নিজস্ব প্রতিবেদক
ভয়েস রিকগনিশনসহ স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে নুয়ান্স। প্রথম সারির এই প্রতিষ্ঠানকে ১ হাজার ৬০০ কোটি ডলারে কেনার ঘোষণা দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এর আগে অন্য কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান কিনতে একবারই এমন খরচ করেছিল মাইক্রোসফট।
নুয়ান্স এর আগে মাইক্রোসফট ক্লাউডের সঙ্গে প্রায় দুই বছর অংশীদার হিসেবে কাজ করেছে। এবার এই ব্যবধান ঘুচিয়ে নুয়ান্সকে পুরোপুরিই নিজের করে নিল মাইক্রোসফট। এর মধ্য দিয়ে মাইক্রোসফট স্বাস্থ্যসেবায় এআই খাতে বড় ধরনের অগ্রগতি দেখবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, নুয়ান্সের প্রতিটি শেয়ারের জন্য ৫৬ ডলার খরচ করছে মাইক্রোসফট। এই হিসাবে প্রতিষ্ঠানটির মূল্য দাঁড়ায় ১ হাজার ৬০০ কোটি ডলার। পাশাপাশি আগের ঋণের অর্থ যোগ করে মাইক্রোসফট নুয়ান্সের পেছনে মোট খরচ করছে ১ হাজার ৯৭০ কোটি ডলার।
এ চুক্তির সুফল ভোগ করবে মাইক্রোসফটের ক্লাউড, এআই ও স্বাস্থ্যসেবা ব্যবসা। নুয়ান্সের প্রযুক্তি নিজেদের সেবার উন্নয়নে ব্যবহার করবে বলে এরই মধ্যে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা এ সম্পর্কিত এক টুইটে লিখেছেন, ‘এআই হচ্ছে প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং স্বাস্থ্যসেবা এর সবচেয়ে জরুরি প্রয়োগ। স্বাস্থ্যসেবায় এআই নিয়ে এসেছে নুয়ান্স। বাস্তব বিশ্বে ব্যবসায়িক এআইয়ের প্রয়োগের দিক থেকে একে অগ্রদূত বলা যায়।’
এ বিষয়ে ওয়েডবুশ সিকিউরিটির প্রযুক্তি বিশ্লেষক ড্যান আইভস সিএনএনকে বলেন, ‘নুয়ান্সের ড্রাগন অ্যাম্বায়েন্ট এক্সপেরিয়েন্স বা ডিএএক্স-এর ওপরই সম্ভবত নজর ছিল মাইক্রোসফটের। ডিএএক্স মূলত এআই সফটওয়্যার প্যাকেজ, যা রোগী ভর্তি, ডকুমেন্টেশন ও টেলিহেলথ বিষয়ে স্বাস্থ্যকর্মীদের সহায়তা করে। এমনিতেই এটি বর্ধনশীল খাত ছিল। কোভিড-১৯ মহামারীতে এটি আরও ফুলেফেঁপে উঠেছে।’ তিনি বলেন, ‘আগামী বছরগুলোয় যখন মাইক্রোসফট স্বাস্থ্য খাতে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিচ্ছে, তখন এই ক্রয় একেবারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। এটি বোঝার জন্য কোনো বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন পড়ে না।’
নুয়ান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক বেঞ্জামিনই প্রতিষ্ঠানটি চালাবেন বলে জানিয়েছে মাইক্রোসফট। মালিক প্রতিষ্ঠানের স্কট গাথ্রির অধীনে কাজ করবেন তিনি। স্কট মাইক্রোসফটের ক্লাউড এবং এআই বিভাগের প্রধান। কভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে মাইক্রোসফট বিভিন্ন মাত্রায় মনোযোগী হয়েছে। এই মনোযোগ আগামী বেশ কয়েক বছর অব্যাহত থাকবে বলে সিএনএনকে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভয়েস রিকগনিশনসহ স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে নুয়ান্স। প্রথম সারির এই প্রতিষ্ঠানকে ১ হাজার ৬০০ কোটি ডলারে কেনার ঘোষণা দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এর আগে অন্য কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান কিনতে একবারই এমন খরচ করেছিল মাইক্রোসফট।
