বহুল প্রতীক্ষিত ‘সাইবারক্যাব’ নামের রোবোট্যাক্সি উন্মোচন করলেন টেসলার প্রধান ইলন মাস্ক। গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে এই স্বয়ংক্রিয় বা স্বচালিত গাড়ির প্রোটোটাইপ দেখানো হয়েছে। ২০২৬ সালের মধ্যে গাড়িটি উৎপাদন শুরু হতে পারে এবং এর দাম ৩০ হাজার ডলারের কম হবে।
টেসলার নতুন রোবোট্যাক্সিতে মাত্র দুটি আসন থাকবে। গাড়িটির দুটি দরজা প্রজাপতির পাখার মতো খুলবে। তবে প্রচলিত স্বয়ংক্রিয় গাড়িগুলোর সঙ্গে এর পার্থক্য রয়েছে। ক্যামেরা ও কম্পিউটার শক্তি কাজে লাগিয়ে গাড়িটি রাস্তায় চলাচল করবে। অন্যান্য স্বচালিত গাড়িতে লিডার নামের লেজারভিত্তিক সেন্সর ব্যবহৃত হয়। তবে রোবোট্যাক্সি চলবে ক্যামেরা প্রযুক্তিতে।
সাইবারক্যাবে টেসলার তৈরি ‘ফুল সেলফ-ড্রাইভিং’ সফটওয়্যার থাকতে পারে। ফলে চালক ছাড়াই গাড়িটি চলতে পারবে। এ ছাড়া এতে স্টিয়ারিং হুইল ও পেডেলের মতো সাধারণ গাড়ির ফিচারগুলো থাকবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের নানা সুবিধাও যুক্ত করা হতে পারে এতে।
ইলন মাস্ক বলেছেন, স্বচালিত গাড়িগুলো মানবচালিত গাড়ির তুলনায় ১০-২০ গুণ বেশি নিরাপদ হবে এবং প্রতি মাইলের খরচ দশমিক ২০ ডলারে নেমে আসতে পারে, যেখানে শহরের বাসের খরচ প্রতি মাইল ১ ডলার।
মাস্ক আরও বলেন, ‘এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। গাড়িটি জীবন বাঁচাবে, অনেক জীবন এবং আঘাতও প্রতিরোধ করবে।’
টেসলা প্রথমে টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় এই গাড়ি চালু করার পরিকল্পনা করছে এবং সাইবারক্যাবের উৎপাদন শুরু হবে ২০২৬ সালে। তবে এই সময়সীমা বেড়ে ২০২৭ সালেও উৎপাদন শুরু হতে পারে। এর পাশাপাশি ‘অপটিমাস’ রোবট তৈরি করছে টেসলা, যা ২০ থেকে ৩০ হাজার ডলারে পাওয়া যেতে পারে। এই রোবট ঘরের বিভিন্ন কাজে মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে।
২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এরপরত চলতি বছরের এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। কিন্তু এই দিনেও নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেনি টেসলা। অবশেষে গতকাল রোবোট্যাক্সি উন্মোচন করেছে কোম্পানিটি।
সাইবারক্যাব বিষয়ে খুব বেশি তথ্য জানায়নি টেসলা কর্তৃপক্ষ। স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবটচালিত সাইবারক্যাব ট্যাক্সি হিসেবে ভাড়া করা যেতে পারে। যাত্রীরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়িটি ভাড়া করতে পারবেন। বৈদ্যুতিক গাড়িশিল্পের জন্য একটি বড় পদক্ষেপ হলো টেসলার রোবোট্যাক্সি।
সাইবারক্যাবের পাশাপাশি টেসলা একটি রোবোভ্যান ধারণাও তুলে ধরেছে। এটিও একটি স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি, যা একসঙ্গে ২০ জন পর্যন্ত মানুষের পরিবহন করতে পারবে। সাইবারক্যাব এবং রোবোভ্যান উভয়ই টেসলার স্বচালিত পরিবহন বাজারে প্রবেশের প্রচেষ্টার অংশ। যারা টেসলা নেটওয়ার্কের মাধ্যমে স্বচালিত গাড়ি ব্যবহার বা ভাড়া নিতে চান, তাদের জন্য সাইবারক্যাব একটি ভালো অপশন হতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স ও দ্য ভার্জ
বহুল প্রতীক্ষিত ‘সাইবারক্যাব’ নামের রোবোট্যাক্সি উন্মোচন করলেন টেসলার প্রধান ইলন মাস্ক। গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে এই স্বয়ংক্রিয় বা স্বচালিত গাড়ির প্রোটোটাইপ দেখানো হয়েছে। ২০২৬ সালের মধ্যে গাড়িটি উৎপাদন শুরু হতে পারে এবং এর দাম ৩০ হাজার ডলারের কম হবে।
টেসলার নতুন রোবোট্যাক্সিতে মাত্র দুটি আসন থাকবে। গাড়িটির দুটি দরজা প্রজাপতির পাখার মতো খুলবে। তবে প্রচলিত স্বয়ংক্রিয় গাড়িগুলোর সঙ্গে এর পার্থক্য রয়েছে। ক্যামেরা ও কম্পিউটার শক্তি কাজে লাগিয়ে গাড়িটি রাস্তায় চলাচল করবে। অন্যান্য স্বচালিত গাড়িতে লিডার নামের লেজারভিত্তিক সেন্সর ব্যবহৃত হয়। তবে রোবোট্যাক্সি চলবে ক্যামেরা প্রযুক্তিতে।
সাইবারক্যাবে টেসলার তৈরি ‘ফুল সেলফ-ড্রাইভিং’ সফটওয়্যার থাকতে পারে। ফলে চালক ছাড়াই গাড়িটি চলতে পারবে। এ ছাড়া এতে স্টিয়ারিং হুইল ও পেডেলের মতো সাধারণ গাড়ির ফিচারগুলো থাকবে না। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকসের নানা সুবিধাও যুক্ত করা হতে পারে এতে।
ইলন মাস্ক বলেছেন, স্বচালিত গাড়িগুলো মানবচালিত গাড়ির তুলনায় ১০-২০ গুণ বেশি নিরাপদ হবে এবং প্রতি মাইলের খরচ দশমিক ২০ ডলারে নেমে আসতে পারে, যেখানে শহরের বাসের খরচ প্রতি মাইল ১ ডলার।
মাস্ক আরও বলেন, ‘এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। গাড়িটি জীবন বাঁচাবে, অনেক জীবন এবং আঘাতও প্রতিরোধ করবে।’
টেসলা প্রথমে টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় এই গাড়ি চালু করার পরিকল্পনা করছে এবং সাইবারক্যাবের উৎপাদন শুরু হবে ২০২৬ সালে। তবে এই সময়সীমা বেড়ে ২০২৭ সালেও উৎপাদন শুরু হতে পারে। এর পাশাপাশি ‘অপটিমাস’ রোবট তৈরি করছে টেসলা, যা ২০ থেকে ৩০ হাজার ডলারে পাওয়া যেতে পারে। এই রোবট ঘরের বিভিন্ন কাজে মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে।
২০২৩ সালের মধ্যে রোবোট্যাক্সি বাজারে আনার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এরপরত চলতি বছরের এপ্রিলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক জানিয়েছিলেন, টেসলার তৈরি রোবোট্যাক্সি বাজারে আসবে আগামী ৮ আগস্ট। কিন্তু এই দিনেও নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করতে পারেনি টেসলা। অবশেষে গতকাল রোবোট্যাক্সি উন্মোচন করেছে কোম্পানিটি।
সাইবারক্যাব বিষয়ে খুব বেশি তথ্য জানায়নি টেসলা কর্তৃপক্ষ। স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম রোবটচালিত সাইবারক্যাব ট্যাক্সি হিসেবে ভাড়া করা যেতে পারে। যাত্রীরা স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে গাড়িটি ভাড়া করতে পারবেন। বৈদ্যুতিক গাড়িশিল্পের জন্য একটি বড় পদক্ষেপ হলো টেসলার রোবোট্যাক্সি।
সাইবারক্যাবের পাশাপাশি টেসলা একটি রোবোভ্যান ধারণাও তুলে ধরেছে। এটিও একটি স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি, যা একসঙ্গে ২০ জন পর্যন্ত মানুষের পরিবহন করতে পারবে। সাইবারক্যাব এবং রোবোভ্যান উভয়ই টেসলার স্বচালিত পরিবহন বাজারে প্রবেশের প্রচেষ্টার অংশ। যারা টেসলা নেটওয়ার্কের মাধ্যমে স্বচালিত গাড়ি ব্যবহার বা ভাড়া নিতে চান, তাদের জন্য সাইবারক্যাব একটি ভালো অপশন হতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স ও দ্য ভার্জ
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
১২ ঘণ্টা আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ দিন আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ দিন আগে