Ajker Patrika

ভুটান-বাংলাদেশের পর স্টারলিংক চালু হলো শ্রীলঙ্কায়

আজকের পত্রিকা ডেস্ক­
ফাইল ছবি
ফাইল ছবি

স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক এখন শ্রীলঙ্কায় চালু হয়েছে। দক্ষিণ এশিয়ায় ভুটান ও বাংলাদেশের পর তৃতীয় দেশ হিসেবে এই পরিষেবা গ্রহণ করল শ্রীলঙ্কা। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) মাধ্যমে এই ঘোষণা দেন।

স্টারলিংকের রেসিডেনশিয়াল সংযোগের মাসিক মূল্য ১২ হাজার থেকে ১৫ হাজার শ্রীলঙ্কান রুপি এবং পোর্টেবল ‘রোম’ প্ল্যানের জন্য ১৫ হাজার থেকে ৩০ হাজার ১০০ শ্রীলঙ্কান রুপি। এককালীন হার্ডওয়্যার খরচ ৬০ হাজার ২০০ থেকে ১ লাখ ১৮ হাজার শ্রীলঙ্কান রুপি। এই দাম অন্যান্য দুই দক্ষিণ এশীয় দেশের তুলনায় প্রায় সমপরিমাণ।

২০২৪ সালের ১২ আগস্ট থেকে স্টারলিংককে পাঁচ বছরের জন্য ইন্টারনেট সেবা চালুর অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কা।

এদিকে চলতি বছরের মার্চ মাসের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কায় মোট ২১ দশমিক ৫ মিলিয়ন মোবাইল ব্রডব্যান্ড সংযোগ রয়েছে, যেখানে দেশের নিয়ন্ত্রক কমিশন থ্রি-জি ও ফোর-জি সংযোগকে ব্রডব্যান্ড হিসেবে গণ্য করে। এ ছাড়া ২ দশমিক ৬ মিলিয়ন ফিক্সড লাইন ব্রডব্যান্ড সংযোগ রয়েছে।

ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে স্টারলিংক এখনো মিয়ানমার, নেপাল ও পাকিস্তানে নিয়ন্ত্রক অনুমোদনের জন্য অপেক্ষা করছে, তবে চীন বাদে সব দেশেই তারা পরিষেবা চালুর অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, গত ২০ মে দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে (অফিশিয়ালি) কার্যক্রম শুরু করেছে স্টারলিংক। এই দুটি প্যাকেজ হলো স্টারলিংক রেসিডেনস ও রেসিডেনস লাইট। মাসিক খরচ একটি ৬০০০ টাকা, অপরটি ৪২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

তথ্যসূত্র: এক্স ও দ্য হিন্দু

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টর্চ জ্বালিয়ে গাজা যুদ্ধবিরতির বার্তা দিয়ে ভাইরাল সেই সাংবাদিক নিহত

ইসরায়েল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী প্রথম বাস গাজায় পৌঁছাল

যুক্তরাষ্ট্রের অনুমতিক্রমেই ফের সশস্ত্র হয়েছে হামাস: ট্রাম্প

হেফাজতে থাকা কর্মকর্তাদের জন্য সেনানিবাসে সাময়িকভাবে কারাগার হচ্ছে

পুতিনকে বলব—যুদ্ধ বন্ধ কর, নইলে ইউক্রেনকে টমাহক দেব: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত