মেহেদী হাসান তুহিন
আপনি যদি মনে করেন যে স্মার্টফোনের কভার বেছে নেওয়া মাত্র কয়েক মিনিটের ব্যাপার এবং এর জন্য ভাবনার তেমন কোনো প্রয়োজন নেই, তাহলে ভুল ভাবছেন।
আপনার হাতের স্মার্টফোনটি এখন আধুনিক প্রযুক্তিতে ঠাসা সব ফিচার-সংবলিত। আর এ জন্যই এর সঙ্গে তাল মিলিয়ে ফোনের কভারেও এসেছে আধুনিকতার ছোঁয়া। সেগুলোতেও এসেছে বৈচিত্র্যপূর্ণ স্মার্ট সব ফিচার।
কভারই আপনার শখের দামি মোবাইল ফোনকে যেকোনো ধরনের ক্ষতি ও দুর্ঘটনা থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখে। এখন বাজারে বিভিন্ন ধরনের স্মার্ট কভার পাওয়া যায়।
মোমেন্ট ফটো কেস
দ্য মোমেন্ট ফটো কেস ডিজাইন করা হয়েছে পিক্সে, আইফোন, ওয়ান প্লাস কিংবা স্যামসাং গ্যালাক্সির মতো বিশ্বের শীর্ষ ক্যামেরা ফোনগুলোকে লক্ষ্য করে। ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখতে এতে ব্যবহার করা হয়েছে একটি পাতলা, শক প্রুফ রাবারের তৈরি বডি যা ড্রপ এবং স্ক্র্যাপ থেকে রক্ষা করে।
মোমেন্ট পিক্সেল ফটো কেসটিতে একটি লেন্স সংযুক্ত থাকে। সেটি দিয়ে মোমেন্টের অ্যাডঅন স্মার্টফোন লেন্সে নিরাপদে সংযুক্ত করা যায়।
এই কেসটিতে একটি স্ট্রিপ সংযুক্ত আছে, যা আপনার ক্যামেরা ফোনকে ধরে রাখতে সাহায্য করবে। এই কেস বা কভারটি তার ছাড়া অর্থাৎ কিউআই যুক্ত চার্জিং প্যাডে রেখে চার্জ করা যায়। এই কেসে আইফোন চলতে চলতে চার্জ করার জন্য একটি ৩১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সংযুক্ত আছে। এটি আপনাকে আরও বেশি শুটিং সময় দেবে। এতে একটি সমন্বিত লাইটেনিং পোর্ট ও ছবি তোলার জন্য দুই পর্যায়ে শাটার বাটন আছে।
আপনার কাছে যে ক্যামেরা ফোনই থাকুক না কেন, আপনি যদি মোবাইল ফটোগ্রাফি বা চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত থাকেন, তবে এটি হতে পারে আপনার জন্য সেরা ফোন কেস।
জবি স্ট্যান্ড পয়েন্ট
এই সেলফোন কেসের নিজের পা আছে! আক্ষরিক অর্থে। যদিও বেশির ভাগ সেলফোন ফটোগ্রাফার ট্রাইপড বা মনোপড ব্যবহার করে ছবি তোলেন না। কিন্তু ক্যামেরা সম্পূর্ণভাবে স্থির থাকলে ছবি সুন্দরভাবে ওঠানো যায়। কম আলো দীর্ঘ এক্সপোজারে অথবা রাতে চাঁদ বা তারার ছবি তুলতে চান সে ক্ষেত্রে একটি ট্রাইপড অপরিহার্য। এ কাজে জবি স্ট্যান্ড পয়েন্ট আপনাকে সাহায্য করবে। এই ট্রাইপডটি কেসের সঙ্গে যুক্ত। এর পাগুলো ভাঁজ করে পকেটে রাখা যায়। লং এক্সপোজারের ছবি তোলার পাশাপাশি স্ট্যান্ড পয়েন্ট ভালোভাবে ভিডিও করতেও সহায়তা করবে। এই কেস ওয়্যারলেস চার্জিং প্যাডের মাধ্যমে চার্জ করা যাবে।
লেখক: ওয়েব অ্যান্ড আইটি কো-অর্ডিনেটর, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি)
আপনি যদি মনে করেন যে স্মার্টফোনের কভার বেছে নেওয়া মাত্র কয়েক মিনিটের ব্যাপার এবং এর জন্য ভাবনার তেমন কোনো প্রয়োজন নেই, তাহলে ভুল ভাবছেন।
আপনার হাতের স্মার্টফোনটি এখন আধুনিক প্রযুক্তিতে ঠাসা সব ফিচার-সংবলিত। আর এ জন্যই এর সঙ্গে তাল মিলিয়ে ফোনের কভারেও এসেছে আধুনিকতার ছোঁয়া। সেগুলোতেও এসেছে বৈচিত্র্যপূর্ণ স্মার্ট সব ফিচার।
কভারই আপনার শখের দামি মোবাইল ফোনকে যেকোনো ধরনের ক্ষতি ও দুর্ঘটনা থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখে। এখন বাজারে বিভিন্ন ধরনের স্মার্ট কভার পাওয়া যায়।
মোমেন্ট ফটো কেস
দ্য মোমেন্ট ফটো কেস ডিজাইন করা হয়েছে পিক্সে, আইফোন, ওয়ান প্লাস কিংবা স্যামসাং গ্যালাক্সির মতো বিশ্বের শীর্ষ ক্যামেরা ফোনগুলোকে লক্ষ্য করে। ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখতে এতে ব্যবহার করা হয়েছে একটি পাতলা, শক প্রুফ রাবারের তৈরি বডি যা ড্রপ এবং স্ক্র্যাপ থেকে রক্ষা করে।
মোমেন্ট পিক্সেল ফটো কেসটিতে একটি লেন্স সংযুক্ত থাকে। সেটি দিয়ে মোমেন্টের অ্যাডঅন স্মার্টফোন লেন্সে নিরাপদে সংযুক্ত করা যায়।
এই কেসটিতে একটি স্ট্রিপ সংযুক্ত আছে, যা আপনার ক্যামেরা ফোনকে ধরে রাখতে সাহায্য করবে। এই কেস বা কভারটি তার ছাড়া অর্থাৎ কিউআই যুক্ত চার্জিং প্যাডে রেখে চার্জ করা যায়। এই কেসে আইফোন চলতে চলতে চার্জ করার জন্য একটি ৩১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সংযুক্ত আছে। এটি আপনাকে আরও বেশি শুটিং সময় দেবে। এতে একটি সমন্বিত লাইটেনিং পোর্ট ও ছবি তোলার জন্য দুই পর্যায়ে শাটার বাটন আছে।
আপনার কাছে যে ক্যামেরা ফোনই থাকুক না কেন, আপনি যদি মোবাইল ফটোগ্রাফি বা চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত থাকেন, তবে এটি হতে পারে আপনার জন্য সেরা ফোন কেস।
জবি স্ট্যান্ড পয়েন্ট
এই সেলফোন কেসের নিজের পা আছে! আক্ষরিক অর্থে। যদিও বেশির ভাগ সেলফোন ফটোগ্রাফার ট্রাইপড বা মনোপড ব্যবহার করে ছবি তোলেন না। কিন্তু ক্যামেরা সম্পূর্ণভাবে স্থির থাকলে ছবি সুন্দরভাবে ওঠানো যায়। কম আলো দীর্ঘ এক্সপোজারে অথবা রাতে চাঁদ বা তারার ছবি তুলতে চান সে ক্ষেত্রে একটি ট্রাইপড অপরিহার্য। এ কাজে জবি স্ট্যান্ড পয়েন্ট আপনাকে সাহায্য করবে। এই ট্রাইপডটি কেসের সঙ্গে যুক্ত। এর পাগুলো ভাঁজ করে পকেটে রাখা যায়। লং এক্সপোজারের ছবি তোলার পাশাপাশি স্ট্যান্ড পয়েন্ট ভালোভাবে ভিডিও করতেও সহায়তা করবে। এই কেস ওয়্যারলেস চার্জিং প্যাডের মাধ্যমে চার্জ করা যাবে।
লেখক: ওয়েব অ্যান্ড আইটি কো-অর্ডিনেটর, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (আইসিসিসিএডি)
তিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
৫ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
৯ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১ দিন আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১ দিন আগে