আইফোন নির্মাতা কোম্পানি ফক্সকনের শেয়ারদর বেড়ে ৩ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আজ শুক্রবার দিনের লেনদেনের শুরুতে কোম্পাটির শেয়ারের দাম ৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর–ডিসেম্বর) ফক্সকনের রেকর্ড মুনাফার তথ্য প্রকাশের পর শেয়ারদরে এমন উল্লম্ফন ঘটল।
মার্কিন সংবাদ সংস্থা রয়টার্স বলছে, যতটুকু মুনাফা হবে বলে প্রত্যাশা করা হয়েছিল এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্ভারের চাহিদা বাড়ার ফলে কোম্পানির আর্থিক পরিস্থিতি যতটুকু চাঙা হবে বলে ধরা হয়েছিল, ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকের মুনাফা সেটাকে ছাপিয়ে গেছে।
ফক্সকন কোম্পানির আনুষ্ঠানিক নাম হল—হন হাই প্রিসিসন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড। গত বৃহস্পতিবার প্রকাশি কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে বলা হয়, চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানিটির প্রত্যাশার চেয়ে অনেক বেশি ৩৩ শতাংশ মুনাফা করেছে। সেসঙ্গে এই বছর রাজস্ব আয়ও ব্যাপক বাড়বে আশাপ্রকাশ করা হয়।
আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ডাইওয়া ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষকেরা বলেন, ‘আমাদের দৃষ্টিতে হন হাই কোম্পানি এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের এআইভিত্তিক সার্ভার পণ্যের বড় সুবিধাভোগী। কারণ, এনভিডিয়ার কাছ এআই সার্ভার অ্যাসেম্বলি বা র্যাক কেনার অর্ডার বাড়ছে।’
বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস পণ্যনির্মাতা কোম্পানির মুনাফা এই বছর ১৩ থেকে ২৫ শতাংশ বাড়তে পারে। অথচ গত বছর মুনাফা হয়নি বললেই চলে।
শুক্রবার দিনের শুরুতেই তাইওয়ান স্টক একচেঞ্জের ১০০ বৃহত্তর কোম্পানির শেয়ারের বাছাই সূচকে শূন্য দশমিক ৫ শতাংশ দরপতন হলেও ফক্সকনের শেয়ারের উপর তা কোনো প্রভাব ফেলতে পারেনি। ফক্সকনের শেয়ার ৯ দশমিক ৫ শতাংশ বেড়ে কোম্পানির মোট বাজারমূল্য ১৩২ দশমিক ৫০ ট্রিলিয়ন ডলার হয়েছে, যা ২০২১ সালের ২৩ মার্চের পর সর্বোচ্চ।
ফক্সকন মূলত চীনে আইফোন তৈরি করে। তবে গত বছর থেকে আইফোন তৈরির কারখানাগুলো ভারতে সরিয়ে আনার চেষ্টা চলছে। ২০২৩ সালের নভেম্বরে ভারতে ১৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় ফক্সকন। এছাড়া এআই প্রযুক্তিসহ বৈদ্যুতিক গাড়ির দিকেও নজর দিয়েছে ফক্সকন।
আইফোন নির্মাতা কোম্পানি ফক্সকনের শেয়ারদর বেড়ে ৩ বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আজ শুক্রবার দিনের লেনদেনের শুরুতে কোম্পাটির শেয়ারের দাম ৯ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার চতুর্থ ত্রৈমাসিকে (অক্টোবর–ডিসেম্বর) ফক্সকনের রেকর্ড মুনাফার তথ্য প্রকাশের পর শেয়ারদরে এমন উল্লম্ফন ঘটল।
মার্কিন সংবাদ সংস্থা রয়টার্স বলছে, যতটুকু মুনাফা হবে বলে প্রত্যাশা করা হয়েছিল এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্ভারের চাহিদা বাড়ার ফলে কোম্পানির আর্থিক পরিস্থিতি যতটুকু চাঙা হবে বলে ধরা হয়েছিল, ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকের মুনাফা সেটাকে ছাপিয়ে গেছে।
ফক্সকন কোম্পানির আনুষ্ঠানিক নাম হল—হন হাই প্রিসিসন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড। গত বৃহস্পতিবার প্রকাশি কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে বলা হয়, চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানিটির প্রত্যাশার চেয়ে অনেক বেশি ৩৩ শতাংশ মুনাফা করেছে। সেসঙ্গে এই বছর রাজস্ব আয়ও ব্যাপক বাড়বে আশাপ্রকাশ করা হয়।
আর্থিক প্রতিবেদন প্রকাশের পর ডাইওয়া ক্যাপিটাল মার্কেটের বিশ্লেষকেরা বলেন, ‘আমাদের দৃষ্টিতে হন হাই কোম্পানি এনভিডিয়ার পরবর্তী প্রজন্মের এআইভিত্তিক সার্ভার পণ্যের বড় সুবিধাভোগী। কারণ, এনভিডিয়ার কাছ এআই সার্ভার অ্যাসেম্বলি বা র্যাক কেনার অর্ডার বাড়ছে।’
বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস পণ্যনির্মাতা কোম্পানির মুনাফা এই বছর ১৩ থেকে ২৫ শতাংশ বাড়তে পারে। অথচ গত বছর মুনাফা হয়নি বললেই চলে।
শুক্রবার দিনের শুরুতেই তাইওয়ান স্টক একচেঞ্জের ১০০ বৃহত্তর কোম্পানির শেয়ারের বাছাই সূচকে শূন্য দশমিক ৫ শতাংশ দরপতন হলেও ফক্সকনের শেয়ারের উপর তা কোনো প্রভাব ফেলতে পারেনি। ফক্সকনের শেয়ার ৯ দশমিক ৫ শতাংশ বেড়ে কোম্পানির মোট বাজারমূল্য ১৩২ দশমিক ৫০ ট্রিলিয়ন ডলার হয়েছে, যা ২০২১ সালের ২৩ মার্চের পর সর্বোচ্চ।
ফক্সকন মূলত চীনে আইফোন তৈরি করে। তবে গত বছর থেকে আইফোন তৈরির কারখানাগুলো ভারতে সরিয়ে আনার চেষ্টা চলছে। ২০২৩ সালের নভেম্বরে ভারতে ১৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় ফক্সকন। এছাড়া এআই প্রযুক্তিসহ বৈদ্যুতিক গাড়ির দিকেও নজর দিয়েছে ফক্সকন।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
১০ ঘণ্টা আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
১১ ঘণ্টা আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
১২ ঘণ্টা আগেবর্তমান প্রজন্মের সাজসজ্জায় এসেছে এক অভিনব পরিবর্তন। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে এক ধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুক এখন টিকটকে খুবই জনপ্রিয়। এত দিন চেহারার যেসব ক্লান্তির চিহ্ন লুকানোর চেষ্টা করা হতো, এখন সেটাই ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন ট্রেন্ড।
১৩ ঘণ্টা আগে