নুয়ান্স এর আগে মাইক্রোসফট ক্লাউডের সঙ্গে প্রায় দুই বছর অংশীদার হিসেবে কাজ করেছে। এবার এই ব্যবধান ঘুচিয়ে নুয়ান্সকে পুরোপুরিই নিজের করে নিল মাইক্রোসফট। এর মধ্য দিয়ে মাইক্রোসফট স্বাস্থ্যসেবায় এআই খাতে বড় ধরনের অগ্রগতি দেখবে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, নুয়ান্সের প্রতিটি শেয়ারের জন্য ৫৬ ডলার খরচ করছে মাইক্রোসফট। এই হিসাবে প্রতিষ্ঠানটির মূল্য দাঁড়ায় ১ হাজার ৬০০ কোটি ডলার। পাশাপাশি আগের ঋণের অর্থ যোগ করে মাইক্রোসফট নুয়ান্সের পেছনে মোট খরচ করছে ১ হাজার ৯৭০ কোটি ডলার।
এ চুক্তির সুফল ভোগ করবে মাইক্রোসফটের ক্লাউড, এআই ও স্বাস্থ্যসেবা ব্যবসা। নুয়ান্সের প্রযুক্তি নিজেদের সেবার উন্নয়নে ব্যবহার করবে বলে এরই মধ্যে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা এ সম্পর্কিত এক টুইটে লিখেছেন, ‘এআই হচ্ছে প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং স্বাস্থ্যসেবা এর সবচেয়ে জরুরি প্রয়োগ। স্বাস্থ্যসেবায় এআই নিয়ে এসেছে নুয়ান্স। বাস্তব বিশ্বে ব্যবসায়িক এআইয়ের প্রয়োগের দিক থেকে একে অগ্রদূত বলা যায়।’
এ বিষয়ে ওয়েডবুশ সিকিউরিটির প্রযুক্তি বিশ্লেষক ড্যান আইভস সিএনএনকে বলেন, ‘নুয়ান্সের ড্রাগন অ্যাম্বায়েন্ট এক্সপেরিয়েন্স বা ডিএএক্স-এর ওপরই সম্ভবত নজর ছিল মাইক্রোসফটের। ডিএএক্স মূলত এআই সফটওয়্যার প্যাকেজ, যা রোগী ভর্তি, ডকুমেন্টেশন ও টেলিহেলথ বিষয়ে স্বাস্থ্যকর্মীদের সহায়তা করে। এমনিতেই এটি বর্ধনশীল খাত ছিল। কোভিড-১৯ মহামারীতে এটি আরও ফুলেফেঁপে উঠেছে।’ তিনি বলেন, ‘আগামী বছরগুলোয় যখন মাইক্রোসফট স্বাস্থ্য খাতে কোমর বেঁধে নামার প্রস্তুতি নিচ্ছে, তখন এই ক্রয় একেবারে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। এটি বোঝার জন্য কোনো বড় পণ্ডিত হওয়ার প্রয়োজন পড়ে না।’
নুয়ান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক বেঞ্জামিনই প্রতিষ্ঠানটি চালাবেন বলে জানিয়েছে মাইক্রোসফট। মালিক প্রতিষ্ঠানের স্কট গাথ্রির অধীনে কাজ করবেন তিনি। স্কট মাইক্রোসফটের ক্লাউড এবং এআই বিভাগের প্রধান। কভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্য খাতে মাইক্রোসফট বিভিন্ন মাত্রায় মনোযোগী হয়েছে। এই মনোযোগ আগামী বেশ কয়েক বছর অব্যাহত থাকবে বলে সিএনএনকে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
১৪ ঘণ্টা আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
১৬ ঘণ্টা আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
১৭ ঘণ্টা আগেবর্তমান প্রজন্মের সাজসজ্জায় এসেছে এক অভিনব পরিবর্তন। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে এক ধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুক এখন টিকটকে খুবই জনপ্রিয়। এত দিন চেহারার যেসব ক্লান্তির চিহ্ন লুকানোর চেষ্টা করা হতো, এখন সেটাই ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন ট্রেন্ড।
১৮ ঘণ্টা আগে