ফাইল বা ডকুমেন্ট সংরক্ষণের জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো গুগল ড্রাইভ। ফাইল ডাউনলোড, শেয়ারের মতো প্ল্যাটফর্মটির বিভিন্ন ফিচার ব্যবহারের জন্য ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়। তবে অনেক সময় ডিভাইস ইন্টারনেট সেবার আওতায় থাকে না। গুগলের অফলাইন মোড ব্যবহার করে তখন প্রয়োজনীয় ফাইলগুলো ব্যবহার করা যাবে।
অফলাইনে গুগল ড্রাইভ যেভাবে ব্যবহার করবেন
কম্পিউটারে যেভাবে ড্রাইভের অফলাইন মোড ব্যবহার করবেন
১. গুগল ড্রাইভ ওয়েবসাইটে যান
২. ডান পাশের উপরের গিয়ার আইকোনে ক্লিক করুন।
৩. সেটিংস অপশনটি নির্বাচন করুন।
৪. অফলাইন অপশনের নিচে বক্সটিতে টিক চিহ্ন দিন
৫. পরিবর্তনটি সেভ করুন।
অফলাইন মোড মোবাইল ডিভাইসে যেভাবে ব্যবহার করবেন
১. গুগল ড্রাইভ অ্যাপ চালু করুন
২. ডান পাশের উপরের কোনার তিনটি ডটে ক্লিক করুন।
৩. এরপর সেটিংসে ট্যাপ করতে হবে।
৪. অফলাইন অ্যাকসেসের টগল বাটন চালু করুন
অফলাইন অ্যাকসেস চালু করা হলে গুগল ডকস, শীটস ও স্লাইডের ফাইলগুলো খোলা ও এডিট করা যাবে। তবে যেসব ফাইলগুলো সম্প্রতি খোলা হয়নি সেগুলো দেখা যাবে না।
গুগল ড্রাইভ ফাইল অফলাইনে যেভাবে খুলবেন
১. গুগল ড্রাইভ অ্যাপ বা ওয়েবসাইট খুলুন
২. যেসব ফাইলগুলো অফলাইনে পাওয়া যাবে সেগুলোর পাশে ধূসর রঙ্গে চেকমার্ক থাকবে। ডকুমেন্ট খুলতে ট্যাপ বা ক্লিক করুন।
যেসব ফাইল অফলাইনে খোলা যাবে না সেগুলো পেতে আগে থেকেই ডাউনলোড করতে হবে। এ জন্য ডকুমেন্টের তিনটি ডটের ওপর ক্লিক বা ট্যাপ করে ডাউনলোড করতে হবে।
ফাইল ডাউনলোড হয়ে গেলে সেগুলো খোলা ও এডিট করা যাবে। ফাইলের যেকোনো পরিবর্তন স্থানীয়ভাবে গ্রাহকের ডিভাইসে সেভ হবে। আর ইন্টারনেটের সংযোগ হলে তা স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভে সেভ হবে।
ফাইল বা ডকুমেন্ট সংরক্ষণের জনপ্রিয় প্ল্যাটফর্ম হলো গুগল ড্রাইভ। ফাইল ডাউনলোড, শেয়ারের মতো প্ল্যাটফর্মটির বিভিন্ন ফিচার ব্যবহারের জন্য ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়। তবে অনেক সময় ডিভাইস ইন্টারনেট সেবার আওতায় থাকে না। গুগলের অফলাইন মোড ব্যবহার করে তখন প্রয়োজনীয় ফাইলগুলো ব্যবহার করা যাবে।
অফলাইনে গুগল ড্রাইভ যেভাবে ব্যবহার করবেন
কম্পিউটারে যেভাবে ড্রাইভের অফলাইন মোড ব্যবহার করবেন
১. গুগল ড্রাইভ ওয়েবসাইটে যান
২. ডান পাশের উপরের গিয়ার আইকোনে ক্লিক করুন।
৩. সেটিংস অপশনটি নির্বাচন করুন।
৪. অফলাইন অপশনের নিচে বক্সটিতে টিক চিহ্ন দিন
৫. পরিবর্তনটি সেভ করুন।
অফলাইন মোড মোবাইল ডিভাইসে যেভাবে ব্যবহার করবেন
১. গুগল ড্রাইভ অ্যাপ চালু করুন
২. ডান পাশের উপরের কোনার তিনটি ডটে ক্লিক করুন।
৩. এরপর সেটিংসে ট্যাপ করতে হবে।
৪. অফলাইন অ্যাকসেসের টগল বাটন চালু করুন
অফলাইন অ্যাকসেস চালু করা হলে গুগল ডকস, শীটস ও স্লাইডের ফাইলগুলো খোলা ও এডিট করা যাবে। তবে যেসব ফাইলগুলো সম্প্রতি খোলা হয়নি সেগুলো দেখা যাবে না।
গুগল ড্রাইভ ফাইল অফলাইনে যেভাবে খুলবেন
১. গুগল ড্রাইভ অ্যাপ বা ওয়েবসাইট খুলুন
২. যেসব ফাইলগুলো অফলাইনে পাওয়া যাবে সেগুলোর পাশে ধূসর রঙ্গে চেকমার্ক থাকবে। ডকুমেন্ট খুলতে ট্যাপ বা ক্লিক করুন।
যেসব ফাইল অফলাইনে খোলা যাবে না সেগুলো পেতে আগে থেকেই ডাউনলোড করতে হবে। এ জন্য ডকুমেন্টের তিনটি ডটের ওপর ক্লিক বা ট্যাপ করে ডাউনলোড করতে হবে।
ফাইল ডাউনলোড হয়ে গেলে সেগুলো খোলা ও এডিট করা যাবে। ফাইলের যেকোনো পরিবর্তন স্থানীয়ভাবে গ্রাহকের ডিভাইসে সেভ হবে। আর ইন্টারনেটের সংযোগ হলে তা স্বয়ংক্রিয়ভাবে গুগল ড্রাইভে সেভ হবে।
গ্রুপ কলকে আরও পরিকল্পিত ও সহজ করতে বেশ কিছু নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এই আপডেটে এসেছে কল শিডিউলিং, গ্রুপ কল ইনভাইট, অংশগ্রহণকারীদের তালিকা দেখার সুবিধা এবং ইন্টারঅ্যাকটিভ রিঅ্যাকশন দেওয়ার মতো স্মার্ট সব ফিচার।
২২ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কেন্দ্রস্থল যেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অ্যাশবার্ন। ডালাস বিমানবন্দরে নামার আগে জানালার পাশে বসে থাকা যাত্রীরা দেখতে পারেন সারি সারি সাদা ছাদওয়ালা বাক্সসদৃশ ভবন। এগুলো আসলে ডেটা সেন্টার, যেগুলো নিয়ে গঠিত পৃথিবীর সবচেয়ে বড় ডেটা ক্লাস্টার। শুধু গত বছরই এগুলো
৩ ঘণ্টা আগেএকসময় ফ্রিল্যান্সিং অথবা অনলাইন আয় বলতে আমরা বুঝতাম কম্পিউটারে টাইপিং, ডেটা এন্ট্রি, ওয়েব ডিজাইন কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো জটিল কাজ। কিন্তু প্রযুক্তির গতিপথ বদলে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
৬ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান পারপ্লেক্সিটি। এর নেতৃত্বে আছেন অরবিন্দ শ্রীনিবাস। ২০২২ সালে বাজারে আসা এই নবীন প্রতিষ্ঠান হঠাৎ ঘোষণা দেয়, তারা ৩৪ দশমিক ৫ বিলিয়ন ডলারে ক্রোম ব্রাউজার কিনতে চায়! সংস্থাটি মাত্র তিন বছর আগে তৈরি হলেও বর্তমানে বাজারে এর মূল্য ১৮ বিলিয়ন ডলার।
৭ ঘণ্টা আগে