Ajker Patrika

গুগল ভিজিটর এক্সপেরিয়েন্স সেন্টারে ক্যাফে, পপ-আপসহ যত সুবিধা

গুগল ভিজিটর এক্সপেরিয়েন্স সেন্টারে ক্যাফে, পপ-আপসহ যত সুবিধা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রথমবারের মতো ক্রেতা–বিক্রেতাদের মধ্যে মিথষ্ক্রিয়া তৈরি ও গ্রাহক টানতে দর্শনার্থী কেন্দ্র চালু করল গুগল। গতকাল বৃহস্পতিবার মাউন্ট ভিউতে ‘ভিজিটর এক্সপেরিয়েন্স সেন্টার’ খোলা হয়।  

এই সেন্টারে ক্যাফে থেকে শুরু করে পপ–আপ শপসহ থাকছে নানা সুযোগ–সুবিধা। দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন দৃষ্টিনন্দন নানা স্থাপত্য।

গুগল বলেছে, ইন্টারঅ্যাকটিভ চিত্রকর্ম থেকে শুরু করে ক্যালফোর্নিয়ার স্থানীয় ব্যবসায়ীদের তৈরি সতেজ খাবার পাবেন দর্শনার্থীরা । গন্তব্যস্থলটি উপভোগের জন্য বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছে। 

প্রযুক্তি বিষয়ক ওয়রবসাইট গ্যাজেডটস নাও-এর প্রতিবেদন অনুসারে ভিজিটর এক্সপেরিয়েন্স সেন্টারে যেসব আর্কষণীয় স্থান  তৈরি করা হয়েছে তা তুলে ধরা হল। 

পণ্য ক্রয়ের সুবিধা নিয়ে ক্যালিফোর্নিয়ায় মাউন্টেন ভিউতে গুগল স্টোর তৈরি করা হয়েছে। ছবি: মার্ক উইকেন্সপপ আপ শপ 
পপ আপ শপে স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য ও পরিষেবা গ্রাহকদের কাছে তুলে ধরতে পারবে। গুগল এক ব্লগ পোস্টে বলেন, ছোট ব্যবসায়ীরা যে কোনো কমিউনিটির প্রাণ এবং উদ্যোক্তাদের জন্য অর্থনৈতিক সুযোগ–সুবিধা সৃষ্টি করা কোম্পানির কাছে অনেক গুরুত্বপূর্ণ। 

গুগল স্টোর
পণ্য ক্রয়ের সুবিধা নিয়ে ক্যালিফোর্নিয়ায় মাউন্টেন ভিউতে গুগল স্টোর তৈরি করা হয়েছে। গুগল স্টোর থেকে গুগলের বিভিন্ন সার্ভিস ও হার্ডওয়্যার কেনা যাবে। যদিও এইখানে স্বল্প পরিমাণের পণ্য পাওয়া যাবে। গুগল এ বিষয়ে বলছে, এই স্টোরের মাধ্যমে দক্ষকর্মীরা পণ্য সম্পর্কে গ্রাহকদের পরামর্শ দিবে। সেই সঙ্গে পিক্সেল ফোন মেরামতও এই শপ থেকে করা যাবে। 

দ্য প্লাজা
গুগলের এক্সপেরিয়েন্স সেন্টারের বাহিরের অংশেও দর্শনার্থীদের উপভোগের জন্য অরব, রকস্পিনার, কোয়ান্টাম মেডিটেশন ২, হেলোর মত চিত্রকর্ম ও স্থাপত্য শিল্প  রয়েছে। বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠানের জন্য ছোট মঞ্চ রয়েছে। 

পপ আপ শপে স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য ও পরিষেবা গ্রাহকদের কাছে তুলে ধরতে পারবে।  ছবি: মার্ক উইকেন্স  দা হাডল 
নতুন কানেকশন বা যোগাযোগ তৈরি করার জন্য হাডল নামের জায়গা তৈরি করা হয়েছে। এই জায়গায় স্থানীয় কমিউনিটির বাসিন্দারা ও অলাভজনক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে পারবে। 

গুগল হাডল সম্পর্কে বলেন,  রিসার্ভের জন্য অনুরোধ করে কমিউনিটি গ্রুপ বা অলাভজনক প্রতিষ্ঠান দা হাডল স্পেসে মিটিং বা ইভেন্ট আয়োজন করতে পারবে। 

গুগল ভিজিটর এক্সপেরিয়েন্স সেন্টার ও মাউন্টেন ভিউ গুগল স্টোর সোম থেকে শনিবার পর্যন্ত খোলা থাকবে। দর্শনার্থীরা সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব জায়গায় প্রবেশ করতে পারবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত