Ajker Patrika

হোয়াটসঅ্যাপে গোপনীয়তার লঙ্ঘন, ভারতে মেটার ২১৩ কোটি রুপি জরিমানা

গোপনীয়তা নীতি লঙ্ঘনের অভিযোগে মেটা কর্তৃপক্ষকে প্রায় ২১৩.১৪ কোটি রুপি জরিমানা করেছে সিসিআই।
গোপনীয়তা নীতি লঙ্ঘনের অভিযোগে মেটা কর্তৃপক্ষকে প্রায় ২১৩.১৪ কোটি রুপি জরিমানা করেছে সিসিআই।

হোয়াটসঅ্যাপের গোপনীয়তার নীতিমালা লঙ্ঘনের দায়ে মেটা কর্তৃপক্ষকে প্রায় ২১৩ কোটির রুপি জরিমানা করেছে ভারত। ভারতীয় প্রতিযোগিতা কমিশন (সিসিআই) বলছে, নীতিমালা লঙ্ঘন করে মেটা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছে এবং সেগুলো অন্য প্রতিষ্ঠানকে সরবরাহ করেছে।

গতকাল সোমবার মেটা কর্তৃপক্ষকে জরিমানা করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে।

ভারতের প্রতিযোগিতা কমিশন জানিয়েছে, প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ডের জন্য মেটাকে জরিমানা করা হয়েছে। হোয়াটসঅ্যাপের গোপনীয়তার নীতিমালা-২০২১ লঙ্ঘন করে প্রতিযোগিতাবিরোধী চর্চা বন্ধ করতে সময় বেঁধে দেওয়া হয়েছে।

তবে মেটার একজন মুখপাত্র বলেন, ‘২০২১ সালে হোয়াটসঅ্যাপের ওই আপডেটের কারণে কোনো ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘিত হয়নি। সবার অনুমতি নিয়ে এ আপডেট দেওয়া হয় এবং এর কারণে কোনো ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েননি।’

মেটা কর্তৃপক্ষ এই জরিমানার বৈধতা চ্যালেঞ্জ করেছে। তারা জানিয়েছে, ব্যবহারকারীদের অনুমতি নিয়ে তাদের ব্যবসায়িক সুবিধার্থে এবং ব্যবসায়িক স্বচ্ছতা রক্ষার জন্য এই কাজ করা হয়েছিল। মহামারির সময় হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেছে মেটা। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্য অনুযায়ী, সেসময় তারা ব্যবসায়িক সুবিধার্থে ও মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সিসিআই’র রায়ে ব্যবহারকারীর ‘সম্মতি ও স্বচ্ছতা’ নিয়ে গভীর উদ্বেগ তুলে ধরা হয়েছে। হোয়াটসঅ্যাপ কীভাবে মেটার অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে ব্যবহারকারীর ডেটা শেয়ার করে, সে বিষয়ে স্পষ্ট ও বিস্তারিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে সিসিআই।

সংস্থাটির দাবি, কোন ধরনের ডেটা শেয়ার করা হয়েছে, তা অবশ্যই জানাতে হবে। যে দুটি মাধ্যমে এসব ডেটা শেয়ার করা হয়েছে, সেগুলোর উদ্দেশ্য ও বৈশিষ্ট্য প্রকাশ করতে হবে। হোয়াটসঅ্যাপের মূল সেবার বাইরে অন্য কোথাও ব্যবহারকারীদের ডেটা শেয়ার করতে যে বাধ্য করা না হয়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবহারকারীদের ডেটা শেয়ারে বাধ্য করার চর্চার মাধ্যমে হোয়াটসঅ্যাপকে ‘বাজারে প্রভাব বিস্তারকারী’ হিসেবে সাব্যস্ত করেছে সিসিআই। রায়ে বলা হয়েছে, মেটা আগামী পাঁচ বছর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তথ্য নিজের অন্য অ্যাপের সঙ্গে ভাগাভাগি করতে পারবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত