Ajker Patrika

পোশাকের ব্যবসাও ছিল অ্যাপলের

প্রযুক্তি ডেস্ক
পোশাকের ব্যবসাও ছিল অ্যাপলের

যুক্তরাষ্ট্র ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে কম্পিউটার এবং মোবাইল ডিভাইস দিয়ে। তবে অ্যাপলের প্রযুক্তি পণ্যের ভক্তদের অনেকেই জানেন না, এই টেক জায়ান্ট একসময় পোশাকের ব্যবসাও শুরু করেছিল!

১৯৮৬ সালে নিজস্ব পোশাকের ব্র্যান্ড চালু করে অ্যাপল। যার নাম দেওয়া হয়েছিল ‘দ্য অ্যাপল কালেকশন’। স্টিভ জবস অ্যাপল ছেড়ে যাওয়ার এক বছর পর পোশাক ব্র্যান্ডটির ক্যাটালগ প্রকাশ করে প্রতিষ্ঠানটি। 

‘দ্য অ্যাপল কালেকশন’–এর স্থায়িত্ব ছিল মাত্র এক বছর। ১৯৮৭ সালেই এটি বন্ধ করে দেয় অ্যাপল। আইফোন, ম্যাকবুক, আইপ্যাড বা আইপড—সব পণ্যেই অ্যাপল নিজস্বতা ধরে রেখে বাজার দখল করতে সক্ষম হলেও পোশাকের বাজারে অতটা সুবিধা করতে পারেনি।

শিশুদের জন্যও পোশাক ডিজাইন করেছিল অ্যাপল। ছবি: ইমগুরঅ্যাপলের শুরু হয় ১৯৭৬ সালে। ১৯৭৭ সালে কোম্পানিকে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড নামে রেজিস্ট্রেশন করা হয়। ২১ বছরের তরুণ স্টিভ জবস আর ২৬ বছরের স্টিভ ওজনিয়াক মিলে কম্পিউটার বানিয়ে ‘অ্যাপল ওয়ান’ নামে বিক্রি শুরু করেন। ক্যালিফোর্নিয়ার কাপারটিনোর এক গ্যারেজেই তৈরি হতো কম্পিউটারগুলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত