এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবার কার্যক্রম শুরু করেছে বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপ। গত শুক্রবার অবজারভেটরিতে একটি ব্যাকআপ কম্পিউটারের সঙ্গে এ টেলিস্কোপের সংযোগ করতে সক্ষম হয় নাসার বিজ্ঞানীরা। আগের মতো হাবল ঠিকঠাক চলছে কি না তা খুঁটিয়ে দেখতে এর ওপর বিশেষ পর্যবেক্ষণ শুরু করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি।
মহাকাশের চমৎকার সব দৃশ্যের ধারক হাবল টেলিস্কোপ গত ১৩ জুন বন্ধ হয়ে যায়। প্রথমে বন্ধের কারণ জানতে হিমশিম খেতে হয় বিজ্ঞানীদের। এরপর তাঁরা পর্যবেক্ষণ করে দেখেন, মহাকাশযানের পাওয়ার কন্ট্রোল ইউনিটে (পিসিইউ) জটিলতা দেখা দেওয়ায় বন্ধ হয়ে যায় হাবল। একে ব্যাকআপ হার্ডওয়্যারে যুক্ত করে সমস্যার সমাধান করা হয়েছে।
মহাকাশের বিচিত্র ও অনবদ্য ছবি তুলে বিখ্যাত হয়ে আছে হাবল স্পেস টেলিস্কোপ। হাবলের পাঠানো মহাকাশের এসব চিত্তাকর্ষক দৃশ্য ছড়িয়ে দেয় মুগ্ধতা। এই টেলিস্কোপ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ছায়াপথের দৃশ্য ধারণ করেছে, বহু দূরে থাকা কত-শত নক্ষত্রের জন্ম হতে দেখেছে; আবার তাদের মৃত্যুবরণ করতেও দেখেছে। খালি চোখে দেখতে না পাওয়া ছায়াপথের দৃশ্য এনে দিয়েছে বড় এবং পরিষ্কার করে। ধারণ করেছে ধূমকেতুর খণ্ড খণ্ড হয়ে যাওয়ার দৃশ্য।
‘হাবল একটি আইকন। তিন দশকের বেশি সময় ধরে মহাকাশের নান্দনিক সব ছবি পাঠিয়ে আসছে। হাবল টিমে থাকতে পেরে আমি গর্বিত।’ এমনটাই বলছিলেন মহাকাশ সংস্থা নাসার প্রধান বিল নেলসন। তাঁরা মনে করছেন, আরও বহু বছর হাবল ঠিকমতো কাজ করতে পারবে। যদিও এর কাজ সহজ করে দিতে আসছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।
এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আবার কার্যক্রম শুরু করেছে বিখ্যাত হাবল স্পেস টেলিস্কোপ। গত শুক্রবার অবজারভেটরিতে একটি ব্যাকআপ কম্পিউটারের সঙ্গে এ টেলিস্কোপের সংযোগ করতে সক্ষম হয় নাসার বিজ্ঞানীরা। আগের মতো হাবল ঠিকঠাক চলছে কি না তা খুঁটিয়ে দেখতে এর ওপর বিশেষ পর্যবেক্ষণ শুরু করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি।
মহাকাশের চমৎকার সব দৃশ্যের ধারক হাবল টেলিস্কোপ গত ১৩ জুন বন্ধ হয়ে যায়। প্রথমে বন্ধের কারণ জানতে হিমশিম খেতে হয় বিজ্ঞানীদের। এরপর তাঁরা পর্যবেক্ষণ করে দেখেন, মহাকাশযানের পাওয়ার কন্ট্রোল ইউনিটে (পিসিইউ) জটিলতা দেখা দেওয়ায় বন্ধ হয়ে যায় হাবল। একে ব্যাকআপ হার্ডওয়্যারে যুক্ত করে সমস্যার সমাধান করা হয়েছে।
মহাকাশের বিচিত্র ও অনবদ্য ছবি তুলে বিখ্যাত হয়ে আছে হাবল স্পেস টেলিস্কোপ। হাবলের পাঠানো মহাকাশের এসব চিত্তাকর্ষক দৃশ্য ছড়িয়ে দেয় মুগ্ধতা। এই টেলিস্কোপ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ছায়াপথের দৃশ্য ধারণ করেছে, বহু দূরে থাকা কত-শত নক্ষত্রের জন্ম হতে দেখেছে; আবার তাদের মৃত্যুবরণ করতেও দেখেছে। খালি চোখে দেখতে না পাওয়া ছায়াপথের দৃশ্য এনে দিয়েছে বড় এবং পরিষ্কার করে। ধারণ করেছে ধূমকেতুর খণ্ড খণ্ড হয়ে যাওয়ার দৃশ্য।
‘হাবল একটি আইকন। তিন দশকের বেশি সময় ধরে মহাকাশের নান্দনিক সব ছবি পাঠিয়ে আসছে। হাবল টিমে থাকতে পেরে আমি গর্বিত।’ এমনটাই বলছিলেন মহাকাশ সংস্থা নাসার প্রধান বিল নেলসন। তাঁরা মনে করছেন, আরও বহু বছর হাবল ঠিকমতো কাজ করতে পারবে। যদিও এর কাজ সহজ করে দিতে আসছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।
আগামী সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের আইফোন ১৭। তবে অ্যাপল অফিশিয়ালি তাদের আইফোন ১৭ বাজারে আনার আগেই এর কিছু নকল সংস্করণ ছড়িয়ে পড়েছে। অ্যান্ড্রয়েডে চলা এ ফোনগুলো দেখতে হুবহু অ্যাপলের ডিজাইনের মতো, যা ক্রেতাদের বিভ্রান্ত করছে।
১০ ঘণ্টা আগেআমাজন ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মা জ্যাকি বেজোস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল বৃহস্পতিবার মায়ামিতে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেজোস ফ্যামিলি ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবরটি জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগেতিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
১৭ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
২১ ঘণ্টা আগে