Ajker Patrika

অ্যান্ড্রয়েড ফোনে ক্যাশ ফাইল মুছবেন যেভাবে 

অ্যান্ড্রয়েড ফোনে ক্যাশ ফাইল মুছবেন যেভাবে 

কম্পিউটারের মতো অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ ফাইল মুছে ফেলা জরুরি। এর মাধ্যমে ফোনের গতি বেড়ে যায় ও স্টোরেজও খালি করা যায়। এছাড়া ফোনের অ্যাপের গতি কমে গেলে বা বার বার ক্র্যাশ করলেও ক্যাশ ফাইল মুছে ফেলা জরুরি।

ক্যাশ হল একটি অস্থায়ী স্টোরেজ যা অ্যাপগুলোর তথ্য সংরক্ষণের জন্য ব্যবহার করে। বিভিন্ন ডেটা বা তথ্য দ্রুত অ্যাকসেস করার জন্য এই ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়। ছবি, ভিডিও ও ওয়েবসাইট ফাইলের মতো বিভিন্ন ডেটা এর মধ্যে রয়েছে।

যে কারণে অ্যান্ড্রয়েড ফোনের ক্যাশ ফাইলগুলো মুছবেন

ফোনের কর্মক্ষমতা বাড়াতে: ক্যাশ ফাইল মুছে ফেললে ফোনের র‍্যাম খালি হয়। র‍্যাম হলো ফোনের মেমোরি যা ফোনের অ্যাপগুলো চালাতে সাহায্য করে। তাই ক্যাশ ফাইলগুলো মুছলে ফোনের সার্বিক কর্মক্ষমতা বৃদ্ধি পায়। বিশেষ করে ফোনের র‍্যাম কম হলে।

অ্যাপের সমস্যা সমাধানে: কোনো অ্যাপের গতি ধীর হলে বা বার বার ক্র্যাশ করলে ক্যাশ ফাইল মুছে ফেললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

স্টোরেজ খালি করা: ফোনের স্টোরেজ কম থাকলে ক্যাশ ফাইল মুছে ফেললে ফোনের কিছু জায়গা খালি হয়।

অ্যান্ড্রয়েড ফোনে ক্যাশ ফাইল মুছবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ফোনের প্রস্তুতকারক ও সফটওয়্যার সংস্করণ অনুযায়ী ক্যাশ ফাইল মুছে ফেলার প্রক্রিয়া কিছুটা ভিন্ন হতে পারে। কিন্তু প্রায় সব ফোনেই এই পদ্ধতি ব্যবহার করে ক্যাশ ফাইল মুছে ফেলা যাবে।

অ্যান্ড্রয়েড ফোনে ক্যাশ ফাইল মুছে ফেলা খুবই সহজ। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন—

১. ফোনের সেটিংসে প্রবেশ করুন। 
২. নিচের দিকে স্ক্রল করুন ও অ্যাপ অপশনটি খুঁজে বের করুন। এতে ট্যাপ করুন। 
৩. যে অ্যাপটির ক্যাশ ফাইল মুছে ফেলতে চান তা নির্বাচন করুন। 
৪. অ্যাপটিতে ট্যাপ করলে অ্যাপ ইনফো পেজ চালু হবে। 
৫. এই পেজের স্টোরেজ অপশনটিতে ট্যাপ করুন। 
৬. এরপর ক্লিয়ার ক্যাশ অপশনে ট্যাপ করুন। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...