আইফোনের অ্যালার্মের ব্যবহারের ক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। কারণ অ্যাপটিতে অ্যালার্ম সেট করা হলেও সেটি থেকে কোনো শব্দ শোনা যাচ্ছে না। তবে ত্রুটিটি সরাতে অ্যাপল কাজ করছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
অনেকই ফোনকে অ্যালার্ম ঘড়ি হিসেবে ব্যবহার করেন। এই ত্রুটির ফলে অনেকেই সঠিক সময়ে ঘুম থেকে জাগতে পারছেন না ও দৈনন্দিন কাজ দেরিতে শুরু করতে হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবহারকারীরা।
টিকটক প্ল্যাটফর্মে এক আইফোন ব্যবহারকারী বলেন, তিনি আইফোনে পাঁচটি অ্যালার্ম সেট করেন ও তবে এগুলো একটি বেজে ওঠেনি।
বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে অ্যাপল। তবে কী কারণে সমস্যাটি দেখা গিয়েছে সেই বিষয়ে নিশ্চিত নয় কোম্পানিটি। এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহারকারীরা আপাতত কী করতে পারে তারও কোনো সমাধান জানায়নি অ্যাপল।
কতজন ব্যবহারকারীর ডিভাইসে এই সমস্যা দেখা গিয়েছে বা সমস্যাটি আইফোনের নির্দিষ্ট মডেলের মধ্যে সীমাবদ্ধ নাকি তাও স্পষ্ট নয়।
অতিরিক্ত ঘুমের কারণে যাদের প্রতিদিনের রুটিন বিঘ্নিত হচ্ছে তারা কয়েকটি কৌশল অবলম্বন করতে পারেন। প্রথমেই আইফোনে অ্যালার্ম সঠিকভাবে সেট করেছেন কীনা তা পুনরায় চেক করতে হবে ও অ্যালার্মের ভলিউম সর্বোচ্চ রয়েছে কিনা তাও পরখ করে দেখতে হবে।
অনেকেই এই সমস্যার জন্য অ্যাপলের ডিজাইনারদের দায়ী করছেন। আইফোনের ‘অ্যাটেনশন অ্যাওয়ার ফিচার’—এর জন্য এই ত্রুটি দেখা গিয়েছে বলে অনেকই মনে করছে। তবে বিষয়টি নিশ্চিত করেনি অ্যাপল।
অ্যালার্মের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহারকারীরা ফিচারটি বন্ধ করে দেখতে পারেন। এ জন্য আইফোনের সেটিংসে প্রবেশ করুন। এরপর ফেস আইডি ও পাসকোড অপশনে ট্যাপ করে অ্যাটেনশন অ্যাওয়ার ফিচারটি খুঁজে বের করুন। এরপর টগল বাটনের মাধ্যমে ফিচারটি বন্ধ করে দিন। তবে ফিচারটি বন্ধ করে দিলেই যে এই সমস্যা সমাধান হবে তার কোনো নিশ্চয়তা নেই।
ফিচারটি আইফোন এক্স ও এর পরবর্তী সংস্করণগুলোতে পাওয়া যায়। আইপ্যাডের ক্ষেত্রে আইপ্যাড প্রো ১১ ইঞ্চি ও আইপ্যাড প্রো ১২.৯ ইঞ্চি সংস্করণে পাওয়া যায়।
অ্যাপল বলছে, ত্রুটিটি দ্রুত সরাতে কাজ করছে কোম্পানিটি।
গত সপ্তাহে অ্যাপলের গ্রাহকেরা আরেকটি সমস্যার সম্মুখীন হয়। ম্যাক, আইফোন ও আইপ্যাডের অ্যাপল আইডি থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যায় ব্যবহারকারীরা। পরে অ্যাপল আইডিতে সাইন ইন করার জন্য ব্যবহারকারীরা পাসওয়ার্ড রিসেট দিতে বাধ্য হন।
