্যাপ। এই অ্যাপে আগে থেকে নির্দিষ্ট কোনো এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখা যায়। এতে আপনার ফোনে ইন্টারনেট সচল না থাকলেও সেটি ব্যবহার করা যাবে। এ ছাড়া ওয়াই-ফাই ব্যবহার করে ইউটিউবের অনেক ভিডিও ডাউনলোড করে সংযোগ বন্ধ অবস্থাতেও দেখা যায়।
ডেটার লিমিট ঠিক করে দিন
ইন্টারনেট ব্যবহারের সময় হুট করে ডেটা শেষ হয়ে যাওয়া নিয়মিত বিষয়। এ ক্ষেত্রে মোবাইল ফোনের সেটিংসে রয়েছে ডেটা লিমিট ঠিক করে দেওয়ার সুবিধা। এর ফলে নির্দিষ্ট লিমিটের ডেটা ব্যবহার শেষ হলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
অপ্রয়োজনীয় অ্যাপ বাদ দিন
স্মার্টফোনে এমন অনেক অ্যাপ থাকে, যার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেগুলো নিয়মিত আপনার ডেটা খরচ করছে। এমন অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইল ফোন থেকে ডিলিট বা আনইনস্টল করে দিন।
প্রতিনিয়ত বাড়ছে মোবাইল ইন্টারনেটের খরচ। ১ জিবি প্যাকেজ যেন নিমেষেই শেষ হয়ে যায়। বর্তমান স্মার্টফোনগুলোর অনেক ফিচার ব্যবহারের কারণে ডেটার ওপর চাপ পড়ে। কিন্তু সেটি যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে অতিরিক্ত ডেটা খরচের হাত থেকে বাঁচা যাবে।
অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ করুন
আপনার ফোনের অনেক অ্যাপ, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করা ছাড়াও মোবাইল ডেটা খরচ হয়। এই সমস্যা সমাধান করতে পারেন দুইভাবে। প্রথমত, প্রয়োজন ছাড়া মোবাইল ফোনের ডেটা চালু থেকে বিরত থাকুন। এ ছাড়া সেটিংসে গিয়ে ব্যাকগ্রাউন্ড ডেটা ব্যবহার বন্ধ রাখার অপশন চালু করুন।
হাই রেজ্যুশন ভিডিও এড়িয়ে চলুন
ভিডিও কোয়ালিটির ওপর ডেটার ব্যয় নির্ভর করে। হাই রেজ্যুশন ভিডিও দেখতে স্বাভাবিকভাবে ডেটা খরচ বেশি হয়। কিন্তু প্রতিটি ডিভাইসেই রেজ্যুশন কমানোর অপশন থাকে। তাই আপনার ফোনে যদি ডেটার ঘাটতি কমাতে চান, তাহলে ভিডিও দেখার সময় সেটিংস থেকে হাই রেজ্যুশন ভিডিও দেখার অপশনটি বদলে নিন। এ ছাড়া এ ধরনের ভিডিও ডাউনলোড এড়িয়ে চলুন।
অফলাইন মুডের ব্যবহার করুন
বিভিন্ন অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে অফলাইন মুডের সুবিধা রয়েছে। এর মধ্যে অতি প্রয়োজনীয় গুগল ম্যাপ। এই অ্যাপে আগে থেকে নির্দিষ্ট কোনো এলাকার ম্যাপ ডাউনলোড করে রাখা যায়। এতে আপনার ফোনে ইন্টারনেট সচল না থাকলেও সেটি ব্যবহার করা যাবে। এ ছাড়া ওয়াই-ফাই ব্যবহার করে ইউটিউবের অনেক ভিডিও ডাউনলোড করে সংযোগ বন্ধ অবস্থাতেও দেখা যায়।
ডেটার লিমিট ঠিক করে দিন
ইন্টারনেট ব্যবহারের সময় হুট করে ডেটা শেষ হয়ে যাওয়া নিয়মিত বিষয়। এ ক্ষেত্রে মোবাইল ফোনের সেটিংসে রয়েছে ডেটা লিমিট ঠিক করে দেওয়ার সুবিধা। এর ফলে নির্দিষ্ট লিমিটের ডেটা ব্যবহার শেষ হলে তা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
অপ্রয়োজনীয় অ্যাপ বাদ দিন
স্মার্টফোনে এমন অনেক অ্যাপ থাকে, যার কোনো প্রয়োজন নেই। কিন্তু সেগুলো নিয়মিত আপনার ডেটা খরচ করছে। এমন অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইল ফোন থেকে ডিলিট বা আনইনস্টল করে দিন।
তিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
৫ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
৯ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১ দিন আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১ দিন আগে