প্রযুক্তি ডেস্ক
সাইবার সুরক্ষার কাজে যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজগুলো থেকে আগামী চার বছরে আড়াই লাখ কর্মী নিয়োগ দেবে মাইক্রোসফট। দক্ষ করে গড়ে তুলতে তাঁদের দেওয়া হবে উন্নত প্রশিক্ষণ। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মাইক্রোসফট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
এ প্রযুক্তি জায়ান্ট জানিয়েছে, এ কার্যক্রমের আওতায় তারা ২৫ হাজার কলেজ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে এবং দেশটির ১৫০টি কলেজের শিক্ষকদের উন্নত প্রযুক্তিগত প্রশিক্ষণ দেবে। যার ফলে, সবচেয়ে উপকৃত হবে শিক্ষার্থীরা। কারণ, তাঁরা আরও দক্ষ হয়ে গড়ে উঠবে। শুধু তাই নয়, সে লক্ষ্যে কলেজগুলোর পাঠ্যক্রমেও পরিবর্তন আনবে। তাঁদের এই কার্যক্রম দেশব্যাপী চার বছর ধরে চলবে।
মাইক্রোসফটের সভাপতি ব্র্যাড স্মিথ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমাদের এই কার্যক্রম বাস্তবায়ন করতেই আগামী তিন বছরে এতে লাখ লাখ ডলার বিনিয়োগ করব। তবে, এটা মাত্র শুরু হলেও গন্তব্য এখানেই শেষ নয়। আমাদের পরিকল্পনা সুদূরপ্রসারী।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইতিহাসের ভয়াবহ হ্যাকিং সংঘটিত হয়েছে। তা ছাড়াও, সোলার উইণ্ড অ্যাটাকের কারণে দেশটির ব্রডকাস্ট সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দেশটিতে প্রযুক্তির আরও ব্যাপক সমৃদ্ধি করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেক জায়ান্ট মাইক্রোসফটসহ আরও অন্যান্য প্রযুক্তি কোম্পানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাইবার নিরাপত্তাসহ প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাপী শীর্ষে নিয়ে যেতে কোম্পানিগুলোকে দক্ষ লোকবল বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, বাইডেন প্রশাসনের প্রধান লক্ষ্যই হচ্ছে দেশটিতে দক্ষ জনবল তৈরি।
ব্র্যাড স্মিথ বলেন, সাইবার নিরাপত্তা বাড়াতে দক্ষ লোকবলের শূন্যতা পূরণে দ্রুতই আমরা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। রয়টার্স জানায়, এ সেক্টরে একজন কর্মীর বার্ষিক গড় বেতন ১ লাখ ৫ হাজার ডলার হলেও প্রতিবছর দুটির মাঝে একটি পদ খালি থাকে।
সাইবার সুরক্ষার কাজে যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজগুলো থেকে আগামী চার বছরে আড়াই লাখ কর্মী নিয়োগ দেবে মাইক্রোসফট। দক্ষ করে গড়ে তুলতে তাঁদের দেওয়া হবে উন্নত প্রশিক্ষণ। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মাইক্রোসফট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
এ প্রযুক্তি জায়ান্ট জানিয়েছে, এ কার্যক্রমের আওতায় তারা ২৫ হাজার কলেজ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করবে এবং দেশটির ১৫০টি কলেজের শিক্ষকদের উন্নত প্রযুক্তিগত প্রশিক্ষণ দেবে। যার ফলে, সবচেয়ে উপকৃত হবে শিক্ষার্থীরা। কারণ, তাঁরা আরও দক্ষ হয়ে গড়ে উঠবে। শুধু তাই নয়, সে লক্ষ্যে কলেজগুলোর পাঠ্যক্রমেও পরিবর্তন আনবে। তাঁদের এই কার্যক্রম দেশব্যাপী চার বছর ধরে চলবে।
মাইক্রোসফটের সভাপতি ব্র্যাড স্মিথ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমাদের এই কার্যক্রম বাস্তবায়ন করতেই আগামী তিন বছরে এতে লাখ লাখ ডলার বিনিয়োগ করব। তবে, এটা মাত্র শুরু হলেও গন্তব্য এখানেই শেষ নয়। আমাদের পরিকল্পনা সুদূরপ্রসারী।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রে ইতিহাসের ভয়াবহ হ্যাকিং সংঘটিত হয়েছে। তা ছাড়াও, সোলার উইণ্ড অ্যাটাকের কারণে দেশটির ব্রডকাস্ট সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দেশটিতে প্রযুক্তির আরও ব্যাপক সমৃদ্ধি করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টেক জায়ান্ট মাইক্রোসফটসহ আরও অন্যান্য প্রযুক্তি কোম্পানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাইবার নিরাপত্তাসহ প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে বিশ্বব্যাপী শীর্ষে নিয়ে যেতে কোম্পানিগুলোকে দক্ষ লোকবল বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি।
হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, বাইডেন প্রশাসনের প্রধান লক্ষ্যই হচ্ছে দেশটিতে দক্ষ জনবল তৈরি।
ব্র্যাড স্মিথ বলেন, সাইবার নিরাপত্তা বাড়াতে দক্ষ লোকবলের শূন্যতা পূরণে দ্রুতই আমরা প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছি। রয়টার্স জানায়, এ সেক্টরে একজন কর্মীর বার্ষিক গড় বেতন ১ লাখ ৫ হাজার ডলার হলেও প্রতিবছর দুটির মাঝে একটি পদ খালি থাকে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
১০ ঘণ্টা আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
১১ ঘণ্টা আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
১২ ঘণ্টা আগেবর্তমান প্রজন্মের সাজসজ্জায় এসেছে এক অভিনব পরিবর্তন। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে এক ধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুক এখন টিকটকে খুবই জনপ্রিয়। এত দিন চেহারার যেসব ক্লান্তির চিহ্ন লুকানোর চেষ্টা করা হতো, এখন সেটাই ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন ট্রেন্ড।
১৩ ঘণ্টা আগে