আইফোনের অ্যালার্মের ব্যবহারের ক্ষেত্রে অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। কারণ অ্যাপটিতে অ্যালার্ম সেট করা হলেও সেটি থেকে কোনো শব্দ শোনা যাচ্ছে না। তবে ত্রুটিটি সরাতে অ্যাপল কাজ করছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
অনেকই ফোনকে অ্যালার্ম ঘড়ি হিসেবে ব্যবহার করেন। এই ত্রুটির ফলে অনেকেই সঠিক সময়ে ঘুম থেকে জাগতে পারছেন না ও দৈনন্দিন কাজ দেরিতে শুরু করতে হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ব্যবহারকারীরা।
টিকটক প্ল্যাটফর্মে এক আইফোন ব্যবহারকারী বলেন, তিনি আইফোনে পাঁচটি অ্যালার্ম সেট করেন ও তবে এগুলো একটি বেজে ওঠেনি।
বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে অ্যাপল। তবে কী কারণে সমস্যাটি দেখা গিয়েছে সেই বিষয়ে নিশ্চিত নয় কোম্পানিটি। এই সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহারকারীরা আপাতত কী করতে পারে তারও কোনো সমাধান জানায়নি অ্যাপল।
কতজন ব্যবহারকারীর ডিভাইসে এই সমস্যা দেখা গিয়েছে বা সমস্যাটি আইফোনের নির্দিষ্ট মডেলের মধ্যে সীমাবদ্ধ নাকি তাও স্পষ্ট নয়।
অতিরিক্ত ঘুমের কারণে যাদের প্রতিদিনের রুটিন বিঘ্নিত হচ্ছে তারা কয়েকটি কৌশল অবলম্বন করতে পারেন। প্রথমেই আইফোনে অ্যালার্ম সঠিকভাবে সেট করেছেন কীনা তা পুনরায় চেক করতে হবে ও অ্যালার্মের ভলিউম সর্বোচ্চ রয়েছে কিনা তাও পরখ করে দেখতে হবে।
অনেকেই এই সমস্যার জন্য অ্যাপলের ডিজাইনারদের দায়ী করছেন। আইফোনের ‘অ্যাটেনশন অ্যাওয়ার ফিচার’—এর জন্য এই ত্রুটি দেখা গিয়েছে বলে অনেকই মনে করছে। তবে বিষয়টি নিশ্চিত করেনি অ্যাপল।
অ্যালার্মের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহারকারীরা ফিচারটি বন্ধ করে দেখতে পারেন। এ জন্য আইফোনের সেটিংসে প্রবেশ করুন। এরপর ফেস আইডি ও পাসকোড অপশনে ট্যাপ করে অ্যাটেনশন অ্যাওয়ার ফিচারটি খুঁজে বের করুন। এরপর টগল বাটনের মাধ্যমে ফিচারটি বন্ধ করে দিন। তবে ফিচারটি বন্ধ করে দিলেই যে এই সমস্যা সমাধান হবে তার কোনো নিশ্চয়তা নেই।
ফিচারটি আইফোন এক্স ও এর পরবর্তী সংস্করণগুলোতে পাওয়া যায়। আইপ্যাডের ক্ষেত্রে আইপ্যাড প্রো ১১ ইঞ্চি ও আইপ্যাড প্রো ১২.৯ ইঞ্চি সংস্করণে পাওয়া যায়।
অ্যাপল বলছে, ত্রুটিটি দ্রুত সরাতে কাজ করছে কোম্পানিটি।
গত সপ্তাহে অ্যাপলের গ্রাহকেরা আরেকটি সমস্যার সম্মুখীন হয়। ম্যাক, আইফোন ও আইপ্যাডের অ্যাপল আইডি থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যায় ব্যবহারকারীরা। পরে অ্যাপল আইডিতে সাইন ইন করার জন্য ব্যবহারকারীরা পাসওয়ার্ড রিসেট দিতে বাধ্য হন।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে