মোবাইল ইন্টারনেট গতির সূচকে আরও ৬ ধাপ পিছিয়ে ১১২ তম অবস্থানে নেমে এসেছে বাংলাদেশ। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের সর্বশেষ মার্চ মাসের সূচকে এমনটি উঠে এসেছে। এর আগে ফেব্রুয়ারিতে ১৪৮টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১০৬ তম।
এই সূচকে মূলত একটি দেশে ইন্টারনেট সেবার মান কেমন, তাই ফুটে ওঠে। এ ক্ষেত্রে আপলোড-ডাউনলোডের গতি, মোবাইল ইন্টারনেট ও ওয়াইফাইসহ অন্যান্য বিষয় আমলে নেওয়া হয়।
এতে দেখা গেছে, মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবনতি হয়েছে। ফেব্রুয়ারির তুলনায় মার্চে ১ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১০৮ তম।
মোবাইল ইন্টারনেট
ওকলার প্রতিবেদন মতে, মার্চে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি ২৪ দশমিক ৫৯ এমবিপিএস, যেখানে আপলোডের গতি ১১ দশমিক ৫৩ এমবিপিএস ছিল।
তালিকার শীর্ষে আছে কাতার। দেশটির ডাউনলোডের ক্ষেত্রে গড় গতি ৩১৩ দশমিক ৩০ এমবিপিএস ও আপলোডের ক্ষেত্রে গতি ২৭ দশমিক ৫৩ এমবিপিএস। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত।
প্রতিবেশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১৬ তম, মালদ্বীপ ৩২ তম, মায়ানমার ১০৪ তম, শ্রীলঙ্কা ১২৩ তম, পাকিস্তান ১২৭ তম আফগানিস্তান ১৪৫ তম এবং নেপাল ১৩৬ তম স্থানে রয়েছে।
অপরদিকে, তালিকায় সবচেয়ে নিচে রয়েছে কিউবা। লাতিন আমেরিকার দেশটিতে ইন্টারনেটের গড় গতি মাত্র ৪ দশমিক ১ এমবিপিএস।
ব্রডব্যান্ড ইন্টারনেট
ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে ডাউনলোডে ৪৪ দশমিক ২৫ এমবিপিএস ও আপলোডে ৪৩ দশমিক ৬১ এমবিপিএস গতি নিয়ে মোবাইল ইন্টারনেটের তুলনায় এগিয়ে থাকলেও ফেব্রুয়ারির তুলনায় র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ।
প্রতিবেদনে বাংলাদেশের ইন্টারনেট গতির সঙ্গে প্রতিবেশী দেশগুলোরও তুলনা করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ভারত ৯২ তম, মালদ্বীপ ১৬৬ তম, মায়ানমার ১৪৩ তম, শ্রীলঙ্কা ১৩৮ তম, পাকিস্তান ১৫৩ তম আফগানিস্তান ১৮১ তম এবং নেপাল ৮৪ তম স্থানে রয়েছে।
ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রেও ২ দশমিক ৯২ এমবিপিএস নিয়ে সবার তলানিতে রয়েছে কিউবা।
ওকলার সর্বশেষ প্রতিবেদনে বাংলালিংক, গ্রামীণফোন, এয়ারটেল, রবি এবং রাষ্ট্রায়ত্ত টেলিটকের উন্নতি তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে গড় ডাউনলোড গতির দিক থেকে ২৬ দশমিক ৭৪ এমবিপিএস নিয়ে শীর্ষে ছিল বাংলালিংক। এরপর ২৪ দশমিক ৬২ এমবিপিএস নিয়ে রবি দ্বিতীয় এবং ২৩ দশমিক ১৮ এমবিপিএস নিয়ে এয়ারটেল তৃত্বীয় স্থানে রয়েছে। গ্রামীণফোন এবং টেলিটকের গতি যথাক্রমে ২১ দশমিক ৭৮ এমবিপিএস এবং ৬ দশমিক ০৫ এমবিপিএস ছিল।
মোবাইল ইন্টারনেট গতির সূচকে আরও ৬ ধাপ পিছিয়ে ১১২ তম অবস্থানে নেমে এসেছে বাংলাদেশ। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের সর্বশেষ মার্চ মাসের সূচকে এমনটি উঠে এসেছে। এর আগে ফেব্রুয়ারিতে ১৪৮টি দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১০৬ তম।
এই সূচকে মূলত একটি দেশে ইন্টারনেট সেবার মান কেমন, তাই ফুটে ওঠে। এ ক্ষেত্রে আপলোড-ডাউনলোডের গতি, মোবাইল ইন্টারনেট ও ওয়াইফাইসহ অন্যান্য বিষয় আমলে নেওয়া হয়।
এতে দেখা গেছে, মোবাইল ইন্টারনেটের পাশাপাশি ব্রডব্যান্ড ইন্টারনেট সূচকেও বাংলাদেশের অবনতি হয়েছে। ফেব্রুয়ারির তুলনায় মার্চে ১ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১০৮ তম।
মোবাইল ইন্টারনেট
ওকলার প্রতিবেদন মতে, মার্চে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ডাউনলোডের গড় গতি ২৪ দশমিক ৫৯ এমবিপিএস, যেখানে আপলোডের গতি ১১ দশমিক ৫৩ এমবিপিএস ছিল।
তালিকার শীর্ষে আছে কাতার। দেশটির ডাউনলোডের ক্ষেত্রে গড় গতি ৩১৩ দশমিক ৩০ এমবিপিএস ও আপলোডের ক্ষেত্রে গতি ২৭ দশমিক ৫৩ এমবিপিএস। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত।
প্রতিবেশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ১৬ তম, মালদ্বীপ ৩২ তম, মায়ানমার ১০৪ তম, শ্রীলঙ্কা ১২৩ তম, পাকিস্তান ১২৭ তম আফগানিস্তান ১৪৫ তম এবং নেপাল ১৩৬ তম স্থানে রয়েছে।
অপরদিকে, তালিকায় সবচেয়ে নিচে রয়েছে কিউবা। লাতিন আমেরিকার দেশটিতে ইন্টারনেটের গড় গতি মাত্র ৪ দশমিক ১ এমবিপিএস।
ব্রডব্যান্ড ইন্টারনেট
ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে ডাউনলোডে ৪৪ দশমিক ২৫ এমবিপিএস ও আপলোডে ৪৩ দশমিক ৬১ এমবিপিএস গতি নিয়ে মোবাইল ইন্টারনেটের তুলনায় এগিয়ে থাকলেও ফেব্রুয়ারির তুলনায় র্যাংকিংয়ে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ।
প্রতিবেদনে বাংলাদেশের ইন্টারনেট গতির সঙ্গে প্রতিবেশী দেশগুলোরও তুলনা করা হয়েছে। দক্ষিণ এশিয়ায় ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ভারত ৯২ তম, মালদ্বীপ ১৬৬ তম, মায়ানমার ১৪৩ তম, শ্রীলঙ্কা ১৩৮ তম, পাকিস্তান ১৫৩ তম আফগানিস্তান ১৮১ তম এবং নেপাল ৮৪ তম স্থানে রয়েছে।
ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রেও ২ দশমিক ৯২ এমবিপিএস নিয়ে সবার তলানিতে রয়েছে কিউবা।
ওকলার সর্বশেষ প্রতিবেদনে বাংলালিংক, গ্রামীণফোন, এয়ারটেল, রবি এবং রাষ্ট্রায়ত্ত টেলিটকের উন্নতি তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে গড় ডাউনলোড গতির দিক থেকে ২৬ দশমিক ৭৪ এমবিপিএস নিয়ে শীর্ষে ছিল বাংলালিংক। এরপর ২৪ দশমিক ৬২ এমবিপিএস নিয়ে রবি দ্বিতীয় এবং ২৩ দশমিক ১৮ এমবিপিএস নিয়ে এয়ারটেল তৃত্বীয় স্থানে রয়েছে। গ্রামীণফোন এবং টেলিটকের গতি যথাক্রমে ২১ দশমিক ৭৮ এমবিপিএস এবং ৬ দশমিক ০৫ এমবিপিএস ছিল।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
১৪ ঘণ্টা আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
১৬ ঘণ্টা আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
১৭ ঘণ্টা আগেবর্তমান প্রজন্মের সাজসজ্জায় এসেছে এক অভিনব পরিবর্তন। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে এক ধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুক এখন টিকটকে খুবই জনপ্রিয়। এত দিন চেহারার যেসব ক্লান্তির চিহ্ন লুকানোর চেষ্টা করা হতো, এখন সেটাই ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন ট্রেন্ড।
১৮ ঘণ্টা আগে