প্রযুক্তি ডেস্ক
অ্যাপল পেনসিলে এবার ইউএসবি-সি পোর্ট যুক্ত হলো। প্রথমবারের মতো ইউএসবি-সি চার্জিং পয়েন্ট সমন্বিত আইপ্যাড বা আইম্যাকে ক্রিয়েটিভ কাজ করার ক্ষেত্রে শিল্পী ও ক্রিয়েটরদের জন্য নতুন পেনসিল নিয়ে এসেছে অ্যাপল।
নতুন এই পেনসিল ভারতসহ ৩২টি দেশ ও অঞ্চলে অ্যাপল অনুমোদিত রিসেলার এবং অ্যাপল স্টোর থেকে অর্ডার করা যাবে। এর দাম শুরু হচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার টাকা থেকে। এত দিন শুধু প্রথম প্রজন্মের আইপ্যাডে অ্যাপল পেনসিল কাজ করত। কিন্তু নতুন অ্যাপল পেনসিল দশম প্রজন্মের আইপ্যাডেও ব্যবহার করা যাবে। নতুন পেনসিলগুলোকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে আইপ্যাডের পাশে আটকে রাখা যায়। ফলে অ্যাইপ্যাড ও পেনসিল একসঙ্গেই রাখা যায়। তবে পেয়ারিং ও চার্জ দেওয়ার জন্য ইউএসবি-সি কেব্ল ব্যবহার করতে হয়। নতুন ডিভাইসটির এক পাশে চার্জিং পোর্ট যোগ করা হয়েছে। সত্যিকারের কলমের মতো এই ডিজিটাল কলমেও আছে একটি ঢাকনা। ঢাকনা সরালেই দেখা যায় চার্জিং পোর্টটিকে।
অ্যাপলের এই পেনসিল নানান ফিচারসহ বাজারে এসেছে। নোটস নেওয়া, স্কেচিং করাসহ লেখা এবং আঁকাআঁকির জন্য এটি পিক্সেল-পারফেক্ট অ্যাকুরেসি, লো ল্যাটেন্সি এবং টিল্ট সেন্সিটিভিটি প্রদান করে। ইজি স্টোরেজের জন্য এর স্মুথ ম্যাট ফিনিশ এবং আইপ্যাডের ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট এটিকে ইউজারদের জন্য একটি সুবিধাজনক টুল হিসেবে গড়ে তোলা হয়েছে। তবে ফিচার বিবেচনা করলে, ওয়ারলেস পেয়ারিং, চার্জিং, প্রেশার সেন্সিবিলিটি এবং ডাবল টেপ অপশনে ঘাটতি চোখে পড়ে; যা দ্বিতীয় প্রজন্মের পণ্যে ছিল না।
যেসব ডিভাইসে ব্যবহার করা যাবে টাইপ-সি অ্যাপল পেন
» ১২ দশমিক ৯ ইঞ্চি আইপ্যাড প্রোর তৃতীয় থেকে ষষ্ঠ জেনারেশন
» ১১ ইঞ্চি অ্যাইপ্যাড প্রোর সব মডেল
» আইপ্যাড এয়ারের চতুর্থ ও পঞ্চম জেনারেশন
» আইপ্যাড মিনির ষষ্ঠ জেনারেশন
» আইপ্যাডের দশম জেনারেশন।
সূত্র: অ্যাপল, দ্য ভার্জ
অ্যাপল পেনসিলে এবার ইউএসবি-সি পোর্ট যুক্ত হলো। প্রথমবারের মতো ইউএসবি-সি চার্জিং পয়েন্ট সমন্বিত আইপ্যাড বা আইম্যাকে ক্রিয়েটিভ কাজ করার ক্ষেত্রে শিল্পী ও ক্রিয়েটরদের জন্য নতুন পেনসিল নিয়ে এসেছে অ্যাপল।
নতুন এই পেনসিল ভারতসহ ৩২টি দেশ ও অঞ্চলে অ্যাপল অনুমোদিত রিসেলার এবং অ্যাপল স্টোর থেকে অর্ডার করা যাবে। এর দাম শুরু হচ্ছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার টাকা থেকে। এত দিন শুধু প্রথম প্রজন্মের আইপ্যাডে অ্যাপল পেনসিল কাজ করত। কিন্তু নতুন অ্যাপল পেনসিল দশম প্রজন্মের আইপ্যাডেও ব্যবহার করা যাবে। নতুন পেনসিলগুলোকে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে আইপ্যাডের পাশে আটকে রাখা যায়। ফলে অ্যাইপ্যাড ও পেনসিল একসঙ্গেই রাখা যায়। তবে পেয়ারিং ও চার্জ দেওয়ার জন্য ইউএসবি-সি কেব্ল ব্যবহার করতে হয়। নতুন ডিভাইসটির এক পাশে চার্জিং পোর্ট যোগ করা হয়েছে। সত্যিকারের কলমের মতো এই ডিজিটাল কলমেও আছে একটি ঢাকনা। ঢাকনা সরালেই দেখা যায় চার্জিং পোর্টটিকে।
অ্যাপলের এই পেনসিল নানান ফিচারসহ বাজারে এসেছে। নোটস নেওয়া, স্কেচিং করাসহ লেখা এবং আঁকাআঁকির জন্য এটি পিক্সেল-পারফেক্ট অ্যাকুরেসি, লো ল্যাটেন্সি এবং টিল্ট সেন্সিটিভিটি প্রদান করে। ইজি স্টোরেজের জন্য এর স্মুথ ম্যাট ফিনিশ এবং আইপ্যাডের ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট এটিকে ইউজারদের জন্য একটি সুবিধাজনক টুল হিসেবে গড়ে তোলা হয়েছে। তবে ফিচার বিবেচনা করলে, ওয়ারলেস পেয়ারিং, চার্জিং, প্রেশার সেন্সিবিলিটি এবং ডাবল টেপ অপশনে ঘাটতি চোখে পড়ে; যা দ্বিতীয় প্রজন্মের পণ্যে ছিল না।
যেসব ডিভাইসে ব্যবহার করা যাবে টাইপ-সি অ্যাপল পেন
» ১২ দশমিক ৯ ইঞ্চি আইপ্যাড প্রোর তৃতীয় থেকে ষষ্ঠ জেনারেশন
» ১১ ইঞ্চি অ্যাইপ্যাড প্রোর সব মডেল
» আইপ্যাড এয়ারের চতুর্থ ও পঞ্চম জেনারেশন
» আইপ্যাড মিনির ষষ্ঠ জেনারেশন
» আইপ্যাডের দশম জেনারেশন।
সূত্র: অ্যাপল, দ্য ভার্জ
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে