ফ্লপি ডিস্কে এবং পুরাতন যুগের প্রযুক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন জাপানের ডিজিটাল মন্ত্রী তারো কোনো। সরকারি আমলাদের অনলাইন পরিষেবা ব্যবহারের অনুমোদন দিতে প্রয়োজনে আইন হালনাগাদ করার কথাও বলেছেন তিনি।
মন্ত্রী তারো জানিয়েছেন, এখনো প্রায় ১ হাজার ৯০০টি সরকারি অফিসে ব্যবহারের জন্য সিডি এবং মিনি-ডিস্কের মতো স্টোরেজ ডিভাইসের ব্যবসা চালু রাখতে হচ্ছে। এটা বন্ধ করতে প্রয়োজনে আইন পরিবর্তনের কথা বলেছেন মন্ত্রী।
মজার ব্যাপার হলো, উদ্ভাবনী হাই-টেক গ্যাজেটের জন্য খ্যাতি থাকা সত্ত্বেও জাপানের অফিস সংস্কৃতিতে পুরোনো অপ্রচলিত প্রযুক্তি আঁকড়ে ধরে রাখার কুখ্যাতি রয়েছে।
ফ্লপি ডিস্ক—স্টোরেজ ডিভাইসটি নমনীয় বা বাঁকানো যেত বলেই এমন নামা রাখা হয়েছিল। ১৯৬০-এর দশকের শেষের দিকে এই ডিভাইস উদ্ভাবন করা হয়। তবে দ্রুতই আরও কার্যকর স্টোরেজ ডিভাইস উদ্ভাবনের ধারাবাহিকতায় তিন দশক পরেই বাজার থেকে উধাও হয়ে যায়।
যেমন, ৩২ জিবি তথ্য সংরক্ষণে সক্ষম একটি মেমরি স্টিকের (পেনড্রাইভ) সমান ডেটা ধারণ করতে ফ্লপি ডিস্ক লাগবে ২০ হাজারের বেশি।
তবে বর্গাকৃতির ডিভাইসটি স্টোরেজ প্রযুক্তির উন্নতির একটি সাক্ষী। এ কারণে অনেকে এটিকে আইকনিক প্রযুক্তি হিসেবে হাতের কাছে রাখতে চান।
জাপানের একটি সরকারি কমিটি অনুসন্ধানে দেখেছে, প্রায় ১ হাজার ৯০০টি অফিসে অ্যাপ্লিকেশন তৈরি বা ডেটা সংরক্ষণের জন্য ফ্লপি ডিস্কের মতো স্টোরেজ মিডিয়া ব্যবহার করা হয়।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রযুক্তিমন্ত্রী তারো কোনো সরকারি অফিস এতো পুরোনো ডিভাইস ব্যবহারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমি ফ্যাক্স মেশিন থেকে মুক্তি পেতে চাই। এটি করারই পরিকল্পনা করছি।’ স্টোরেজ ডিভাইস প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকাল কি কেউ ফ্লপি ডিস্ক কেনে?’
পুরানো দিনের অভ্যাস ধরে রাখার জন্য জাপান কিন্তু এই প্রথম শিরোনাম হয়নি। আকর্ষণীয় ও বহু আকাঙ্ক্ষিত নতুন পণ্য বিকাশে জাপানের সুনাম বিশ্বব্যাপী। কিন্তু সেই দেশের মানুষের এমন প্রবণতা একটা বড় প্যারাডক্স।
এর পেছনে দুর্বল ডিজিটাল সাক্ষরতা এবং রক্ষণশীল মনোভাবসহ আমলাতান্ত্রিক সংস্কৃতিকেই অনেকে দায়ী করেন।
জাপানের সাইবার-নিরাপত্তা মন্ত্রী ২০১৮ সালে স্বীকার করেছিলেন, তিনি কখনই কম্পিউটার ব্যবহার করেননি। আইটি সম্পর্কিত কাজগুলো সব সময়ই তিনি কর্মীদের ঘাড়ে চাপিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও ২০১০-এর দশকে পারমাণবিক অস্ত্রের বহর তত্ত্বাবধানে ফ্লপি ডিস্ক ব্যবহার করেছেন বলে জানা গিয়েছিল। ওই দশকের শেষের দিকে ফ্লপি ডিস্কের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়।
ফ্লপি ডিস্কে এবং পুরাতন যুগের প্রযুক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন জাপানের ডিজিটাল মন্ত্রী তারো কোনো। সরকারি আমলাদের অনলাইন পরিষেবা ব্যবহারের অনুমোদন দিতে প্রয়োজনে আইন হালনাগাদ করার কথাও বলেছেন তিনি।
মন্ত্রী তারো জানিয়েছেন, এখনো প্রায় ১ হাজার ৯০০টি সরকারি অফিসে ব্যবহারের জন্য সিডি এবং মিনি-ডিস্কের মতো স্টোরেজ ডিভাইসের ব্যবসা চালু রাখতে হচ্ছে। এটা বন্ধ করতে প্রয়োজনে আইন পরিবর্তনের কথা বলেছেন মন্ত্রী।
মজার ব্যাপার হলো, উদ্ভাবনী হাই-টেক গ্যাজেটের জন্য খ্যাতি থাকা সত্ত্বেও জাপানের অফিস সংস্কৃতিতে পুরোনো অপ্রচলিত প্রযুক্তি আঁকড়ে ধরে রাখার কুখ্যাতি রয়েছে।
ফ্লপি ডিস্ক—স্টোরেজ ডিভাইসটি নমনীয় বা বাঁকানো যেত বলেই এমন নামা রাখা হয়েছিল। ১৯৬০-এর দশকের শেষের দিকে এই ডিভাইস উদ্ভাবন করা হয়। তবে দ্রুতই আরও কার্যকর স্টোরেজ ডিভাইস উদ্ভাবনের ধারাবাহিকতায় তিন দশক পরেই বাজার থেকে উধাও হয়ে যায়।
যেমন, ৩২ জিবি তথ্য সংরক্ষণে সক্ষম একটি মেমরি স্টিকের (পেনড্রাইভ) সমান ডেটা ধারণ করতে ফ্লপি ডিস্ক লাগবে ২০ হাজারের বেশি।
তবে বর্গাকৃতির ডিভাইসটি স্টোরেজ প্রযুক্তির উন্নতির একটি সাক্ষী। এ কারণে অনেকে এটিকে আইকনিক প্রযুক্তি হিসেবে হাতের কাছে রাখতে চান।
জাপানের একটি সরকারি কমিটি অনুসন্ধানে দেখেছে, প্রায় ১ হাজার ৯০০টি অফিসে অ্যাপ্লিকেশন তৈরি বা ডেটা সংরক্ষণের জন্য ফ্লপি ডিস্কের মতো স্টোরেজ মিডিয়া ব্যবহার করা হয়।
গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রযুক্তিমন্ত্রী তারো কোনো সরকারি অফিস এতো পুরোনো ডিভাইস ব্যবহারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমি ফ্যাক্স মেশিন থেকে মুক্তি পেতে চাই। এটি করারই পরিকল্পনা করছি।’ স্টোরেজ ডিভাইস প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকাল কি কেউ ফ্লপি ডিস্ক কেনে?’
পুরানো দিনের অভ্যাস ধরে রাখার জন্য জাপান কিন্তু এই প্রথম শিরোনাম হয়নি। আকর্ষণীয় ও বহু আকাঙ্ক্ষিত নতুন পণ্য বিকাশে জাপানের সুনাম বিশ্বব্যাপী। কিন্তু সেই দেশের মানুষের এমন প্রবণতা একটা বড় প্যারাডক্স।
এর পেছনে দুর্বল ডিজিটাল সাক্ষরতা এবং রক্ষণশীল মনোভাবসহ আমলাতান্ত্রিক সংস্কৃতিকেই অনেকে দায়ী করেন।
জাপানের সাইবার-নিরাপত্তা মন্ত্রী ২০১৮ সালে স্বীকার করেছিলেন, তিনি কখনই কম্পিউটার ব্যবহার করেননি। আইটি সম্পর্কিত কাজগুলো সব সময়ই তিনি কর্মীদের ঘাড়ে চাপিয়েছেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও ২০১০-এর দশকে পারমাণবিক অস্ত্রের বহর তত্ত্বাবধানে ফ্লপি ডিস্ক ব্যবহার করেছেন বলে জানা গিয়েছিল। ওই দশকের শেষের দিকে ফ্লপি ডিস্কের ব্যবহার সম্পূর্ণ বন্ধ হয়।
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১৫ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১৫ ঘণ্টা আগে