কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থান আর কোনো ভবিষ্যৎ কল্পনা নয়, এটি এখন বাস্তবতা। এই প্রযুক্তি বিভিন্ন শিল্পকে গতিতে নতুনভাবে গঠন করছে। কিছু মানুষ এআইকে একটি বিপ্লবী হাতিয়ার হিসেবে দেখে, আবার অন্যরা ব্যাপক কর্মসংস্থানের সংকট নিয়ে ভয় পাচ্ছেন। তবে প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটসের মতে, এর মধ্যেও কিছু চাকরি টিকে থাকবে।
গেটস বলেন, আগামী কয়েক বছরে অনেক চাকরি বিলীন করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনেক শিল্পে মানবশ্রমকে স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপন করবে। তবে এই অনিশ্চয়তার মধ্যে তিনি তিনটি পেশার কথা উল্লেখ করেছেন, যা এই বিপ্লবের মধ্যেও টিকে থাকতে পারে—অন্তত বর্তমান পরিস্থিতিতে।
এআই যা প্রতিস্থাপন করতে পারবে না, এমন তিনটি পেশা
১. কোডার
কোডিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত পেশাদারেরা হয়তো তাঁদের চাকরি বজায় রাখতে পারবেন। যদিও এআই কোড তৈরি করতে পারে, তবে এটি এখনো সেই নিখুঁতভাবে সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারেনি, যা জটিল সফটওয়্যার নির্মাণের জন্য প্রয়োজন। গেটস বিশ্বাস করেন, মানুষের প্রোগ্রামারদের উপস্থিতি এখনো অত্যন্ত জরুরি, যারা কোড ডিবাগিং, উন্নতকরণ এবং এআই বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
২ জ্বালানি বিশেষজ্ঞরা
জ্বালানি খাত অত্যন্ত বিস্তৃত এবং জটিল, যা একা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হওয়া সম্ভব নয়। তেল, পারমাণবিক শক্তি বা নবায়নযোগ্য শক্তি—এগুলো সবই এমন খাত, যেখানে বিশেষজ্ঞদের অবদান অপরিহার্য। গেটস বলেন, যদিও এআই বিশ্লেষণ এবং দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক হতে পারে, তবে জটিল সিদ্ধান্ত গ্রহণ এবং সংকট মোকাবিলায় মানব বিশেষজ্ঞদের ভূমিকা কখনোই প্রতিস্থাপিত হবে না। সুতরাং জ্বালানি বিশেষজ্ঞরা এই খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা অদূর ভবিষ্যতেও অপরিহার্য থাকবে।
৩. জীববিজ্ঞানী
বিশেষত চিকিৎসা গবেষণা এবং বৈজ্ঞানিক আবিষ্কারে জীববিজ্ঞানীরা যে সৃজনশীলতা, অন্তর্দৃষ্টি এবং সমালোচনামূলক চিন্তাধারা ব্যবহার করেন, তা এখনো এআই পূর্ণভাবে অনুকরণ করতে পারেন। এআই বিশাল ডেটা সেট বিশ্লেষণে এবং রোগনির্ণয়ে সাহায্য করতে পারলেও এটি নতুন ধারণা তৈরিতে বা গবেষণায় মৌলিক অবদান রাখতে পারে না। গেটস মনে করেন, যেখানে জীববিজ্ঞানীরা চিকিৎসা উন্নয়ন এবং জীবনের জটিলতাগুলো বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে এআই একটি শক্তিশালী টুল হিসেবে থাকবে, প্রতিস্থাপনকারী হিসেবে নয়।
তবে গেটস এই ভবিষ্যদ্বাণীকে নিখুঁত বলে মেনে নিচ্ছেন না এবং তিনি সতর্ক করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ভবিষ্যতে আরও জটিল হতে পারে। শিল্পবিপ্লব ও ইন্টারনেট মানবশক্তিকে পরিবর্তন করেছে, তেমনি আমাদের কাজ করার ধরন এবং কী ধরনের দক্ষতা মূল্যবান থাকবে, তা নতুনভাবে সংজ্ঞায়িত করবে এআই।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থান আর কোনো ভবিষ্যৎ কল্পনা নয়, এটি এখন বাস্তবতা। এই প্রযুক্তি বিভিন্ন শিল্পকে গতিতে নতুনভাবে গঠন করছে। কিছু মানুষ এআইকে একটি বিপ্লবী হাতিয়ার হিসেবে দেখে, আবার অন্যরা ব্যাপক কর্মসংস্থানের সংকট নিয়ে ভয় পাচ্ছেন। তবে প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটসের মতে, এর মধ্যেও কিছু চাকরি টিকে থাকবে।
গেটস বলেন, আগামী কয়েক বছরে অনেক চাকরি বিলীন করে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনেক শিল্পে মানবশ্রমকে স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপন করবে। তবে এই অনিশ্চয়তার মধ্যে তিনি তিনটি পেশার কথা উল্লেখ করেছেন, যা এই বিপ্লবের মধ্যেও টিকে থাকতে পারে—অন্তত বর্তমান পরিস্থিতিতে।
এআই যা প্রতিস্থাপন করতে পারবে না, এমন তিনটি পেশা
১. কোডার
কোডিং বা সফটওয়্যার ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত পেশাদারেরা হয়তো তাঁদের চাকরি বজায় রাখতে পারবেন। যদিও এআই কোড তৈরি করতে পারে, তবে এটি এখনো সেই নিখুঁতভাবে সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারেনি, যা জটিল সফটওয়্যার নির্মাণের জন্য প্রয়োজন। গেটস বিশ্বাস করেন, মানুষের প্রোগ্রামারদের উপস্থিতি এখনো অত্যন্ত জরুরি, যারা কোড ডিবাগিং, উন্নতকরণ এবং এআই বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
২ জ্বালানি বিশেষজ্ঞরা
জ্বালানি খাত অত্যন্ত বিস্তৃত এবং জটিল, যা একা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হওয়া সম্ভব নয়। তেল, পারমাণবিক শক্তি বা নবায়নযোগ্য শক্তি—এগুলো সবই এমন খাত, যেখানে বিশেষজ্ঞদের অবদান অপরিহার্য। গেটস বলেন, যদিও এআই বিশ্লেষণ এবং দক্ষতা বৃদ্ধি করতে সহায়ক হতে পারে, তবে জটিল সিদ্ধান্ত গ্রহণ এবং সংকট মোকাবিলায় মানব বিশেষজ্ঞদের ভূমিকা কখনোই প্রতিস্থাপিত হবে না। সুতরাং জ্বালানি বিশেষজ্ঞরা এই খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যা অদূর ভবিষ্যতেও অপরিহার্য থাকবে।
৩. জীববিজ্ঞানী
বিশেষত চিকিৎসা গবেষণা এবং বৈজ্ঞানিক আবিষ্কারে জীববিজ্ঞানীরা যে সৃজনশীলতা, অন্তর্দৃষ্টি এবং সমালোচনামূলক চিন্তাধারা ব্যবহার করেন, তা এখনো এআই পূর্ণভাবে অনুকরণ করতে পারেন। এআই বিশাল ডেটা সেট বিশ্লেষণে এবং রোগনির্ণয়ে সাহায্য করতে পারলেও এটি নতুন ধারণা তৈরিতে বা গবেষণায় মৌলিক অবদান রাখতে পারে না। গেটস মনে করেন, যেখানে জীববিজ্ঞানীরা চিকিৎসা উন্নয়ন এবং জীবনের জটিলতাগুলো বুঝতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেখানে এআই একটি শক্তিশালী টুল হিসেবে থাকবে, প্রতিস্থাপনকারী হিসেবে নয়।
তবে গেটস এই ভবিষ্যদ্বাণীকে নিখুঁত বলে মেনে নিচ্ছেন না এবং তিনি সতর্ক করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ভবিষ্যতে আরও জটিল হতে পারে। শিল্পবিপ্লব ও ইন্টারনেট মানবশক্তিকে পরিবর্তন করেছে, তেমনি আমাদের কাজ করার ধরন এবং কী ধরনের দক্ষতা মূল্যবান থাকবে, তা নতুনভাবে সংজ্ঞায়িত করবে এআই।
অ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
৮ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৩ ঘণ্টা আগেঅ্যাপলের অ্যাপ স্টোর নীতিমালা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা এবং এক্সএআইয়ের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পিন করা একটি পোস্টে মাস্ক দাবি করেন, অ্যাপল ইচ্ছাকৃতভাবে ওপেনএআই ছাড়া অন্য কোনো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কোম্পানিকে অ্যাপ স্টোরের র্য
১৪ ঘণ্টা আগে