অতিরিক্ত নিরাপত্তার জন্য গুগল অ্যাকাউন্টের সঙ্গে নিজের ফোন নম্বর যুক্ত করতে হয়। অন্য ডিভাইসে লগ ইন করার সময় সেই নম্বরে এসএমএসের মাধ্যমে ভ্যারিফিকেশন কোড পাঠায় গুগল। এই কোড ও পাসওয়ার্ড দিয়ে আরেকটি ডিভাইসে লগ ইন করা যায়। তবে অনেক সময় অ্যাকাউন্টে সঙ্গে সংশ্লিষ্ট নম্বরের পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে ফোন নম্বরটি আপডেট করতে হয়।
আইওএস, কম্পিউটার ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ফোন নম্বর পরিবর্তন করা যায়। এসব ডিভাইসের মাধ্যমে গুগল অ্যাকাউন্টের ফোন নম্বর পরিবর্তন করা প্রক্রিয়া তুলে ধরা হল—
অ্যান্ড্রয়েড ফোন থেকে ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করে ‘গুগল’ অপশনে ট্যাপ করুন।
৩. গুগল অ্যাকাউন্টের সেটিংস পেজ চালু করার জন্য ‘Manage your Google Account’ অপশনে ট্যাপ করুন।
৪. ওপরের দিকে থাকা ‘Personal info’ ট্যাবে ট্যাপ করুন।
৫. ‘Contact info’ সেকশনের নিচে থাকা ফোন নম্বরে ট্যাপ করুন।
৬. ফোন নম্বরের পাশে থাকা এডিট বাটনে (কলমের মতো বাটন) ট্যাপ করুন।
৭. এই ডিভাইস আপনার মালিকাধীন নাকি তা যাচাই করবে গুগল। এজন্য নীল রঙের ‘Continue’ বাটনে ট্যাপ করুন।
৮. ফোনের পাসকী, পাসওয়ার্ড, ফেইস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডিভাইসটি আনলক করুন।
৯. এরপর ফোন নম্বর পরিবর্তনের জন্য নতুন একটি পেজ চালু হবে।
১০. আবার এডিট বাটনে ট্যাপ করুন।
১১. এবার ‘Update number’ অপশনে ট্যাপ করুন।
১২. নতুন ফোন নম্বরটি টাইপ করুন।
১৩. বাম পাশের নিচের দিকে থাকা ‘সিলেক্ট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে নতুন নম্বরটি গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হবে।
আইফোনে ও আইপ্যাড ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. আইফোন ও আইপ্যাড থেকে জিমেইল বা ইউটিউবের মতো গুগল অ্যাপ চালু করুন। অথবা ব্রাউজার থেকে থেকে নিজের গুগল অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. নিচের ডান দিকে থাকা অ্যাকাউন্টটির প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. নতুন একটি পেজ চালু হলে ওপরের দিকে থাকা নিজের অ্যাকাউন্টে ট্যাপ করুন।
৪. ‘Personal info’ ট্যাবে ট্যাপ করুন।
৫. কন্টাক্ট ইনফো এর নিচে ফোন নম্বরে ট্যাপ করুন।
৬. ফোন নম্বরের পাশা থাকা এডিট বাটনে ট্যাপ করুন।
এরপর অ্যান্ড্রয়েড ফোনের প্রক্রিয়াগুলোর একই ধাপগুলো অনুসরণ করুন।
ডেস্কটপ থেকে ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. ব্রাউজার থেকে এ গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. বাম পাশের সাইডবার থেকে ‘Personal info’ ট্যাবে ক্লিক করুন।
৩. বাম পাশের ‘Contact info’ সেকশন থেকে ‘Phone’ অপশন খুঁজে বের করুন।
৪. ফোন নম্বরে ক্লিক করুন। এর ডান পাশে থাকা এডিট বাটনে (কলমের মতো বাটন) ক্লিক করুন।
৫. এই পর্যায়ে অ্যাকাউন্ট আপনার কিনা তা যাচাই করবে গুগল। এজন্য একটি নতুন পেজ চালু হবে।
৬. এই পেজে গিয়ে নিজের ইমেইল ও পাসওয়ার্ড দিতে হবে।
৭. আবার ফোন নম্বরের পাশে থাকা এডিট বাটনে ক্লিক করুন।
৮. একটি পপ আপ মেনু চালু হবে এর ডান পাশে থাকা ‘Update Number’ বাটনে ক্লিক করুন।
৯. নতুন নম্বরটি টাইপ করুন।
১০. ‘Select’ বাটনে ক্লিক করুন। এর মাধ্যমে আপনার ফোন নম্বরটি আপডেট হবে।
অতিরিক্ত নিরাপত্তার জন্য গুগল অ্যাকাউন্টের সঙ্গে নিজের ফোন নম্বর যুক্ত করতে হয়। অন্য ডিভাইসে লগ ইন করার সময় সেই নম্বরে এসএমএসের মাধ্যমে ভ্যারিফিকেশন কোড পাঠায় গুগল। এই কোড ও পাসওয়ার্ড দিয়ে আরেকটি ডিভাইসে লগ ইন করা যায়। তবে অনেক সময় অ্যাকাউন্টে সঙ্গে সংশ্লিষ্ট নম্বরের পরিবর্তনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে ফোন নম্বরটি আপডেট করতে হয়।
আইওএস, কম্পিউটার ও অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গুগল অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ফোন নম্বর পরিবর্তন করা যায়। এসব ডিভাইসের মাধ্যমে গুগল অ্যাকাউন্টের ফোন নম্বর পরিবর্তন করা প্রক্রিয়া তুলে ধরা হল—
