আজকের পত্রিকা ডেস্ক
স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক এখন শ্রীলঙ্কায় চালু হয়েছে। দক্ষিণ এশিয়ায় ভুটান ও বাংলাদেশের পর তৃতীয় দেশ হিসেবে এই পরিষেবা গ্রহণ করল শ্রীলঙ্কা। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) মাধ্যমে এই ঘোষণা দেন।
স্টারলিংকের রেসিডেনশিয়াল সংযোগের মাসিক মূল্য ১২ হাজার থেকে ১৫ হাজার শ্রীলঙ্কান রুপি এবং পোর্টেবল ‘রোম’ প্ল্যানের জন্য ১৫ হাজার থেকে ৩০ হাজার ১০০ শ্রীলঙ্কান রুপি। এককালীন হার্ডওয়্যার খরচ ৬০ হাজার ২০০ থেকে ১ লাখ ১৮ হাজার শ্রীলঙ্কান রুপি। এই দাম অন্যান্য দুই দক্ষিণ এশীয় দেশের তুলনায় প্রায় সমপরিমাণ।
২০২৪ সালের ১২ আগস্ট থেকে স্টারলিংককে পাঁচ বছরের জন্য ইন্টারনেট সেবা চালুর অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কা।
এদিকে চলতি বছরের মার্চ মাসের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কায় মোট ২১ দশমিক ৫ মিলিয়ন মোবাইল ব্রডব্যান্ড সংযোগ রয়েছে, যেখানে দেশের নিয়ন্ত্রক কমিশন থ্রি-জি ও ফোর-জি সংযোগকে ব্রডব্যান্ড হিসেবে গণ্য করে। এ ছাড়া ২ দশমিক ৬ মিলিয়ন ফিক্সড লাইন ব্রডব্যান্ড সংযোগ রয়েছে।
ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে স্টারলিংক এখনো মিয়ানমার, নেপাল ও পাকিস্তানে নিয়ন্ত্রক অনুমোদনের জন্য অপেক্ষা করছে, তবে চীন বাদে সব দেশেই তারা পরিষেবা চালুর অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, গত ২০ মে দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে (অফিশিয়ালি) কার্যক্রম শুরু করেছে স্টারলিংক। এই দুটি প্যাকেজ হলো স্টারলিংক রেসিডেনস ও রেসিডেনস লাইট। মাসিক খরচ একটি ৬০০০ টাকা, অপরটি ৪২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
তথ্যসূত্র: এক্স ও দ্য হিন্দু
স্পেসএক্স পরিচালিত স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক এখন শ্রীলঙ্কায় চালু হয়েছে। দক্ষিণ এশিয়ায় ভুটান ও বাংলাদেশের পর তৃতীয় দেশ হিসেবে এই পরিষেবা গ্রহণ করল শ্রীলঙ্কা। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও সিইও ইলন মাস্ক তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) মাধ্যমে এই ঘোষণা দেন।
স্টারলিংকের রেসিডেনশিয়াল সংযোগের মাসিক মূল্য ১২ হাজার থেকে ১৫ হাজার শ্রীলঙ্কান রুপি এবং পোর্টেবল ‘রোম’ প্ল্যানের জন্য ১৫ হাজার থেকে ৩০ হাজার ১০০ শ্রীলঙ্কান রুপি। এককালীন হার্ডওয়্যার খরচ ৬০ হাজার ২০০ থেকে ১ লাখ ১৮ হাজার শ্রীলঙ্কান রুপি। এই দাম অন্যান্য দুই দক্ষিণ এশীয় দেশের তুলনায় প্রায় সমপরিমাণ।
২০২৪ সালের ১২ আগস্ট থেকে স্টারলিংককে পাঁচ বছরের জন্য ইন্টারনেট সেবা চালুর অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কা।
এদিকে চলতি বছরের মার্চ মাসের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কায় মোট ২১ দশমিক ৫ মিলিয়ন মোবাইল ব্রডব্যান্ড সংযোগ রয়েছে, যেখানে দেশের নিয়ন্ত্রক কমিশন থ্রি-জি ও ফোর-জি সংযোগকে ব্রডব্যান্ড হিসেবে গণ্য করে। এ ছাড়া ২ দশমিক ৬ মিলিয়ন ফিক্সড লাইন ব্রডব্যান্ড সংযোগ রয়েছে।
ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে স্টারলিংক এখনো মিয়ানমার, নেপাল ও পাকিস্তানে নিয়ন্ত্রক অনুমোদনের জন্য অপেক্ষা করছে, তবে চীন বাদে সব দেশেই তারা পরিষেবা চালুর অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, গত ২০ মে দুটি প্যাকেজ নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে (অফিশিয়ালি) কার্যক্রম শুরু করেছে স্টারলিংক। এই দুটি প্যাকেজ হলো স্টারলিংক রেসিডেনস ও রেসিডেনস লাইট। মাসিক খরচ একটি ৬০০০ টাকা, অপরটি ৪২০০ টাকা। তবে সেটআপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডেটা লিমিট নেই। ব্যক্তি ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
তথ্যসূত্র: এক্স ও দ্য হিন্দু
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
১ দিন আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
১ দিন আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
২ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৪ দিন আগে