অক্টোবরের শেষের দিকে নতুন ম্যাক কম্পিউটার নিয়ে আসবে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের প্রধান সংবাদদাতা মার্ক গুরম্যান দাবি করেছেন, ৩০ বা ৩১ শে অক্টোবরে এক লঞ্চিং ইভেন্টে নতুন ম্যাকের উন্মোচন করা হবে।
গুরম্যান প্রতিবেদনে বলেন, ২৪ ইঞ্চি ল্যাপটপও এই মাসে উন্মোচন করা হবে। নির্দিষ্ট মডেলের খুচরা সরবরাহ ও রপ্তানি তারিখ দেখে ম্যাকবুক প্রো এরও নতুন মডেল উন্মোচন করা হবে বলে তিনি ধারণা করেন।
অ্যাপলের খুচরা দোকানে আইম্যাকের এর স্বল্প সরবরাহ রয়েছে। সেই সঙ্গে ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং হাই-এন্ড ম্যাকবুক প্রো-আরও দুটি মডেলের নতুন ভার্সন আসার সম্ভাবনা রয়েছে। তবে এসব মডেলের বিক্রি নভেম্বরের আগে শুরু হবে না।
গুরম্যানের মতে, হাইয়ার–এন্ডের ৩২ ইঞ্চি আইম্যাকও নিয়ে আসার পরিকল্পনা করছে অ্যাপল । তবে ২০২৪ বা ২০২৫ সালের আগে মডেলটি বাজারে ছাড়া হবে না।
২০২১ সালে ২৪ ইঞ্চি আইম্যাকের উন্মোচন করা হয়। এতে এম১ চিপ ব্যবহার করা হয়। এই মডেলের আপডেট এখনো বাকি রয়েছে। তবে বাজারে নতুন এম৩ জেনারেশন চিপ ছাড়া হবে নাকি নতুন আইম্যাকে এম২ চিপ ব্যবহার করা হবে তা এখনো স্পষ্ট নয়।
সামনের উৎসব মৌসুমের সময় নতুন ম্যাক মডেলগুলো আসবে বলে ধারণা করা হচ্ছে। ২রা নভেম্বরে ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনসহ অ্যাপল এসব মডেলের ঘোষণা দিতে পারে।
এর আগে অক্টোবরে ইউএসবি সি যুক্ত পেন্সিল উন্মোচন করে অ্যাপল। ২রা নভেম্বর থেকে পেন্সিলটির বিক্রি ও রপ্তানি শুরু হবে।
গত সেপ্টেম্বরের লঞ্চিং ইভেন্টে অ্যাপলের ঘড়িসহ আইওএস, ম্যাকওএস ও ওয়াচওসের সর্বশেষ ভার্সনের বিস্তারিত তথ্য তুলে ধরে। তবে সেখানে আইম্যাক নিয়ে কোনো আলোচনা করা হয়নি।
অক্টোবরের শেষের দিকে নতুন ম্যাক কম্পিউটার নিয়ে আসবে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের প্রধান সংবাদদাতা মার্ক গুরম্যান দাবি করেছেন, ৩০ বা ৩১ শে অক্টোবরে এক লঞ্চিং ইভেন্টে নতুন ম্যাকের উন্মোচন করা হবে।
গুরম্যান প্রতিবেদনে বলেন, ২৪ ইঞ্চি ল্যাপটপও এই মাসে উন্মোচন করা হবে। নির্দিষ্ট মডেলের খুচরা সরবরাহ ও রপ্তানি তারিখ দেখে ম্যাকবুক প্রো এরও নতুন মডেল উন্মোচন করা হবে বলে তিনি ধারণা করেন।
অ্যাপলের খুচরা দোকানে আইম্যাকের এর স্বল্প সরবরাহ রয়েছে। সেই সঙ্গে ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো এবং হাই-এন্ড ম্যাকবুক প্রো-আরও দুটি মডেলের নতুন ভার্সন আসার সম্ভাবনা রয়েছে। তবে এসব মডেলের বিক্রি নভেম্বরের আগে শুরু হবে না।
গুরম্যানের মতে, হাইয়ার–এন্ডের ৩২ ইঞ্চি আইম্যাকও নিয়ে আসার পরিকল্পনা করছে অ্যাপল । তবে ২০২৪ বা ২০২৫ সালের আগে মডেলটি বাজারে ছাড়া হবে না।
২০২১ সালে ২৪ ইঞ্চি আইম্যাকের উন্মোচন করা হয়। এতে এম১ চিপ ব্যবহার করা হয়। এই মডেলের আপডেট এখনো বাকি রয়েছে। তবে বাজারে নতুন এম৩ জেনারেশন চিপ ছাড়া হবে নাকি নতুন আইম্যাকে এম২ চিপ ব্যবহার করা হবে তা এখনো স্পষ্ট নয়।
সামনের উৎসব মৌসুমের সময় নতুন ম্যাক মডেলগুলো আসবে বলে ধারণা করা হচ্ছে। ২রা নভেম্বরে ত্রৈমাসিক আয়ের প্রতিবেদনসহ অ্যাপল এসব মডেলের ঘোষণা দিতে পারে।
এর আগে অক্টোবরে ইউএসবি সি যুক্ত পেন্সিল উন্মোচন করে অ্যাপল। ২রা নভেম্বর থেকে পেন্সিলটির বিক্রি ও রপ্তানি শুরু হবে।
গত সেপ্টেম্বরের লঞ্চিং ইভেন্টে অ্যাপলের ঘড়িসহ আইওএস, ম্যাকওএস ও ওয়াচওসের সর্বশেষ ভার্সনের বিস্তারিত তথ্য তুলে ধরে। তবে সেখানে আইম্যাক নিয়ে কোনো আলোচনা করা হয়নি।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
৫ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১২ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
১৫ ঘণ্টা আগে