অ্যান্ড্রয়েড ফোন থেকে ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে স্ক্রল করে ‘গুগল’ অপশনে ট্যাপ করুন।
৩. গুগল অ্যাকাউন্টের সেটিংস পেজ চালু করার জন্য ‘Manage your Google Account’ অপশনে ট্যাপ করুন।
৪. ওপরের দিকে থাকা ‘Personal info’ ট্যাবে ট্যাপ করুন।
৫. ‘Contact info’ সেকশনের নিচে থাকা ফোন নম্বরে ট্যাপ করুন।
৬. ফোন নম্বরের পাশে থাকা এডিট বাটনে (কলমের মতো বাটন) ট্যাপ করুন।
৭. এই ডিভাইস আপনার মালিকাধীন নাকি তা যাচাই করবে গুগল। এজন্য নীল রঙের ‘Continue’ বাটনে ট্যাপ করুন।
৮. ফোনের পাসকী, পাসওয়ার্ড, ফেইস আইডি বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ডিভাইসটি আনলক করুন।
৯. এরপর ফোন নম্বর পরিবর্তনের জন্য নতুন একটি পেজ চালু হবে।
১০. আবার এডিট বাটনে ট্যাপ করুন।
১১. এবার ‘Update number’ অপশনে ট্যাপ করুন।
১২. নতুন ফোন নম্বরটি টাইপ করুন।
১৩. বাম পাশের নিচের দিকে থাকা ‘সিলেক্ট’ বাটনে ট্যাপ করুন। এর ফলে নতুন নম্বরটি গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হবে।
আইফোনে ও আইপ্যাড ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. আইফোন ও আইপ্যাড থেকে জিমেইল বা ইউটিউবের মতো গুগল অ্যাপ চালু করুন। অথবা ব্রাউজার থেকে থেকে নিজের গুগল অ্যাকাউন্টে প্রবেশ করুন।
২. নিচের ডান দিকে থাকা অ্যাকাউন্টটির প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. নতুন একটি পেজ চালু হলে ওপরের দিকে থাকা নিজের অ্যাকাউন্টে ট্যাপ করুন।
৪. ‘Personal info’ ট্যাবে ট্যাপ করুন।
৫. কন্টাক্ট ইনফো এর নিচে ফোন নম্বরে ট্যাপ করুন।
৬. ফোন নম্বরের পাশা থাকা এডিট বাটনে ট্যাপ করুন।
এরপর অ্যান্ড্রয়েড ফোনের প্রক্রিয়াগুলোর একই ধাপগুলো অনুসরণ করুন।
ডেস্কটপ থেকে ফোন নম্বর পরিবর্তন করবেন যেভাবে
১. ব্রাউজার থেকে এ গিয়ে নিজের অ্যাকাউন্টে লগ ইন করুন।
২. বাম পাশের সাইডবার থেকে ‘Personal info’ ট্যাবে ক্লিক করুন।
৩. বাম পাশের ‘Contact info’ সেকশন থেকে ‘Phone’ অপশন খুঁজে বের করুন।
৪. ফোন নম্বরে ক্লিক করুন। এর ডান পাশে থাকা এডিট বাটনে (কলমের মতো বাটন) ক্লিক করুন।
৫. এই পর্যায়ে অ্যাকাউন্ট আপনার কিনা তা যাচাই করবে গুগল। এজন্য একটি নতুন পেজ চালু হবে।
৬. এই পেজে গিয়ে নিজের ইমেইল ও পাসওয়ার্ড দিতে হবে।
৭. আবার ফোন নম্বরের পাশে থাকা এডিট বাটনে ক্লিক করুন।
৮. একটি পপ আপ মেনু চালু হবে এর ডান পাশে থাকা ‘Update Number’ বাটনে ক্লিক করুন।
৯. নতুন নম্বরটি টাইপ করুন।
১০. ‘Select’ বাটনে ক্লিক করুন। এর মাধ্যমে আপনার ফোন নম্বরটি আপডেট হবে।
পাতলা ফোন মানেই, দুর্বল পারফরম্যান্স—এই ধ্যানধারণা অধিকাংশ ক্রেতার মনে গেঁথে গেছে। একই ভাবনার প্রতিফলন দেখা যায় বিভিন্ন মোবাইল মার্কেটেও। তবে এসব প্রথাগত ধারণা ভেঙে দিতে বাজারে আসছে অপোর ‘এ৫এক্স’ স্মার্টফোন।
৬ ঘণ্টা আগেদীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ‘গ্যালাক্সি এস ২৫ এজ’ ফোনটির আনুষ্ঠানিক উন্মোচনের তারিখ ঘোষণা করল স্যামসাং। আগামী ১৩ মে দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় সকাল ৯টায় কটি ভার্চুয়াল ‘আনপ্যাকড’ ইভেন্টের মাধ্যমে এই নতুন স্মার্টফোন উন্মোচন করবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দায়ের করা মামলা নিষ্পত্তিতে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে গুগল। গত কাল শুক্রবার এক বিবৃতিতে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ব্যবহারকারীদের অনুমতি ছাড়া গোপনে তথ্য সংগ্রহ করায় এই জরিমানা...
৯ ঘণ্টা আগেচীনা অ্যাকাডেমি অব সায়েন্সেসের গবেষকেরা সম্প্রতি ‘ডিফেস’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) টুল প্রকাশ করেছেন, যা শুধুমাত্র ডিএনএ-র তথ্য বিশ্লেষণ করে তৈরি করতে পারে মানুষের মুখচ্ছবি। গবেষকেরা বলছেন, এই প্রযুক্তি ফরেনসিক, চিকিৎসকদের এবং আইন প্রয়োগকারী সংস্থার কাজের ধরন বদলে দিতে পারে।
১০ ঘণ্টা আগে