আজকের পত্রিকা ডেস্ক
স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক এখন শ্রীলঙ্কায় চালু হয়েছে। দক্ষিণ এশিয়ায় ভুটান ও বাংলাদেশের পর তৃতীয় দেশ হিসেবে এই পরিষেবা গ্রহণ করল শ্রীলঙ্কা। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) মাধ্যমে এই ঘোষণা দেন।
স্টারলিংকের রেসিডেনশিয়াল সংযোগের মাসিক মূল্য ১২ হাজার থেকে ১৫ হাজার শ্রীলঙ্কান রুপি এবং পোর্টেবল ‘রোম’ প্ল্যানের জন্য ১৫ হাজার থেকে ৩০ হাজার ১০০ শ্রীলঙ্কান রুপি। এককালীন হার্ডওয়্যার খরচ ৬০ হাজার ২০০ থেকে ১ লাখ ১৮ হাজার শ্রীলঙ্কান রুপি। এই দাম অন্যান্য দুই দক্ষিণ এশীয় দেশের তুলনায় প্রায় সমপরিমাণ।
২০২৪ সালের ১২ আগস্ট থেকে স্টারলিংককে পাঁচ বছরের জন্য ইন্টারনেট সেবা চালুর অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কা।
এদিকে চলতি বছরের মার্চ মাসের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কায় মোট ২১ দশমিক ৫ মিলিয়ন মোবাইল ব্রডব্যান্ড সংযোগ রয়েছে, যেখানে দেশের নিয়ন্ত্রক কমিশন থ্রি-জি ও ফোর-জি সংযোগকে ব্রডব্যান্ড হিসেবে গণ্য করে। এ ছাড়া ২ দশমিক ৬ মিলিয়ন ফিক্সড লাইন ব্রডব্যান্ড সংযোগ রয়েছে।
ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে স্টারলিংক এখনো মিয়ানমার, নেপাল ও পাকিস্তানে নিয়ন্ত্রক অনুমোদনের জন্য অপেক্ষা করছে, তবে চীন বাদে সব দেশেই তারা পরিষেবা চালুর অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, গত ২০ মে দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে (অফিশিয়ালি) কার্যক্রম শুরু করেছে স্টারলিংক। এই দুটি প্যাকেজ হলো স্টারলিংক রেসিডেনস ও রেসিডেনস লাইট। মাসিক খরচ একটি ৬০০০ টাকা, অপরটি ৪২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
তথ্যসূত্র: এক্স ও দ্য হিন্দু
স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক এখন শ্রীলঙ্কায় চালু হয়েছে। দক্ষিণ এশিয়ায় ভুটান ও বাংলাদেশের পর তৃতীয় দেশ হিসেবে এই পরিষেবা গ্রহণ করল শ্রীলঙ্কা। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) মাধ্যমে এই ঘোষণা দেন।
স্টারলিংকের রেসিডেনশিয়াল সংযোগের মাসিক মূল্য ১২ হাজার থেকে ১৫ হাজার শ্রীলঙ্কান রুপি এবং পোর্টেবল ‘রোম’ প্ল্যানের জন্য ১৫ হাজার থেকে ৩০ হাজার ১০০ শ্রীলঙ্কান রুপি। এককালীন হার্ডওয়্যার খরচ ৬০ হাজার ২০০ থেকে ১ লাখ ১৮ হাজার শ্রীলঙ্কান রুপি। এই দাম অন্যান্য দুই দক্ষিণ এশীয় দেশের তুলনায় প্রায় সমপরিমাণ।
২০২৪ সালের ১২ আগস্ট থেকে স্টারলিংককে পাঁচ বছরের জন্য ইন্টারনেট সেবা চালুর অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কা।
এদিকে চলতি বছরের মার্চ মাসের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কায় মোট ২১ দশমিক ৫ মিলিয়ন মোবাইল ব্রডব্যান্ড সংযোগ রয়েছে, যেখানে দেশের নিয়ন্ত্রক কমিশন থ্রি-জি ও ফোর-জি সংযোগকে ব্রডব্যান্ড হিসেবে গণ্য করে। এ ছাড়া ২ দশমিক ৬ মিলিয়ন ফিক্সড লাইন ব্রডব্যান্ড সংযোগ রয়েছে।
ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে স্টারলিংক এখনো মিয়ানমার, নেপাল ও পাকিস্তানে নিয়ন্ত্রক অনুমোদনের জন্য অপেক্ষা করছে, তবে চীন বাদে সব দেশেই তারা পরিষেবা চালুর অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, গত ২০ মে দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে (অফিশিয়ালি) কার্যক্রম শুরু করেছে স্টারলিংক। এই দুটি প্যাকেজ হলো স্টারলিংক রেসিডেনস ও রেসিডেনস লাইট। মাসিক খরচ একটি ৬০০০ টাকা, অপরটি ৪২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
তথ্যসূত্র: এক্স ও দ্য হিন্দু
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১০ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
১১ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
১২ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৩ ঘণ্টা আগে