নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্র্যান্ড নিউ গাড়ি মানেই বিদেশ থেকে আমদানি করা। সঙ্গে গুনতে হয় কয়েক শ গুণ ভ্যাট ও ট্যাক্স। এসইউভি হলে তো কথাই নেই। হাতের নাগালের বাইরে চলে যায় গাড়ির দাম। গ্রাহককে আর্থিকভাবে স্বস্তি দিতে বাংলাদেশি শিল্প গ্রুপ ফেয়ার টেকনোলজি বাংলাদেশের বাজারে এনেছে স্থানীয়ভাবে সংযোজিত কোরিয়ার হুন্দাই এসইউভি ক্রেটা।
স্থানীয়ভাবে যন্ত্রাংশ সংযোজিত হওয়ায় এই হুন্দাই এসইউভি ক্রেটার দামও থাকছে গ্রাহকের হাতের নাগালে। ২৪ জানুয়ারি ফেয়ার টেকনোলজি হুন্দাই এসইউভি ক্রেটা বাংলাদেশের বাজারে বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
হুন্দাই বাংলাদেশে তৈরি ১ হাজার ৫০০ সিসির দুই ধরনের এসইউভি বাজারে ছেড়েছে। একটি স্ট্যান্ডার্ড আরেকটি লাক্সারিয়াস। স্ট্যান্ডার্ড হুন্দাই এসইউভি ক্রেটার দাম রাখা হয়েছে ৩৪ লাখ ৫০ হাজার টাকা। এর আগে ইন্দোনেশিয়া থেকে আমদানি করে হুন্দাই ক্রেটা বিক্রি করা হতো। সে জন্য দাম পড়ত প্রায় ৪৩ লাখ টাকা।
ক্রেটা মডেলের গাড়িটির আনুষ্ঠানিক বাজারজাতকরণের সময় ফেয়ার টেকনোলজির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুতাসসিম দায়ান গাড়ির বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন।
হুন্দাই ক্রেটার সুবিধাগুলোর মধ্যে আছে:
ফেয়ার টেকনোলজির কর্মকর্তারা জানিয়েছেন, গাজীপুরের কারখানায় প্রায় ১ হাজার যন্ত্রাংশ সংযোজন করছেন তাঁরা। পাশাপাশি গাড়ির রঙের কাজটি সেখানেই করা হচ্ছে। সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতিমালা অনুযায়ী এটি বাংলাদেশের তৈরি গাড়ির মর্যাদা পেয়েছে। সে কারণেই প্রতিষ্ঠানটি তুলনামূলক কম দামে গাড়ি বাজারজাত করতে পারছে।
বাংলাদেশে গাড়ির বাজার মূলত দখল করে আছে রি-কন্ডিশনড গাড়ি। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ পুরোনো গাড়ির বদলে নতুন গাড়ির দিকে ঝুঁকছে। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত হুন্দাই গাড়ি মানুষের এই চাহিদা পূরণ করতে সহায়ক ভূমিকা পালন করবে। বাংলাদেশে নতুন গাড়ি সংযোজন হচ্ছে, এটি আমাদের দেশের জন্য একটি মাইলফলক বলে জানিয়েছেন ফেয়ার টেকনোলজির কর্মকর্তারা। তাঁরা আরও জানিয়েছেন, বাংলাদেশে অ্যাসেম্বলি প্ল্যান্ট করার পেছনের মূল কারণ হচ্ছে, দেশের মানুষকে সাশ্রয়ী দামে নতুন গাড়ি দেওয়া।
ব্র্যান্ড নিউ গাড়ি মানেই বিদেশ থেকে আমদানি করা। সঙ্গে গুনতে হয় কয়েক শ গুণ ভ্যাট ও ট্যাক্স। এসইউভি হলে তো কথাই নেই। হাতের নাগালের বাইরে চলে যায় গাড়ির দাম। গ্রাহককে আর্থিকভাবে স্বস্তি দিতে বাংলাদেশি শিল্প গ্রুপ ফেয়ার টেকনোলজি বাংলাদেশের বাজারে এনেছে স্থানীয়ভাবে সংযোজিত কোরিয়ার হুন্দাই এসইউভি ক্রেটা।
স্থানীয়ভাবে যন্ত্রাংশ সংযোজিত হওয়ায় এই হুন্দাই এসইউভি ক্রেটার দামও থাকছে গ্রাহকের হাতের নাগালে। ২৪ জানুয়ারি ফেয়ার টেকনোলজি হুন্দাই এসইউভি ক্রেটা বাংলাদেশের বাজারে বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
হুন্দাই বাংলাদেশে তৈরি ১ হাজার ৫০০ সিসির দুই ধরনের এসইউভি বাজারে ছেড়েছে। একটি স্ট্যান্ডার্ড আরেকটি লাক্সারিয়াস। স্ট্যান্ডার্ড হুন্দাই এসইউভি ক্রেটার দাম রাখা হয়েছে ৩৪ লাখ ৫০ হাজার টাকা। এর আগে ইন্দোনেশিয়া থেকে আমদানি করে হুন্দাই ক্রেটা বিক্রি করা হতো। সে জন্য দাম পড়ত প্রায় ৪৩ লাখ টাকা।
ক্রেটা মডেলের গাড়িটির আনুষ্ঠানিক বাজারজাতকরণের সময় ফেয়ার টেকনোলজির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুতাসসিম দায়ান গাড়ির বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন।
হুন্দাই ক্রেটার সুবিধাগুলোর মধ্যে আছে:
ফেয়ার টেকনোলজির কর্মকর্তারা জানিয়েছেন, গাজীপুরের কারখানায় প্রায় ১ হাজার যন্ত্রাংশ সংযোজন করছেন তাঁরা। পাশাপাশি গাড়ির রঙের কাজটি সেখানেই করা হচ্ছে। সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ নীতিমালা অনুযায়ী এটি বাংলাদেশের তৈরি গাড়ির মর্যাদা পেয়েছে। সে কারণেই প্রতিষ্ঠানটি তুলনামূলক কম দামে গাড়ি বাজারজাত করতে পারছে।
বাংলাদেশে গাড়ির বাজার মূলত দখল করে আছে রি-কন্ডিশনড গাড়ি। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ পুরোনো গাড়ির বদলে নতুন গাড়ির দিকে ঝুঁকছে। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত হুন্দাই গাড়ি মানুষের এই চাহিদা পূরণ করতে সহায়ক ভূমিকা পালন করবে। বাংলাদেশে নতুন গাড়ি সংযোজন হচ্ছে, এটি আমাদের দেশের জন্য একটি মাইলফলক বলে জানিয়েছেন ফেয়ার টেকনোলজির কর্মকর্তারা। তাঁরা আরও জানিয়েছেন, বাংলাদেশে অ্যাসেম্বলি প্ল্যান্ট করার পেছনের মূল কারণ হচ্ছে, দেশের মানুষকে সাশ্রয়ী দামে নতুন গাড়ি দেওয়া।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
১৪ ঘণ্টা আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
১৬ ঘণ্টা আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
১৭ ঘণ্টা আগেবর্তমান প্রজন্মের সাজসজ্জায় এসেছে এক অভিনব পরিবর্তন। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে এক ধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুক এখন টিকটকে খুবই জনপ্রিয়। এত দিন চেহারার যেসব ক্লান্তির চিহ্ন লুকানোর চেষ্টা করা হতো, এখন সেটাই ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন ট্রেন্ড।
১৮ ঘণ্টা আগে