প্রযুক্তি ডেস্ক
ট্যাপ হচ্ছে বাংলাদেশে নতুন চালু হওয়া মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস।এটি ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং আজিয়াটা ডিজিটাল সার্ভিসেসের মাধ্যমে যৌথভাবে গঠিত হয়েছে। এই যৌথ উদ্যোগ ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড হিসেবে পরিচিত।
দেশের মোবাইল ব্যাংকিং সেবায় নতুন মাত্রা আনবে ট্রাস্ট ব্যাংকের সেবা ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ। ট্যাপের মাধ্যমে এখন মোবাইলে বিভিন্ন অর্থ সেবা মিলবে।
ট্যাপ সেবার মাধ্যমে গ্রাহকেরা অর্থ জমা-লেনদেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগসংক্রান্ত ফি জমা দেওয়া, পরিষেবা বিল পরিশোধ, বিমার কিস্তি, রেমিট্যান্স গ্রহণ, অনলাইন মার্চেন্ট পেমেন্ট এবং সব মোবাইল ফোন অপারেটরের রিচার্জ সেবা গ্রহণ করতে পারবেন।
ট্যাপ সেবার একটি বিশেষত্ব হচ্ছে শুধু জাতীয় পরিচয়পত্র ও সেলফির মাধ্যমে সেবাটি গ্রহণের জন্য নিবন্ধন করা যাবে।গ্রাহকদের নিরাপদ সেবা প্রদান ট্যাপের লক্ষ্য। দেশের ডিজিটাল আর্থিক লেনদেনে নতুন মাত্রা যোগ করার ব্রত নিয়েই এসেছে ট্যাপ।
এই সেবাটির মাধ্যমে ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগসংক্রান্ত ফি এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফি পরিশোধ করা যাবে। ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, টি-ক্যাশের (ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং) সব গ্রাহকেরা এখন ট্যাপের গ্রাহকে পরিণত হবেন।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস একটি অত্যাধুনিক ও উপযোগী প্রযুক্তি। এটি মানুষের আর্থিক সেবা প্রদানে বিশেষ আস্থা অর্জন করেছে।
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আর এশিয়ার টেকনিক্যাল জায়ান্ট হচ্ছে আজিয়াটা ডিজিটাল সার্ভিস। এই দুইটি প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান যৌথভাবে ট্যাপের মাধ্যমে দিবে সর্বোচ্চ সেবা।
ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, দেশের মানুষকে সেরা ব্যাংকিং সুবিধাটি প্রদান করাই ট্রাস্ট ব্যাংকের লক্ষ্য। এই ভাবনা থেকেই আজিয়াটা গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে ট্রাস্ট ব্যাংক। বাংলাদেশের মানুষকে লেনদেনের ডিজিটাল সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে ট্যাপ।সর্বস্তরের জনগণের মোবাইলে অর্থ লেনদেনে আস্থার প্রতীক হয়ে উঠবে ট্যাপ।
ট্যাপ হচ্ছে বাংলাদেশে নতুন চালু হওয়া মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস।এটি ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং আজিয়াটা ডিজিটাল সার্ভিসেসের মাধ্যমে যৌথভাবে গঠিত হয়েছে। এই যৌথ উদ্যোগ ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড হিসেবে পরিচিত।
দেশের মোবাইল ব্যাংকিং সেবায় নতুন মাত্রা আনবে ট্রাস্ট ব্যাংকের সেবা ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ। ট্যাপের মাধ্যমে এখন মোবাইলে বিভিন্ন অর্থ সেবা মিলবে।
ট্যাপ সেবার মাধ্যমে গ্রাহকেরা অর্থ জমা-লেনদেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগসংক্রান্ত ফি জমা দেওয়া, পরিষেবা বিল পরিশোধ, বিমার কিস্তি, রেমিট্যান্স গ্রহণ, অনলাইন মার্চেন্ট পেমেন্ট এবং সব মোবাইল ফোন অপারেটরের রিচার্জ সেবা গ্রহণ করতে পারবেন।
ট্যাপ সেবার একটি বিশেষত্ব হচ্ছে শুধু জাতীয় পরিচয়পত্র ও সেলফির মাধ্যমে সেবাটি গ্রহণের জন্য নিবন্ধন করা যাবে।গ্রাহকদের নিরাপদ সেবা প্রদান ট্যাপের লক্ষ্য। দেশের ডিজিটাল আর্থিক লেনদেনে নতুন মাত্রা যোগ করার ব্রত নিয়েই এসেছে ট্যাপ।
এই সেবাটির মাধ্যমে ৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, তিন বাহিনীর নিয়োগসংক্রান্ত ফি এবং জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফি পরিশোধ করা যাবে। ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, টি-ক্যাশের (ট্রাস্ট ব্যাংকের মোবাইল ব্যাংকিং) সব গ্রাহকেরা এখন ট্যাপের গ্রাহকে পরিণত হবেন।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস একটি অত্যাধুনিক ও উপযোগী প্রযুক্তি। এটি মানুষের আর্থিক সেবা প্রদানে বিশেষ আস্থা অর্জন করেছে।
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটি কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আর এশিয়ার টেকনিক্যাল জায়ান্ট হচ্ছে আজিয়াটা ডিজিটাল সার্ভিস। এই দুইটি প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান যৌথভাবে ট্যাপের মাধ্যমে দিবে সর্বোচ্চ সেবা।
ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, দেশের মানুষকে সেরা ব্যাংকিং সুবিধাটি প্রদান করাই ট্রাস্ট ব্যাংকের লক্ষ্য। এই ভাবনা থেকেই আজিয়াটা গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছে ট্রাস্ট ব্যাংক। বাংলাদেশের মানুষকে লেনদেনের ডিজিটাল সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে ট্যাপ।সর্বস্তরের জনগণের মোবাইলে অর্থ লেনদেনে আস্থার প্রতীক হয়ে উঠবে ট্যাপ।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে