আর্থিক ক্ষতি পোষাতে ও বাজারের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হাজার হাজার কর্মী ছাঁটায়ের ঘোষণা দিল ইন্টেল। সেই সঙ্গে কোম্পানিটির শেয়ার দর উল্লেখযোগ্যভাবে কমায় ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের চাহিদা মেটাতে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, কম্পিউটার চিপ শিল্পে বড় অবদান রাখে ইন্টেল। তবে কোম্পানিটি কঠিন সময়ের মুখোমুখি হচ্ছে। এই বছর ইন্টেলের শেয়ার দর প্রায় ৪০ শতাংশ কমেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহৃত চিপগুলোর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে লড়াই করছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য কোম্পানিটি কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে খরচ কমানোর পরিকল্পনা করছে।
উৎপাদন প্রক্রিয়ার উন্নতি, নতুন প্রযুক্তিতে বিনিয়োগ ও নতুন বাজার অন্বেষণের দিকে মনোনিবেশ করছেন ইন্টেলের সিইও।
২০২২ সালের অক্টোবরে, ইন্টেল খরচ কমানোর পরিকল্পনা হাতে নিয়েছিল। কোম্পানিটির কর্মী সংখ্যা কমানো এই পরিকল্পনার অংশ ছিল। ২০২৩ সালে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার খরচ কমানোর চিন্তা করেছিল কোম্পানিটি। এ জন্য ১ লাখ ৩১ হাজার ৯০০ থেকে ১ লাখ ২৪ হাজার ৮০০ জনে কর্মী সংখ্যা কমিয়ে আনা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ৮ বিলিয়ন বা ৮০০ কোটি থেকে থেকে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার কমিয়ে ফেলতে পারবে বলে কোম্পানিটি আশা করে।
তবে বিশ্লেষকদের মতে, ইন্টেলের এই বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) আয় গত বছরের মতোই হবে। তারা ভবিষ্যদ্বাণী করেছে কোম্পানিটির ডেটা সেন্টার ও এআই ব্যবসাগুলো প্রায় ২৩ শতাংশ কমে যাবে।
ইন্টেল সব সময় নিজস্ব চিপ তৈরি করেছে। কিন্তু এখন অন্যান্য কোম্পানির জন্যও চিপ তৈরি করে।
উত্তর আমেরিকায় চিপ উৎপাদনের জন্য নতুন সরকারি উদ্যোগ ভবিষ্যতে ইন্টেলকে লাভবান করবে বলে আশা করেন বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো চিপের জন্য তাইওয়ানের ওপর নির্ভরতা কমানো ও দেশটির সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করা। তাইওয়ান যুক্তরাষ্ট্রের প্রধান চিপ সরবরাহকারী।
সুতরাং, ইন্টেল আর্থিক ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ও প্রযুক্তিগত বিষয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে চাকরি ছাঁটাইয়ের মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে। এর মাধ্যমে প্রযুক্তি খাতের প্রতিযোগিতায় টিকে থাকবে বলে আশা করছে কোম্পানিটি।
আর্থিক ক্ষতি পোষাতে ও বাজারের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হাজার হাজার কর্মী ছাঁটায়ের ঘোষণা দিল ইন্টেল। সেই সঙ্গে কোম্পানিটির শেয়ার দর উল্লেখযোগ্যভাবে কমায় ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের চাহিদা মেটাতে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, কম্পিউটার চিপ শিল্পে বড় অবদান রাখে ইন্টেল। তবে কোম্পানিটি কঠিন সময়ের মুখোমুখি হচ্ছে। এই বছর ইন্টেলের শেয়ার দর প্রায় ৪০ শতাংশ কমেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অ্যাপ্লিকেশনগুলোতে ব্যবহৃত চিপগুলোর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে লড়াই করছে। এই সমস্যাগুলো সমাধানের জন্য কোম্পানিটি কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে খরচ কমানোর পরিকল্পনা করছে।
উৎপাদন প্রক্রিয়ার উন্নতি, নতুন প্রযুক্তিতে বিনিয়োগ ও নতুন বাজার অন্বেষণের দিকে মনোনিবেশ করছেন ইন্টেলের সিইও।
২০২২ সালের অক্টোবরে, ইন্টেল খরচ কমানোর পরিকল্পনা হাতে নিয়েছিল। কোম্পানিটির কর্মী সংখ্যা কমানো এই পরিকল্পনার অংশ ছিল। ২০২৩ সালে ৩ বিলিয়ন বা ৩০০ কোটি ডলার খরচ কমানোর চিন্তা করেছিল কোম্পানিটি। এ জন্য ১ লাখ ৩১ হাজার ৯০০ থেকে ১ লাখ ২৪ হাজার ৮০০ জনে কর্মী সংখ্যা কমিয়ে আনা হয়। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ৮ বিলিয়ন বা ৮০০ কোটি থেকে থেকে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার কমিয়ে ফেলতে পারবে বলে কোম্পানিটি আশা করে।
তবে বিশ্লেষকদের মতে, ইন্টেলের এই বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল–জুন) আয় গত বছরের মতোই হবে। তারা ভবিষ্যদ্বাণী করেছে কোম্পানিটির ডেটা সেন্টার ও এআই ব্যবসাগুলো প্রায় ২৩ শতাংশ কমে যাবে।
ইন্টেল সব সময় নিজস্ব চিপ তৈরি করেছে। কিন্তু এখন অন্যান্য কোম্পানির জন্যও চিপ তৈরি করে।
উত্তর আমেরিকায় চিপ উৎপাদনের জন্য নতুন সরকারি উদ্যোগ ভবিষ্যতে ইন্টেলকে লাভবান করবে বলে আশা করেন বিনিয়োগকারীরা। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো চিপের জন্য তাইওয়ানের ওপর নির্ভরতা কমানো ও দেশটির সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করা। তাইওয়ান যুক্তরাষ্ট্রের প্রধান চিপ সরবরাহকারী।
সুতরাং, ইন্টেল আর্থিক ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে ও প্রযুক্তিগত বিষয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে চাকরি ছাঁটাইয়ের মতো কঠোর পদক্ষেপ নিচ্ছে। এর মাধ্যমে প্রযুক্তি খাতের প্রতিযোগিতায় টিকে থাকবে বলে আশা করছে কোম্পানিটি।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
১৩ ঘণ্টা আগেএকটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরেকটি খুলছেন হানিন আল-বাতাশ। গত ছয় মাসে তিনি ৮০টিরও বেশি ব্লুস্কাই অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি গাজাবাসীরা এখন দুধ ও ময়দার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। জীবন রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চেয়ে ব্লুস্কাই
১৩ ঘণ্টা আগেনীতিবিরোধী কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো মানুষের দক্ষতা সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে জটিল বা প্রসঙ্গভিত্তিক কনটেন্ট বিশ্লেষণে মানব কনটেন্ট মডারেটররা এআইয়ের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে। তবে এই নির্ভুল যাচাইয়ের পেছনে রয়েছে একটি বড়...
১৭ ঘণ্টা আগেদাবা খেলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে পরাজিত করল স্যাম অল্টম্যানের ওপেনএআই। দাবা খেলায় কোন এআই সেরা তা নির্ধারণ করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
১৮ ঘণ্টা আগে